Ajker Patrika

ডিসেম্বরে চালু হচ্ছে বেনাপোল এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিসেম্বরে চালু হচ্ছে বেনাপোল এক্সপ্রেস

ঢাকা থেকে যশোরের বেনাপোল রুটে চলাচল করা আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এ রুটের যাত্রীরা দাবি জানিয়ে আসছিল ট্রেনটি পুনরায় চালু করার। এবার বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বরে মাসে ট্রেনটি পুনরায় চালু করার। 

ট্রেন চালুর বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী আজকের পত্রিকা জানিয়েছে, যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিসেম্বরের ১ তারিখ থেকেই ট্রেনটি চালু করার। সে অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগকে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। আশা করছি আগামী মাস থেকে আগের মতোই নিয়মিত চলাচল করবে ট্রেনটি। 

এতদিন কেন ট্রেন বন্ধ ছিল জানতে চাইলে সরদার শাহাদাত আলী বলেন, এ রুটের বেশির ভাগ যাত্রী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করে ভারতে যান। যেহেতু করোনার কারণে ট্রেন বন্ধ এবং ভারতের ভিসা বন্ধ ছিল সে করণে ট্রেনটি এতদিন বন্ধ রাখা হয়েছে। 

বর্তমানে করোনা সংক্রমণ কমে আসায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে এ রুটে বেড়েছে যাত্রী যাতায়াত। বেনাপোল রুটে চলছে পণ্য পরিবহন ও লোকাল যাত্রীবাহী ট্রেন চলাচল। এ ছাড়া দেশের সব রুটে চলাচল করছে যাত্রীবাহী ট্রেন। কিন্তু বেনাপোল এক্সপ্রেস এখন পর্যন্ত বন্ধ থাকায় সড়ক পথে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। 

 ২০১৯ সালের ১৭ জুলাই ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস নামে যাত্রীবাহী এ ট্রেনটি চালু করে সরকার। এতে এ পথে চিকিৎসা, ভ্রমণ আর বাণিজ্যিক কাজে যাতায়াতকারী মানুষ বেশ উপকৃত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত