ঢামেক প্রতিনিধি
রাজধানীর উত্তর বাড্ডা বেরাইদ এলাকায় প্রতিপক্ষের রডের আঘাতে রুবিনা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ছেলে তানভির হাসান মুন্না (২৪) ও তানভিরের চাচাতো ভাই হাশিদুল ইসলাম (২৮)।
আজ রোববার দুপুরের দিকে বেরাইদ বড় পাড়া রহমতউল্লাহ স্টেডিয়ামের পেছনের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে রুবিনাকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীর ছেলে তানভীর জানান, বাড়ির জমি নিয়ে এলাকার প্রভাবশালী ও মাদক ব্যবসায়ী শহিবুলের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব ও আদালতে মামলা চলছে। রোববার দুপুরে শহিবুর তাঁর তিন ছেলেসহ ১৫-১৬ জনকে নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। তাঁদের মারধর করতে শুরু করলে রুবিনা তাঁদের বাধা দেয়। তখন তাঁর মাথায় রড দিয়ে আঘাত করে শহিবুল। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তাঁকে উদ্ধার করে স্থানীয় উপশম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায় রুবিনা।
নিহতের ভাই মাহফুজুর রহমান জানান, এলাকায় উচ্ছৃঙ্খল জীবনযাপন করে শিহাবুর ও তাঁর ছেলেরা। তাঁরা আমাদের আত্মীয় হয়। গতবার কাউন্সিলর নির্বাচনে আইয়ুব আনছার মিন্টু কাউন্সিলর নির্বাচিত হন। তাঁর প্রতিপক্ষ ছিলেন হাজী জাহাঙ্গীর আলম। আমাদের পরিবার বর্তমান কাউন্সিলর মিন্টুর সমর্থক। আর শিহাবুর ও তাঁর ছেলেরা জাহাঙ্গীরের সমর্থক। হেরে যাওয়ার পর থেকে তাঁরা আমাদের ওপর ক্ষিপ্ত ছিল। জমি নিয়েও বিরোধ চলছিল।
স্থানীয় ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনছার মিন্টু বলেন, নিহত নারী আমার ফুপাতো ভাই শরিফ হোসেনের স্ত্রী। নির্বাচনের সময় তাঁরা আমার পক্ষে কাজ করেছে। আমার প্রতিদ্বন্দ্বী ছিল জাহাঙ্গীর। শিহাবুর ও তাঁর ছেলেরা জাহাঙ্গীরের সমর্থক এবং নিহত নারীর চাচাতো ভাইও হয়। জমিজমা নিয়েও তাঁদের মধ্যে দ্বন্দ্ব ছিল। নির্বাচন ও জমিজমার জেরেই আজকের এই হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। তানভিরের হাতে ও হাশিদুলের মাথায় আঘাত রয়েছে। তাঁদের দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জমিজমা নিয়ে আত্মীয়স্বজনদের মধ্যে ঝামেলা ছিল। সেই জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। অন্য কোন ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজধানীর উত্তর বাড্ডা বেরাইদ এলাকায় প্রতিপক্ষের রডের আঘাতে রুবিনা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ছেলে তানভির হাসান মুন্না (২৪) ও তানভিরের চাচাতো ভাই হাশিদুল ইসলাম (২৮)।
আজ রোববার দুপুরের দিকে বেরাইদ বড় পাড়া রহমতউল্লাহ স্টেডিয়ামের পেছনের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে রুবিনাকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীর ছেলে তানভীর জানান, বাড়ির জমি নিয়ে এলাকার প্রভাবশালী ও মাদক ব্যবসায়ী শহিবুলের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব ও আদালতে মামলা চলছে। রোববার দুপুরে শহিবুর তাঁর তিন ছেলেসহ ১৫-১৬ জনকে নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। তাঁদের মারধর করতে শুরু করলে রুবিনা তাঁদের বাধা দেয়। তখন তাঁর মাথায় রড দিয়ে আঘাত করে শহিবুল। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তাঁকে উদ্ধার করে স্থানীয় উপশম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায় রুবিনা।
নিহতের ভাই মাহফুজুর রহমান জানান, এলাকায় উচ্ছৃঙ্খল জীবনযাপন করে শিহাবুর ও তাঁর ছেলেরা। তাঁরা আমাদের আত্মীয় হয়। গতবার কাউন্সিলর নির্বাচনে আইয়ুব আনছার মিন্টু কাউন্সিলর নির্বাচিত হন। তাঁর প্রতিপক্ষ ছিলেন হাজী জাহাঙ্গীর আলম। আমাদের পরিবার বর্তমান কাউন্সিলর মিন্টুর সমর্থক। আর শিহাবুর ও তাঁর ছেলেরা জাহাঙ্গীরের সমর্থক। হেরে যাওয়ার পর থেকে তাঁরা আমাদের ওপর ক্ষিপ্ত ছিল। জমি নিয়েও বিরোধ চলছিল।
স্থানীয় ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনছার মিন্টু বলেন, নিহত নারী আমার ফুপাতো ভাই শরিফ হোসেনের স্ত্রী। নির্বাচনের সময় তাঁরা আমার পক্ষে কাজ করেছে। আমার প্রতিদ্বন্দ্বী ছিল জাহাঙ্গীর। শিহাবুর ও তাঁর ছেলেরা জাহাঙ্গীরের সমর্থক এবং নিহত নারীর চাচাতো ভাইও হয়। জমিজমা নিয়েও তাঁদের মধ্যে দ্বন্দ্ব ছিল। নির্বাচন ও জমিজমার জেরেই আজকের এই হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। তানভিরের হাতে ও হাশিদুলের মাথায় আঘাত রয়েছে। তাঁদের দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জমিজমা নিয়ে আত্মীয়স্বজনদের মধ্যে ঝামেলা ছিল। সেই জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। অন্য কোন ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে