সাভার(ঢাকা) প্রতিনিধি
সাভারে চলতি বাসে এক নারীর সোনার চেইন চুরির চেষ্টার সময় হাতেনাতে সংঘবদ্ধ চোর চক্রের ছয় নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা আন্তজেলা চোর চক্রের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ। গল্পের ছলে ভুক্তভোগীর গলা থেকে সোনার চেইন খুলে নেওয়ার চেষ্টা করছিলেন তাঁরা।
আজ রোববার (২৫ মে) রাত ৯ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির। এর আগে দুপুরে তাঁদের সাভার মডেল থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, এর আগে গতকাল শনিবার সকালে আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড থেকে সাভার পরিবহন নামের ঢাকাগামী একটি বাসে ওঠেন ভুক্তভোগী নারী সালমা বেগম ও তাঁর ছেলে সাখাওয়াত হোসেন। তখনই সেই বাসে চোর চক্রের সদস্যরাও ওঠেন। বাসে উঠেই সালমা বেগমের সঙ্গে গল্প করা শুরু করেন তাঁরা। পরে বাসটি সাভারের পাকিজা মোড় এলাকায় পৌঁছালে কৌশলে গলায় হাত দিয়ে আট আনা ওজনের সোনার চেইন খুলে নেওয়ার চেষ্টা চালান তাঁরা। বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে পাশে থাকা দায়িত্বরত পুলিশ সদস্যরা বাসটিকে থামার জন্য সিগন্যাল দেন। পরে বাস থেকে চোর চক্রের ছয় নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী নারীর ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়রুন্নাহার ওরফে খায়রুন্নাহার (২৩), লালচান বেগম (৩০), তাহমিনা বেগম (২৫), নাছিমা আক্তার তাসলিমা (২৫), আলেক চান (২৫) ও হবিগঞ্জ জেলার জহুরা খাতুন (৩৬)। বর্তমানে তাঁরা সবাই গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চান্দুরা এলাকায় বসবাস করেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁরা মূলত সংঘবদ্ধ চোর চক্র। সড়কে যেন সবাই নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য আমরা সচেষ্ট আছি।’
সাভারে চলতি বাসে এক নারীর সোনার চেইন চুরির চেষ্টার সময় হাতেনাতে সংঘবদ্ধ চোর চক্রের ছয় নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা আন্তজেলা চোর চক্রের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ। গল্পের ছলে ভুক্তভোগীর গলা থেকে সোনার চেইন খুলে নেওয়ার চেষ্টা করছিলেন তাঁরা।
আজ রোববার (২৫ মে) রাত ৯ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির। এর আগে দুপুরে তাঁদের সাভার মডেল থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, এর আগে গতকাল শনিবার সকালে আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড থেকে সাভার পরিবহন নামের ঢাকাগামী একটি বাসে ওঠেন ভুক্তভোগী নারী সালমা বেগম ও তাঁর ছেলে সাখাওয়াত হোসেন। তখনই সেই বাসে চোর চক্রের সদস্যরাও ওঠেন। বাসে উঠেই সালমা বেগমের সঙ্গে গল্প করা শুরু করেন তাঁরা। পরে বাসটি সাভারের পাকিজা মোড় এলাকায় পৌঁছালে কৌশলে গলায় হাত দিয়ে আট আনা ওজনের সোনার চেইন খুলে নেওয়ার চেষ্টা চালান তাঁরা। বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে পাশে থাকা দায়িত্বরত পুলিশ সদস্যরা বাসটিকে থামার জন্য সিগন্যাল দেন। পরে বাস থেকে চোর চক্রের ছয় নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী নারীর ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়রুন্নাহার ওরফে খায়রুন্নাহার (২৩), লালচান বেগম (৩০), তাহমিনা বেগম (২৫), নাছিমা আক্তার তাসলিমা (২৫), আলেক চান (২৫) ও হবিগঞ্জ জেলার জহুরা খাতুন (৩৬)। বর্তমানে তাঁরা সবাই গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চান্দুরা এলাকায় বসবাস করেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁরা মূলত সংঘবদ্ধ চোর চক্র। সড়কে যেন সবাই নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য আমরা সচেষ্ট আছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে