নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-১০।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিদার (২৯), মো. সাইফুল ইসলাম (৩০), মিন্টু গাজী (৪৫), মো. জামিল (৩২) ও স্বপন খান (৪৫)।
আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
মোহাম্মদ কামরুজ্জামান জানান, স্বর্ণ ব্যবসায়ী জয়দেব আধ্য (৫৩) ও তাঁর ভাই বিশ্বনাথ আধ্য (৫৭) ব্যবসায়িক কাজে ঢাকার তাঁতীবাজার থেকে জুয়েলারি তৈরির ডাইস কিনে গুলিস্তান থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের জয় বাংলা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস এসে র্যাব পরিচয়ে বাসটি থামায়। এরপর র্যাবের কটি পরিহিত ৩-৪ জন বাসে উঠে দুই ভাইকে জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। তাঁদের চোখ গামছা দিয়ে বেঁধে রাখা হয় এবং এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ২ হাজার ৭০০ টাকা এবং ক্রয় করা যন্ত্রাংশ লুট করে নেয় দুর্বৃত্তরা।
র্যাব জানায়, ঘটনাস্থলে স্থানীয় ব্যক্তিরা তাদের ঘিরে ফেললে মাইক্রোবাসের চারপাশ ভাঙচুর এবং দুজনকে মারধর করে। পরে র্যাব পাঁচজনকে গ্রেপ্তার এবং মাইক্রোবাসটি জব্দ করে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছে থেকে র্যাবের চারটি জ্যাকেট, তিনটি র্যাবের ক্যাপ, একটি রেইনকোট, দুই জোড়া হাতকড়া, দুটি ওয়াকিটকিসহ বেশ কিছু জিনিস জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-১০।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিদার (২৯), মো. সাইফুল ইসলাম (৩০), মিন্টু গাজী (৪৫), মো. জামিল (৩২) ও স্বপন খান (৪৫)।
আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
মোহাম্মদ কামরুজ্জামান জানান, স্বর্ণ ব্যবসায়ী জয়দেব আধ্য (৫৩) ও তাঁর ভাই বিশ্বনাথ আধ্য (৫৭) ব্যবসায়িক কাজে ঢাকার তাঁতীবাজার থেকে জুয়েলারি তৈরির ডাইস কিনে গুলিস্তান থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের জয় বাংলা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস এসে র্যাব পরিচয়ে বাসটি থামায়। এরপর র্যাবের কটি পরিহিত ৩-৪ জন বাসে উঠে দুই ভাইকে জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। তাঁদের চোখ গামছা দিয়ে বেঁধে রাখা হয় এবং এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ২ হাজার ৭০০ টাকা এবং ক্রয় করা যন্ত্রাংশ লুট করে নেয় দুর্বৃত্তরা।
র্যাব জানায়, ঘটনাস্থলে স্থানীয় ব্যক্তিরা তাদের ঘিরে ফেললে মাইক্রোবাসের চারপাশ ভাঙচুর এবং দুজনকে মারধর করে। পরে র্যাব পাঁচজনকে গ্রেপ্তার এবং মাইক্রোবাসটি জব্দ করে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছে থেকে র্যাবের চারটি জ্যাকেট, তিনটি র্যাবের ক্যাপ, একটি রেইনকোট, দুই জোড়া হাতকড়া, দুটি ওয়াকিটকিসহ বেশ কিছু জিনিস জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে