জবি সংবাদদাতা
গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে দেরি করে আসা শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়নি। আজ শুক্রবার বেলা ১১টায় শুরু হওয়া পরীক্ষায় পাঁচ মিনিট পর থেকে আর কাউকে হলে ঢুকতে দেওয়া হয়নি। তাতে বেশ কয়েকজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।
বেলা ১১টার পর বেশ কয়েকজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে পরীক্ষাকেন্দ্রের গেট থেকে ফিরে গেছেন। তবে এ কারণে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীর সংখ্যা কত হতে পারে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।
পরীক্ষা দিতে না পারা এক শিক্ষার্থী বলেন, ‘রাস্তায় যানজটের কারণে আসতে দেরি হয়ে গেছে। প্রথমে প্রধান যে গেট রয়েছে, সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয় পাশের গেটে যেতে। এখানে এসেও দেখি গেট বন্ধ। পারলাম না পরীক্ষা দিতে।’
তবে এর আগে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষায় পরীক্ষা শুরুর ১৫-২০ মিনিট পরও শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের চিত্র ছিল ব্যতিক্রম।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল ১১টার পর কাউকে হলে প্রবেশ করতে না দেওয়ার। তাও আমরা ১১টা ৫ মিনিট পর্যন্ত প্রবেশ করিয়েছি। এরপর গেট বন্ধ করে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘এটা কোর কমিটির সিদ্ধান্ত ছিল। এর আগের ইউনিটগুলোতে যদি কেউ দেরি করেও প্রবেশ করে থাকে, সে ক্ষেত্রে তাদের পাশে রিপোর্টেড লেখা ছিল।’
গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে দেরি করে আসা শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়নি। আজ শুক্রবার বেলা ১১টায় শুরু হওয়া পরীক্ষায় পাঁচ মিনিট পর থেকে আর কাউকে হলে ঢুকতে দেওয়া হয়নি। তাতে বেশ কয়েকজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।
বেলা ১১টার পর বেশ কয়েকজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে পরীক্ষাকেন্দ্রের গেট থেকে ফিরে গেছেন। তবে এ কারণে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীর সংখ্যা কত হতে পারে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।
পরীক্ষা দিতে না পারা এক শিক্ষার্থী বলেন, ‘রাস্তায় যানজটের কারণে আসতে দেরি হয়ে গেছে। প্রথমে প্রধান যে গেট রয়েছে, সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয় পাশের গেটে যেতে। এখানে এসেও দেখি গেট বন্ধ। পারলাম না পরীক্ষা দিতে।’
তবে এর আগে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষায় পরীক্ষা শুরুর ১৫-২০ মিনিট পরও শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের চিত্র ছিল ব্যতিক্রম।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল ১১টার পর কাউকে হলে প্রবেশ করতে না দেওয়ার। তাও আমরা ১১টা ৫ মিনিট পর্যন্ত প্রবেশ করিয়েছি। এরপর গেট বন্ধ করে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘এটা কোর কমিটির সিদ্ধান্ত ছিল। এর আগের ইউনিটগুলোতে যদি কেউ দেরি করেও প্রবেশ করে থাকে, সে ক্ষেত্রে তাদের পাশে রিপোর্টেড লেখা ছিল।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫