Ajker Patrika

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ প্রবেশপথে বসছে নিরাপত্তাচৌকি

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৬ জুন ২০২৩, ১৮: ১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ প্রবেশপথে বসছে নিরাপত্তাচৌকি

ঢাবি বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গুরুত্বপূর্ণ পাঁচটি প্রবেশপথ—শাহবাগ, নীলক্ষেত মোড়, পলাশীর মোড়, কার্জন হল কর্নার ও হাইকোর্ট মোড় এবং শহীদুল্লাহ হলের সামনে নিরাপত্তা ও নজরদারি বক্স (সিকিউরিটি অ্যান্ড সার্ভিল্যান্স বক্স) স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পলাশীর মোড়ের নজরদারি বক্সের উদ্বোধন করেন। 

উপাচার্য বলেন, ‘ক্যাম্পাসে অতিরিক্ত যানবাহন নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা এড়াতে নজরদারি বক্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাখি। শুধু নজরদারি বক্স বসিয়ে আমাদের দায়িত্ব শেষ নয়, সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে।’ প্রতিটি নিরাপত্তা বক্সে একজন করে নিরাপত্তাকর্মী অবস্থান করবেন বলেও জানান উপাচার্য। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, মসজিদুল জামিয়ার ইমাম ও খতিব সৈয়দ এমদাদ উদ্দিন, এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত