Ajker Patrika

সাংবাদিক এমদাদুলের ওপর হামলাকারী মাসুদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২২: ০৬
সাংবাদিক এমদাদুলের ওপর হামলাকারী মাসুদ গ্রেপ্তার

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনায় হামলাকারী খোরশেদ আলম মাসুদকে রাজধানীর সেগুনবাগিচার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুদকে গ্রেপ্তার করা হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সাংবাদিক এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনায় গতকাল বৃহস্পতিবার হাতিরঝিল থানায় মামলা হয়। পরে মামলার পরিপ্রেক্ষিতে মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, গত বুধবার রাতে মগবাজারে নিজ বাসায় এমদাদুলের ওপর হামলা চালান খোরশেদ আলম। রাতেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টার মামলা করেন সাংবাদিক এমদাদুল।

হাতিরঝিল থানার ওসি বলেন, সন্ত্রাসী মাসুদ একজন সরকারি কর্মকর্তা। তাঁকে গ্রেপ্তারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি চাওয়ার পাশাপাশি নজরদারিতে রাখা হয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত