নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষে বন্ধুরা মিলে সমুদ্রসৈকতে ঘুরতে যাওয়ার কথা জানানোর পর আমি যেতে নিষেধ করেছিলাম। কিন্তু বন্ধুরা সবাই মিলে যাবে। তাই বললাম, কোনো রিসোর্টে গিয়ে ঘুরে এসো। কিন্তু আজ সকালে আমাকে ফোন করে জানানো হলো, কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকত এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। আমার একমাত্র সন্তান। খুব যত্ন করে বড় করেছিলাম।’
আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে আজকের পত্রিকাকে ফোনে কথাগুলো বলছিলেন কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকত এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসানের বাবা সাকিব হাসান। তিনি ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার জ্যেষ্ঠ সহসম্পাদক।
সাকিব হাসান বলেন, ‘সমুদ্রসৈকতে ছেলের নিখোঁজের সংবাদ পেয়ে রাজধানীর বাসাবোর নন্দীপাড়ার বাসা থেকে অরিত্রের মাকে নিয়ে বিমানবন্দরে এসেছি। কক্সবাজারে যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছি।’
ছেলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার একমাত্র সন্তান। গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে ভর্তি হয়েছে। তার প্রথম বর্ষের লিখিত পরীক্ষা গতকাল সোমবার শেষ হয়েছে। গতকাল রাতে আমার সঙ্গে কথা হয়েছে। তখন সে জানায়, তার বন্ধুরা মিলে সমুদ্রসৈকতে ঘুরতে যাবে। কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। কিন্তু বন্ধুরা সবাই মিলে যাবে, তাই বললাম, কোনো রিসোর্টে গিয়ে ঘুরে এসো। কিন্তু আজ সকালে আমাকে ফোন করে জানানো হলো, সে সমুদ্রসৈকতে গোসল করতে গিয়ে নিখোঁজ আছে।’
কান্নাজড়িত কণ্ঠে অরিত্রের বাবা সাকিব হাসান বলেন, ‘ভাইভা পরীক্ষা শেষে আগামী ১৫ জুলাই বাসায় আসার কথা ছিল। আমার ছেলে মাংস খুব পছন্দ করে। বাসায় এসে মাংস খাওয়ার কথাও বলেছিল। একটামাত্র সন্তান। খুব যত্ন করে বড় করেছি। খুব মেধাবী ছিল ছেলেটা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করে পছন্দের বিভাগে ভর্তি হয়েছে। প্রথম বর্ষের পরীক্ষাও বেশ ভালো হয়েছে জানিয়েছিল। কিন্তু হঠাৎ করেই এমনটা হয়ে গেল।’
অরিত্রের গ্রামের বাড়ি বগুড়ায়। পরিবার ঢাকায় থাকলেও তিনি হলে থাকতেন।
প্রথম বর্ষের লিখিত পরীক্ষা শেষে গতকাল বিকেলে অরিত্র হাসানসহ পাঁচজন সহপাঠী কক্সবাজারে বেড়াতে যান। তাঁদের মধ্যে তিনজন আজ সকাল ৭টার দিকে হিমছড়ি সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে পানিতে ভেসে যান। কিছুক্ষণ পর তাঁর এক সহপাঠী কে এম সাদমান রহমানের লাশ সৈকতে ভেসে এলেও অরিত্র হাসান ও আসিফ আহমেদ নামের অপর দুই সহপাঠী এখনো নিখোঁজ রয়েছেন।
‘আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষে বন্ধুরা মিলে সমুদ্রসৈকতে ঘুরতে যাওয়ার কথা জানানোর পর আমি যেতে নিষেধ করেছিলাম। কিন্তু বন্ধুরা সবাই মিলে যাবে। তাই বললাম, কোনো রিসোর্টে গিয়ে ঘুরে এসো। কিন্তু আজ সকালে আমাকে ফোন করে জানানো হলো, কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকত এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। আমার একমাত্র সন্তান। খুব যত্ন করে বড় করেছিলাম।’
আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে আজকের পত্রিকাকে ফোনে কথাগুলো বলছিলেন কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকত এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসানের বাবা সাকিব হাসান। তিনি ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার জ্যেষ্ঠ সহসম্পাদক।
সাকিব হাসান বলেন, ‘সমুদ্রসৈকতে ছেলের নিখোঁজের সংবাদ পেয়ে রাজধানীর বাসাবোর নন্দীপাড়ার বাসা থেকে অরিত্রের মাকে নিয়ে বিমানবন্দরে এসেছি। কক্সবাজারে যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছি।’
ছেলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার একমাত্র সন্তান। গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে ভর্তি হয়েছে। তার প্রথম বর্ষের লিখিত পরীক্ষা গতকাল সোমবার শেষ হয়েছে। গতকাল রাতে আমার সঙ্গে কথা হয়েছে। তখন সে জানায়, তার বন্ধুরা মিলে সমুদ্রসৈকতে ঘুরতে যাবে। কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। কিন্তু বন্ধুরা সবাই মিলে যাবে, তাই বললাম, কোনো রিসোর্টে গিয়ে ঘুরে এসো। কিন্তু আজ সকালে আমাকে ফোন করে জানানো হলো, সে সমুদ্রসৈকতে গোসল করতে গিয়ে নিখোঁজ আছে।’
কান্নাজড়িত কণ্ঠে অরিত্রের বাবা সাকিব হাসান বলেন, ‘ভাইভা পরীক্ষা শেষে আগামী ১৫ জুলাই বাসায় আসার কথা ছিল। আমার ছেলে মাংস খুব পছন্দ করে। বাসায় এসে মাংস খাওয়ার কথাও বলেছিল। একটামাত্র সন্তান। খুব যত্ন করে বড় করেছি। খুব মেধাবী ছিল ছেলেটা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করে পছন্দের বিভাগে ভর্তি হয়েছে। প্রথম বর্ষের পরীক্ষাও বেশ ভালো হয়েছে জানিয়েছিল। কিন্তু হঠাৎ করেই এমনটা হয়ে গেল।’
অরিত্রের গ্রামের বাড়ি বগুড়ায়। পরিবার ঢাকায় থাকলেও তিনি হলে থাকতেন।
প্রথম বর্ষের লিখিত পরীক্ষা শেষে গতকাল বিকেলে অরিত্র হাসানসহ পাঁচজন সহপাঠী কক্সবাজারে বেড়াতে যান। তাঁদের মধ্যে তিনজন আজ সকাল ৭টার দিকে হিমছড়ি সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে পানিতে ভেসে যান। কিছুক্ষণ পর তাঁর এক সহপাঠী কে এম সাদমান রহমানের লাশ সৈকতে ভেসে এলেও অরিত্র হাসান ও আসিফ আহমেদ নামের অপর দুই সহপাঠী এখনো নিখোঁজ রয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে