অনলাইন ডেস্ক
ট্রাফিক নিয়ন্ত্রণে ৭০০ শিক্ষার্থীকে যুক্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার জাতীয় যুব দিবস উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তরুণদের ‘সহায়ক পুলিশ’ হিসেবে যুক্ত করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ট্রাফিক সচেনতার জন্য আমরা শিক্ষার্থীদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচি করেছি। সেখানে এক হাজারের মতো তরুণ অংশ নিয়েছেন। তাঁদের মধ্য থেকে অনেকে সহায়ক পুলিশ হিসেবে কাজ করছেন। এ রকম প্রত্যেক জায়গায় আমরা যুবকদেরকে যুক্ত করব এবং তাদের সম্পৃক্ততার মাধ্যমে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তার প্রতিফলন দেখতে পাব।’
উপদেষ্টা আরও বলেন, ‘৫ আগস্টের পর আমাদের শিক্ষার্থীরাই কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েছিল, তারা এখন ট্রাফিক পুলিশের সঙ্গে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় থাকবে। সকাল এবং বিকেলে ট্রাফিক যেহেতু একটু বেশি সমস্যা হয়, এ জন্য সকাল-বিকেল চার ঘণ্টা করে শিক্ষার্থীরা এই পয়েন্টগুলোয় দায়িত্ব পালন করবে তারা। এটা একটা পার্টটাইম জব হিসেবে তারা করবে। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে তিন-চার শ (শিক্ষার্থী) নেওয়া হবে। পর্যায়ক্রমে ৭০০ জনকে এই কাজে যুক্ত করা হবে।’
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, দেশে বর্তমানে ১ কোটি ৮০ লাখ বেকার রয়েছেন। এর মধ্যে ২৬ লাখ গ্র্যাজুয়েট বেকার। দুই বছরে সরকারিভাবে অন্তত ৫ লাখ কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সরকারি বিভিন্ন দপ্তরে এখনো অনেক পদ খালি আছে। বিভিন্ন দেশের সঙ্গেও কর্মসংস্থানের ব্যাপারে আলাপ চলমান আছে। বিশ্বব্যাংকের সহায়তায় ৯ লাখ তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে ৬০ শতাংশ থাকবেন নারী।’
আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস। দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। দিবসটি উদ্যাপনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান উপদেষ্টা।
ট্রাফিক নিয়ন্ত্রণে ৭০০ শিক্ষার্থীকে যুক্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার জাতীয় যুব দিবস উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তরুণদের ‘সহায়ক পুলিশ’ হিসেবে যুক্ত করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ট্রাফিক সচেনতার জন্য আমরা শিক্ষার্থীদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচি করেছি। সেখানে এক হাজারের মতো তরুণ অংশ নিয়েছেন। তাঁদের মধ্য থেকে অনেকে সহায়ক পুলিশ হিসেবে কাজ করছেন। এ রকম প্রত্যেক জায়গায় আমরা যুবকদেরকে যুক্ত করব এবং তাদের সম্পৃক্ততার মাধ্যমে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তার প্রতিফলন দেখতে পাব।’
উপদেষ্টা আরও বলেন, ‘৫ আগস্টের পর আমাদের শিক্ষার্থীরাই কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েছিল, তারা এখন ট্রাফিক পুলিশের সঙ্গে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় থাকবে। সকাল এবং বিকেলে ট্রাফিক যেহেতু একটু বেশি সমস্যা হয়, এ জন্য সকাল-বিকেল চার ঘণ্টা করে শিক্ষার্থীরা এই পয়েন্টগুলোয় দায়িত্ব পালন করবে তারা। এটা একটা পার্টটাইম জব হিসেবে তারা করবে। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে তিন-চার শ (শিক্ষার্থী) নেওয়া হবে। পর্যায়ক্রমে ৭০০ জনকে এই কাজে যুক্ত করা হবে।’
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, দেশে বর্তমানে ১ কোটি ৮০ লাখ বেকার রয়েছেন। এর মধ্যে ২৬ লাখ গ্র্যাজুয়েট বেকার। দুই বছরে সরকারিভাবে অন্তত ৫ লাখ কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সরকারি বিভিন্ন দপ্তরে এখনো অনেক পদ খালি আছে। বিভিন্ন দেশের সঙ্গেও কর্মসংস্থানের ব্যাপারে আলাপ চলমান আছে। বিশ্বব্যাংকের সহায়তায় ৯ লাখ তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে ৬০ শতাংশ থাকবেন নারী।’
আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস। দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। দিবসটি উদ্যাপনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান উপদেষ্টা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে