নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শ্যামলীতে অস্ত্রের মুখে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামের এক যুবকের জামা, জুতা, ব্যাগ, টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার কবিরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে আসামি কবিরকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
গতকাল সোমবার ভোরে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ সময় কবিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শেরেবাংলা নগর থানা-পুলিশ।
গত শুক্রবার (১১ জুলাই) সকালে শ্যামলী ২ নম্বর রোডে শিমিয়ন ত্রিপুরা নামের এক যুবক অফিসে যাওয়ার সময় মোটরসাইকেলে তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাঁর পথরোধ করে। পরে ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগ, টাকা, মোবাইল ফোন, এমনকি তাঁর শরীরের জামা-জুতাও ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
এ ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটেজটিতে দেখা যায়, ছাতা হাতে শিমিয়ন ত্রিপুরা নামের এক যুবক হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাঁকে ঘিরে ফেলে। দুজন হাতে ধারালো অস্ত্র নিয়ে যুবকের মুখোমুখি অবস্থান নেয়, অন্যজন মোটরসাইকেল ইউটার্ন করে সামনে এসে পথ আটকে দাঁড়ায়।
ছিনতাইকারীদের মধ্যে দুজনের মাথায় হেলমেট ছিল, অন্যজন ছিল খালি গায়ে। এরপর তারা ভুক্তভোগী যুবকের সঙ্গে থাকা ব্যাগ ও অন্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দেখিয়ে ভীতি সৃষ্টি করে ভুক্তভোগীর শরীরের জামা ও পায়ের জুতা খুলে নেয়। এরপর তিন ছিনতাইকারীই মোটরসাইকেলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ছিনতাইকারীদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালায় শেরেবাংলা নগর থানা-পুলিশ ও ডিবি। পরে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়।
রাজধানীর শ্যামলীতে অস্ত্রের মুখে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামের এক যুবকের জামা, জুতা, ব্যাগ, টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার কবিরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে আসামি কবিরকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
গতকাল সোমবার ভোরে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ সময় কবিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শেরেবাংলা নগর থানা-পুলিশ।
গত শুক্রবার (১১ জুলাই) সকালে শ্যামলী ২ নম্বর রোডে শিমিয়ন ত্রিপুরা নামের এক যুবক অফিসে যাওয়ার সময় মোটরসাইকেলে তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাঁর পথরোধ করে। পরে ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগ, টাকা, মোবাইল ফোন, এমনকি তাঁর শরীরের জামা-জুতাও ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
এ ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটেজটিতে দেখা যায়, ছাতা হাতে শিমিয়ন ত্রিপুরা নামের এক যুবক হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাঁকে ঘিরে ফেলে। দুজন হাতে ধারালো অস্ত্র নিয়ে যুবকের মুখোমুখি অবস্থান নেয়, অন্যজন মোটরসাইকেল ইউটার্ন করে সামনে এসে পথ আটকে দাঁড়ায়।
ছিনতাইকারীদের মধ্যে দুজনের মাথায় হেলমেট ছিল, অন্যজন ছিল খালি গায়ে। এরপর তারা ভুক্তভোগী যুবকের সঙ্গে থাকা ব্যাগ ও অন্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দেখিয়ে ভীতি সৃষ্টি করে ভুক্তভোগীর শরীরের জামা ও পায়ের জুতা খুলে নেয়। এরপর তিন ছিনতাইকারীই মোটরসাইকেলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ছিনতাইকারীদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালায় শেরেবাংলা নগর থানা-পুলিশ ও ডিবি। পরে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে