ঢাবি প্রতিনিধি
ঢাকার লিট ফেস্টের দশম আসরে ‘সম্প্রীতি ও সংস্কৃতির বাংলা’ শীর্ষক আলোচনা সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, ‘সংস্কৃতির শক্তি ও রাজনৈতিক শক্তি দিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে। পাশাপাশি শ্রেণিবৈষম্য ও অর্থনৈতিক সংকট দূর করতে একসঙ্গে কাজ করতে হবে।’
আজ শনিবার ঢাকার লিট ফেস্টের তৃতীয় দিনে আহকাম উল্লাহর সঞ্চালনায় এ কথা বলেন গোলাম কুদ্দুস। এ সময় বৈষম্য ও সাম্প্রদায়িকতা নিয়ে আলোচনা করেন কবি কামাল চৌধুরী।
গোলাম কুদ্দুস বলেন, ‘সংস্কৃতির শক্তি দিয়ে মুক্তিযুদ্ধে সবাইকে নিয়ে অংশগ্রহণের জন্য আন্দোলন করেছিলাম। সেখানে আমরা সফল হয়েছি, কিন্তু বর্তমানে অনেকটা নিরুপায়ের মতো। একক ও সংগঠনের মাধ্যমে সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয় দেওয়া সম্ভব নয়, প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা।’
গোলাম কুদ্দুস আরও বলেন, ‘সংস্কৃতি না থাকলে লড়াইয়ের পথ দুর্বল হয়ে যায়। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে হবে, লড়াইয়ের বিকল্প নেই। সংস্কৃতির জন্য লড়াই করতে না পারলে সম্প্রীতি ও সংস্কৃতির বাংলা গঠন করা সম্ভব নয়।’
কবি কামাল চৌধুরী বলেন, ‘বৈষম্য সারা পৃথিবীতে আছে। বাংলাদেশেও বৈষম্য আছে। নারী ও পুরুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। ধর্মের দোহাই দিয়ে ঘরে বেঁধে রাখা হয়েছে। সংস্কৃতির কাজ হচ্ছে মানুষের মুক্তির পথ সুগম করা।’
কামাল চৌধুরী আরও বলেন, ‘পুরুষতান্ত্রিকতা আমাদের জেঁকে বসেছে। একসময় গ্রামগঞ্জ থেকে অনেক সৃজনশীল মানুষ বের হতো, কিন্তু এখন সংখ্যাটা নিতান্তই কম। কারণ মানুষের মাঝে বিভেদের প্রাচীর তুলে দেওয়া হয়েছে। অসাম্প্রদায়িক মানুষ গড়ে উঠছে না।’ অসাম্প্রদায়িক মানুষ তৈরি করতে না পারার পেছনে রাষ্ট্রের পাশাপাশি সমাজেরও দায় রয়েছে বলে মন্তব্য করেন কবি কামাল চৌধুরী।
আমাদের ইতিহাসকে সাম্প্রদায়িক ইতিহাস বানানোর পাঁয়তারা চলছে। সাম্প্রদায়িক ইতিহাস বানানোর চেষ্টা সফল হলে সংস্কৃতির আন্দোলন মাঠে মারা যাবে। তাই আমাদের মৌলিক ইতিহাসের চেতনায় নিজেদের উদ্বুদ্ধ করতে হবে বলে মনে করেন কামাল চৌধুরী।
ঢাকার লিট ফেস্টের দশম আসরে ‘সম্প্রীতি ও সংস্কৃতির বাংলা’ শীর্ষক আলোচনা সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, ‘সংস্কৃতির শক্তি ও রাজনৈতিক শক্তি দিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে। পাশাপাশি শ্রেণিবৈষম্য ও অর্থনৈতিক সংকট দূর করতে একসঙ্গে কাজ করতে হবে।’
আজ শনিবার ঢাকার লিট ফেস্টের তৃতীয় দিনে আহকাম উল্লাহর সঞ্চালনায় এ কথা বলেন গোলাম কুদ্দুস। এ সময় বৈষম্য ও সাম্প্রদায়িকতা নিয়ে আলোচনা করেন কবি কামাল চৌধুরী।
গোলাম কুদ্দুস বলেন, ‘সংস্কৃতির শক্তি দিয়ে মুক্তিযুদ্ধে সবাইকে নিয়ে অংশগ্রহণের জন্য আন্দোলন করেছিলাম। সেখানে আমরা সফল হয়েছি, কিন্তু বর্তমানে অনেকটা নিরুপায়ের মতো। একক ও সংগঠনের মাধ্যমে সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয় দেওয়া সম্ভব নয়, প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা।’
গোলাম কুদ্দুস আরও বলেন, ‘সংস্কৃতি না থাকলে লড়াইয়ের পথ দুর্বল হয়ে যায়। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে হবে, লড়াইয়ের বিকল্প নেই। সংস্কৃতির জন্য লড়াই করতে না পারলে সম্প্রীতি ও সংস্কৃতির বাংলা গঠন করা সম্ভব নয়।’
কবি কামাল চৌধুরী বলেন, ‘বৈষম্য সারা পৃথিবীতে আছে। বাংলাদেশেও বৈষম্য আছে। নারী ও পুরুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। ধর্মের দোহাই দিয়ে ঘরে বেঁধে রাখা হয়েছে। সংস্কৃতির কাজ হচ্ছে মানুষের মুক্তির পথ সুগম করা।’
কামাল চৌধুরী আরও বলেন, ‘পুরুষতান্ত্রিকতা আমাদের জেঁকে বসেছে। একসময় গ্রামগঞ্জ থেকে অনেক সৃজনশীল মানুষ বের হতো, কিন্তু এখন সংখ্যাটা নিতান্তই কম। কারণ মানুষের মাঝে বিভেদের প্রাচীর তুলে দেওয়া হয়েছে। অসাম্প্রদায়িক মানুষ গড়ে উঠছে না।’ অসাম্প্রদায়িক মানুষ তৈরি করতে না পারার পেছনে রাষ্ট্রের পাশাপাশি সমাজেরও দায় রয়েছে বলে মন্তব্য করেন কবি কামাল চৌধুরী।
আমাদের ইতিহাসকে সাম্প্রদায়িক ইতিহাস বানানোর পাঁয়তারা চলছে। সাম্প্রদায়িক ইতিহাস বানানোর চেষ্টা সফল হলে সংস্কৃতির আন্দোলন মাঠে মারা যাবে। তাই আমাদের মৌলিক ইতিহাসের চেতনায় নিজেদের উদ্বুদ্ধ করতে হবে বলে মনে করেন কামাল চৌধুরী।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫