জাবি প্রতিনিধি
সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেন ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার নেতা-কর্মীরা। একই দাবিতে বেলা সাড়ে ৪টায় পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি জহির ফয়সাল বলেন, ‘স্বাধীনতা দিবসে একটি রিপোর্ট করার অপরাধে শামসুজ্জামানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বলতে চাই, দেশে আইয়ুব খানের শাসন চলছে নাকি? ইয়াহিয়া খানের শাসন চলছে নাকি? যদি তাই না হয়, তবে কেন একজন সাংবাদিককে স্বাধীনতা দিবসে রিপোর্ট করার জন্য তুলে নিয়ে যাওয়া হয়? অনতিবিলম্বে শামসুজ্জামানের মুক্তি চাই।’
প্রগতিশীল শিক্ষার্থীদের সমাবেশে ছাত্র ইউনিয়নের সহসাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। সরকার তার প্রয়োজনের সময় অসৎ উদ্দেশ্যে এই আইন ব্যবহার করছে। সাদাপোশাকে এসে সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন জেইউডিওর সাধারণ সম্পাদক তাপসী দে প্রাপ্তি বলেন, ‘রাষ্ট্র ক্রমশই মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। একই সঙ্গে সবাইকে ভয়ের সংস্কৃতির মধ্যে রাখা হয়েছে। ছাত্র থেকে শুরু করে দিনমজুর-ব্যবসায়ী—কারও পেটে ভাত নেই, কারও সংসার চলছে না। অথচ কেউ এটা নিয়ে কথা বলতে পারছে না। সরকারের বিরুদ্ধে যখনই কেউ সত্য কথা বলে, তখনই তার টুঁটি চেপে ধরা হয়। এরই ধারাবাহিকতায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চাই জামিনে নয়, শামসুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
এর আগে আজ সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে আলটিমেটাম দিয়েছে ছাত্র ইউনিয়ন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
উল্লেখ্য, ভোর ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে সাদাপোশাকধারী কয়েকজন সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নিয়ে যায়। পরে তাঁকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়।
সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেন ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার নেতা-কর্মীরা। একই দাবিতে বেলা সাড়ে ৪টায় পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি জহির ফয়সাল বলেন, ‘স্বাধীনতা দিবসে একটি রিপোর্ট করার অপরাধে শামসুজ্জামানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বলতে চাই, দেশে আইয়ুব খানের শাসন চলছে নাকি? ইয়াহিয়া খানের শাসন চলছে নাকি? যদি তাই না হয়, তবে কেন একজন সাংবাদিককে স্বাধীনতা দিবসে রিপোর্ট করার জন্য তুলে নিয়ে যাওয়া হয়? অনতিবিলম্বে শামসুজ্জামানের মুক্তি চাই।’
প্রগতিশীল শিক্ষার্থীদের সমাবেশে ছাত্র ইউনিয়নের সহসাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। সরকার তার প্রয়োজনের সময় অসৎ উদ্দেশ্যে এই আইন ব্যবহার করছে। সাদাপোশাকে এসে সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন জেইউডিওর সাধারণ সম্পাদক তাপসী দে প্রাপ্তি বলেন, ‘রাষ্ট্র ক্রমশই মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। একই সঙ্গে সবাইকে ভয়ের সংস্কৃতির মধ্যে রাখা হয়েছে। ছাত্র থেকে শুরু করে দিনমজুর-ব্যবসায়ী—কারও পেটে ভাত নেই, কারও সংসার চলছে না। অথচ কেউ এটা নিয়ে কথা বলতে পারছে না। সরকারের বিরুদ্ধে যখনই কেউ সত্য কথা বলে, তখনই তার টুঁটি চেপে ধরা হয়। এরই ধারাবাহিকতায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চাই জামিনে নয়, শামসুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
এর আগে আজ সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে আলটিমেটাম দিয়েছে ছাত্র ইউনিয়ন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
উল্লেখ্য, ভোর ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে সাদাপোশাকধারী কয়েকজন সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নিয়ে যায়। পরে তাঁকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫