জাবি প্রতিনিধি
‘দাঁড়াই তপ্ত আগুন আকাশ তলে’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নানা আয়োজনে চৈত্রসংক্রান্তি উৎসব উদ্যাপন করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের মৃৎ মঞ্চে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ছিল চৈত্রসংক্রান্তি উৎসব। আগামীকাল সোমবার পয়লা বৈশাখ উদ্যাপন করা হবে।
উৎসবে লাঠিখেলা, জলরংখেলা ও ব্যাঙের পান-চিনি (ব্যাঙের বিয়ে), ভেলা ও প্রদীপ ভাসানো, স্বরচিত বয়ান, ভবের গান ও ভাবের গানের আয়োজন করা হয়।
চৈত্রসংক্রান্তির উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘সকল পরিবর্তনের মধ্যেও এক অপরিবর্তনীয় সহমর্মিতা ও সহাবস্থানের উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ ধরনের আয়োজন আমাকে আমার পথ দেখায়। চৈত্রসংক্রান্তিতে বাংলা নববর্ষের প্রাক্কালে আমি সবার কাছে নিবেদন করব, বাঙালির চিরাচরিত এই বৈশিষ্ট্য চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব।
আমরা একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই, যেখানে সবাই বাঁচুক। আমরা সহাবস্থানের সংগ্রাম করেছি। আমি বিশ্বাস করি, তারুণ্যের জয়গান। আমি যেমন গাইব, তেমনি একই সঙ্গে তরুণদের প্রতি আমার দায়িত্ব পালনের যে অঙ্গীকার রয়েছে, সেটাও পালন করব।’
আয়োজক কমিটির আহ্বায়ক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল হাবিব বলেন, ‘আমরা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ দুই দিনব্যাপী চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখের আয়োজন করেছি। এই আয়োজনে আমরা ঐতিহ্যবাহী অনেকগুলো নাটকে লাঠিখেলা রেখেছি। যেগুলো আমাদের ঐতিহ্যের সঙ্গে যায়। কলা ও মানবিকী অনুষদের ডিনের অনুপ্রেরণায় ব্যাঙের পান-চিনি অনুষ্ঠান রাখা হয়েছে। আমাদের আয়োজনের স্লোগান হলো, ‘দাঁড়াই তপ্ত আগুন আকাশতলে’
আশরাফুল হাবিব বলেন, ‘গাজায় মানুষ হত্যা, দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সারা পৃথিবীতে অসহিষ্ণুতা চলছে। আমরা দেখছি, স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধুর সম্পর্কের মধ্যে কোথায়ও জানি একটা ঘাটতি রয়েছে। আমরা চাই, নতুন বছরে শিক্ষক-শিক্ষার্থীদের মধুর সম্পর্কটা যেন পুনঃস্থাপিত হয়। আমরা যেন আমাদের ঐতিহ্যকে ধারণ করি ও লালন করি। আমরা একটি উন্নয়মুখী ও মানবিক বাংলাদেশ চাই। সেই লক্ষ্যকে ধারণ করে এবারের উৎসব আয়োজন করেছি।’
‘দাঁড়াই তপ্ত আগুন আকাশ তলে’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নানা আয়োজনে চৈত্রসংক্রান্তি উৎসব উদ্যাপন করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের মৃৎ মঞ্চে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ছিল চৈত্রসংক্রান্তি উৎসব। আগামীকাল সোমবার পয়লা বৈশাখ উদ্যাপন করা হবে।
উৎসবে লাঠিখেলা, জলরংখেলা ও ব্যাঙের পান-চিনি (ব্যাঙের বিয়ে), ভেলা ও প্রদীপ ভাসানো, স্বরচিত বয়ান, ভবের গান ও ভাবের গানের আয়োজন করা হয়।
চৈত্রসংক্রান্তির উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘সকল পরিবর্তনের মধ্যেও এক অপরিবর্তনীয় সহমর্মিতা ও সহাবস্থানের উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ ধরনের আয়োজন আমাকে আমার পথ দেখায়। চৈত্রসংক্রান্তিতে বাংলা নববর্ষের প্রাক্কালে আমি সবার কাছে নিবেদন করব, বাঙালির চিরাচরিত এই বৈশিষ্ট্য চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব।
আমরা একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই, যেখানে সবাই বাঁচুক। আমরা সহাবস্থানের সংগ্রাম করেছি। আমি বিশ্বাস করি, তারুণ্যের জয়গান। আমি যেমন গাইব, তেমনি একই সঙ্গে তরুণদের প্রতি আমার দায়িত্ব পালনের যে অঙ্গীকার রয়েছে, সেটাও পালন করব।’
আয়োজক কমিটির আহ্বায়ক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল হাবিব বলেন, ‘আমরা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ দুই দিনব্যাপী চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখের আয়োজন করেছি। এই আয়োজনে আমরা ঐতিহ্যবাহী অনেকগুলো নাটকে লাঠিখেলা রেখেছি। যেগুলো আমাদের ঐতিহ্যের সঙ্গে যায়। কলা ও মানবিকী অনুষদের ডিনের অনুপ্রেরণায় ব্যাঙের পান-চিনি অনুষ্ঠান রাখা হয়েছে। আমাদের আয়োজনের স্লোগান হলো, ‘দাঁড়াই তপ্ত আগুন আকাশতলে’
আশরাফুল হাবিব বলেন, ‘গাজায় মানুষ হত্যা, দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সারা পৃথিবীতে অসহিষ্ণুতা চলছে। আমরা দেখছি, স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধুর সম্পর্কের মধ্যে কোথায়ও জানি একটা ঘাটতি রয়েছে। আমরা চাই, নতুন বছরে শিক্ষক-শিক্ষার্থীদের মধুর সম্পর্কটা যেন পুনঃস্থাপিত হয়। আমরা যেন আমাদের ঐতিহ্যকে ধারণ করি ও লালন করি। আমরা একটি উন্নয়মুখী ও মানবিক বাংলাদেশ চাই। সেই লক্ষ্যকে ধারণ করে এবারের উৎসব আয়োজন করেছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে