নাজমুল হাসান সাগর, ঢাকা
গায়ে লাল শাড়ি, পায়ে আলতা, মুখে কুমকুম আর অন্যজনের মাথায় মুকুট, পরনে রেশমি পাঞ্জাবি আর মুখে রুমাল। একনজর দেখলেই মনে হবে বিয়ের আসর থেকে সদ্যই উঠে বইমেলায় এসেছেন নবদম্পতি। আজ শুক্রবার মেলায় ঘুরতে থাকা এই নবদম্পতিকে ঘিরে আগ্রহের কমতি ছিল না। রীতিমতো লাইন ধরে ছবি তুলছেন সবাই।
আগ্রহবশত এগিয়ে গিয়ে দেখা গেল, নববধূর হাতে একটি নতুন বই। বইয়ের নাম ‘আজ মিরার বিয়ে’। আর বরের পিঠে সাঁটানো সাদা অফসেট কাগজের পোস্টার। সেটায় লাল রঙে লেখা ‘বইপ্রেমী বর-বধূ’। ‘বই ভালোবাসুন, সুন্দর জীবন গড়ুন’।
ততক্ষণে আর বুঝতে বাকি রইল না—মেলায় আসা নতুন বইয়ের পরিচিতির জন্য এই অভিনব প্রচারণার আশ্রয় নিয়েছেন তাঁরা। বইয়ের গায়ে ভালো করে নজর দিতেই পাওয়া গেল ‘আজ মিরার বিয়ে’ নামক উপন্যাসের লেখকের নাম সাইফুল্লাহ নবীন। পাশেই পাওয়া গেল তাঁকে। তিনি নিজেকে একজন লেখক ও অঙ্কনশিল্পী পরিচয় দিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার লেখা মেলায় আসা নতুন উপন্যাস “আজ মিরার বিয়ে” বইয়ের জন্য এমন অভিনব প্রচারণার আশ্রয় নিয়েছি। শুধু যে বইয়ের প্রচার করতেই এই আয়োজন তা কিন্তু নয়। আমি এই নবদম্পতিকে একটি বইপ্রেমী দম্পতি হিসেবে তুলে ধরে মানুষের মনে বইয়ের প্রতি ভালোবাসা ও টান বাড়ানোর বার্তা দিতে চাই। কোনো নবদম্পতির মধ্যে যে ধরনের প্রেম, আগ্রহ বা মনোযোগ থাকে; বইয়ের প্রতিও যেন সবার এমনটা থাকে। আমি লেখক হলেও আমার ভেতরে শিল্পীসত্তা বাস করে। তাই এ ধরনের নাটকীয়তা সহজেই করতে পারি। মানুষ এগুলো গ্রহণও করে দ্রুত। প্রমাণ আপনি এখানেই দেখতে পাচ্ছেন।’
প্রচারণায় বধূর মডেল হয়েছেন তুলতুল মহান্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের তৃতীয় বর্ষের ছাত্রী। মানুষকে বই পড়ায় উৎসাহিত করার বার্তা দিতে পারার সঙ্গে দীর্ঘ সময় লাইনে থেকে মানুষের সেলফি তোলার আগ্রহও বেশ আনন্দ দিয়েছে তাঁকে।
বরের ভূমিকায় ছিলেন নবাব আলিবর্দী। একটি বাইং হাউসে চাকরি করেন। সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই এমন প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।
এই প্রচারণার মূল পরিকল্পনাকারী সাইফুল্লাহ নবীন একজন ‘আর্ট’ শিল্পী। বইমেলার স্টল সজ্জার কাজ তিনি করেন। স্টলে স্টলে শোলা দিয়ে করা কারুকাজ তাঁর হাতেই হয়। তাই এই মেলার সঙ্গে তাঁর সম্পর্ক অনেক পুরোনো ও গভীর। এবারের মেলায় এসেছে প্রথম উপন্যাস ‘আজ মিরার বিয়ে’। অবশ্য আর্টের কাজে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই তাঁর। মেহেন্দীগঞ্জের পাতারহাট আরসি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকায় আসেন।
গায়ে লাল শাড়ি, পায়ে আলতা, মুখে কুমকুম আর অন্যজনের মাথায় মুকুট, পরনে রেশমি পাঞ্জাবি আর মুখে রুমাল। একনজর দেখলেই মনে হবে বিয়ের আসর থেকে সদ্যই উঠে বইমেলায় এসেছেন নবদম্পতি। আজ শুক্রবার মেলায় ঘুরতে থাকা এই নবদম্পতিকে ঘিরে আগ্রহের কমতি ছিল না। রীতিমতো লাইন ধরে ছবি তুলছেন সবাই।
আগ্রহবশত এগিয়ে গিয়ে দেখা গেল, নববধূর হাতে একটি নতুন বই। বইয়ের নাম ‘আজ মিরার বিয়ে’। আর বরের পিঠে সাঁটানো সাদা অফসেট কাগজের পোস্টার। সেটায় লাল রঙে লেখা ‘বইপ্রেমী বর-বধূ’। ‘বই ভালোবাসুন, সুন্দর জীবন গড়ুন’।
ততক্ষণে আর বুঝতে বাকি রইল না—মেলায় আসা নতুন বইয়ের পরিচিতির জন্য এই অভিনব প্রচারণার আশ্রয় নিয়েছেন তাঁরা। বইয়ের গায়ে ভালো করে নজর দিতেই পাওয়া গেল ‘আজ মিরার বিয়ে’ নামক উপন্যাসের লেখকের নাম সাইফুল্লাহ নবীন। পাশেই পাওয়া গেল তাঁকে। তিনি নিজেকে একজন লেখক ও অঙ্কনশিল্পী পরিচয় দিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার লেখা মেলায় আসা নতুন উপন্যাস “আজ মিরার বিয়ে” বইয়ের জন্য এমন অভিনব প্রচারণার আশ্রয় নিয়েছি। শুধু যে বইয়ের প্রচার করতেই এই আয়োজন তা কিন্তু নয়। আমি এই নবদম্পতিকে একটি বইপ্রেমী দম্পতি হিসেবে তুলে ধরে মানুষের মনে বইয়ের প্রতি ভালোবাসা ও টান বাড়ানোর বার্তা দিতে চাই। কোনো নবদম্পতির মধ্যে যে ধরনের প্রেম, আগ্রহ বা মনোযোগ থাকে; বইয়ের প্রতিও যেন সবার এমনটা থাকে। আমি লেখক হলেও আমার ভেতরে শিল্পীসত্তা বাস করে। তাই এ ধরনের নাটকীয়তা সহজেই করতে পারি। মানুষ এগুলো গ্রহণও করে দ্রুত। প্রমাণ আপনি এখানেই দেখতে পাচ্ছেন।’
প্রচারণায় বধূর মডেল হয়েছেন তুলতুল মহান্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের তৃতীয় বর্ষের ছাত্রী। মানুষকে বই পড়ায় উৎসাহিত করার বার্তা দিতে পারার সঙ্গে দীর্ঘ সময় লাইনে থেকে মানুষের সেলফি তোলার আগ্রহও বেশ আনন্দ দিয়েছে তাঁকে।
বরের ভূমিকায় ছিলেন নবাব আলিবর্দী। একটি বাইং হাউসে চাকরি করেন। সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই এমন প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।
এই প্রচারণার মূল পরিকল্পনাকারী সাইফুল্লাহ নবীন একজন ‘আর্ট’ শিল্পী। বইমেলার স্টল সজ্জার কাজ তিনি করেন। স্টলে স্টলে শোলা দিয়ে করা কারুকাজ তাঁর হাতেই হয়। তাই এই মেলার সঙ্গে তাঁর সম্পর্ক অনেক পুরোনো ও গভীর। এবারের মেলায় এসেছে প্রথম উপন্যাস ‘আজ মিরার বিয়ে’। অবশ্য আর্টের কাজে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই তাঁর। মেহেন্দীগঞ্জের পাতারহাট আরসি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকায় আসেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫