Ajker Patrika

মুন্সিগঞ্জে বাসায় বিস্ফোরণে দগ্ধ মেয়রের স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৮: ২২
মুন্সিগঞ্জে বাসায় বিস্ফোরণে দগ্ধ মেয়রের স্ত্রীর মৃত্যু

মুন্সিগঞ্জ মীরকাদিম পৌরসভা মেয়র হাজী আব্দুস সালামের বাসায় বিস্ফোরণের ঘটনায় তার স্ত্রী কানন বেগম (৩৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শনিবার বেলা ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল। তিনি বলেন, কাননের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনার দিন রাত থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

তিনি আরও জানান, গত ৬ এপ্রিল মুন্সিগঞ্জে বিস্ফোরণের ঘটনায় বর্তমানে হাসপাতালে দুইজন ভর্তি আছে। তারা হলেন, মনির হোসেন (২০) ও মোশারফ হোসেন (৪২)।

মুন্সিগঞ্জ মিরকাদিমে মেয়রের বাসায় বিস্ফোরণের ঘটনায় ১২ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। ওই রাতেই একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়া দেওয়া হয়। বাকি ১১ জনকে ভর্তি রাখা হয়। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত