Ajker Patrika

সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মে ২০২২, ১০: ৫১
সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি

আজ থেকে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রতিটি ফটকেই রয়েছে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী। কেউ প্রবেশ করতে চাইলে পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে। বন্ধ রাখা হয়েছে বাংলা একডেমির বিপরীত পাশের গেট।

সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার বিভিন্ন স্থান পরিদর্শন করে সুপ্রিম কোর্ট প্রশাসন। পরে বৈঠকে সিদ্ধান্ত হয় সবখানেই সিসিটিভি লাগানোর। সেই সঙ্গে নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং করলে নেওয়া হবে ব্যবস্থা।

শনিবার বিভিন্ন স্থান পরিদর্শনের পর আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘প্রধান বিচারপতি নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। আমরা বারের সভাপতি ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি। সুপ্রিম কোর্টের নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে।’ তবে আইনজীবী ও বিচারপ্রার্থীরা যাতে প্রবেশের ক্ষেত্রে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

 সুপ্রিম কোর্টে প্রবেশ করতে চাইলে পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে।সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটক সকাল সাড়ে ১০টার পর থেকে বন্ধ থাকবে এবং মাজার গেট সার্বক্ষণিক খোলা থাকবে। আর জাজেস স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন মসজিদ গেট বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে। তবে বার কাউন্সিলসংলগ্ন গেট দিয়ে গাড়ি শুধু বের হতে পারবে, ভেতরে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া বাংলা একাডেমির বিপরীত পাশের গেটটি সার্বক্ষণিক বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পিটিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের রক্তাক্ত করে ছাত্রলীগ। হামলার শিকার হন কয়েকজন আইনজীবী এবং তাঁদের সহকারীরাও। পাশাপাশি আইনজীবী তৈমুর আলম খন্দকারের গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ ছাড়া নিরাপত্তা নিয়ে বৈঠক করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত