নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিম্ন আয়ের মানুষকে ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টিসিবির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে রমজান মাসে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম অস্থিতিশীল। পৃথিবীর বিভিন্ন দেশ সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এ অবস্থায় দেশের নিম্ন আয়ের মানুষদের ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম চলমান থাকবে। এই মাসের মাঝামাঝি আরও একবার পণ্য দেওয়া হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বিশেষজ্ঞরা বলে থাকেন, দেশে ৪ কোটির বেশি মানুষ অতি দরিদ্র। সে অনুযায়ী ১ কোটি কার্ডের মাধ্যমে ৪ থেকে ৫ কোটি মানুষ টিসিবির এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হচ্ছেন।’
কার্ডধারীরা তাঁদের পণ্য যাতে সঠিকভাবে ও সময়মতো পান, সে জন্য ডিলারদের সজাগ থাকার আহ্বানও জানান মন্ত্রী।
কার্ডের সংখ্যা বাড়ানো হবে কি না—মন্ত্রীর কাছে এ প্রশ্ন রাখে আজকের পত্রিকা। এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে ১ কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তবে নতুন করে ৫ হাজার কার্ডের একটি অনুরোধ আছে, সেটি বিবেচনায় আছে। বাড়লে ৫ হাজার নতুন কার্ড বাড়তে পারে।’
এদিকে মন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ৫০০ কার্ডধারীকে পণ্য দেওয়ার কথা ছিল। তবে অনেকেই পণ্য না নিয়ে ফিরে গেছেন।
এ বিষয়ে ডিলার মেসার্স রেইনবো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. লুৎফর হাসান দিপু আজকের পত্রিকাকে বলেন, ‘যারা পণ্য পাননি তাঁরা নির্ধারিত দোকান থেকে টিসিবির পণ্য নিতে পারবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ অনেকে।
নিম্ন আয়ের মানুষকে ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টিসিবির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে রমজান মাসে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম অস্থিতিশীল। পৃথিবীর বিভিন্ন দেশ সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এ অবস্থায় দেশের নিম্ন আয়ের মানুষদের ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম চলমান থাকবে। এই মাসের মাঝামাঝি আরও একবার পণ্য দেওয়া হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বিশেষজ্ঞরা বলে থাকেন, দেশে ৪ কোটির বেশি মানুষ অতি দরিদ্র। সে অনুযায়ী ১ কোটি কার্ডের মাধ্যমে ৪ থেকে ৫ কোটি মানুষ টিসিবির এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হচ্ছেন।’
কার্ডধারীরা তাঁদের পণ্য যাতে সঠিকভাবে ও সময়মতো পান, সে জন্য ডিলারদের সজাগ থাকার আহ্বানও জানান মন্ত্রী।
কার্ডের সংখ্যা বাড়ানো হবে কি না—মন্ত্রীর কাছে এ প্রশ্ন রাখে আজকের পত্রিকা। এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে ১ কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তবে নতুন করে ৫ হাজার কার্ডের একটি অনুরোধ আছে, সেটি বিবেচনায় আছে। বাড়লে ৫ হাজার নতুন কার্ড বাড়তে পারে।’
এদিকে মন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ৫০০ কার্ডধারীকে পণ্য দেওয়ার কথা ছিল। তবে অনেকেই পণ্য না নিয়ে ফিরে গেছেন।
এ বিষয়ে ডিলার মেসার্স রেইনবো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. লুৎফর হাসান দিপু আজকের পত্রিকাকে বলেন, ‘যারা পণ্য পাননি তাঁরা নির্ধারিত দোকান থেকে টিসিবির পণ্য নিতে পারবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ অনেকে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে