নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদুল আজহার দ্বিতীয় দিনে মিরপুর চিড়িয়াখানাসহ রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল নেমেছে। কোরবানির পশু জবাই নিয়ে ব্যস্ততা শেষে দ্বিতীয় দিনে বিনোদনকেন্দ্রগুলো যেন ভরপুর।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানী মিরপুরে অবস্থিত চিড়িয়াখানা ও শ্যামলীর শিশুমেলা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যস্ত সময় পার করছেন দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে ব্যস্ততা বেড়েছে এসব জায়গার ফুটপাতের ব্যবসায়ীদেরও।
ভেতরে প্রবেশ করে দেখা গেছে, পরিবার নিয়ে ঘুরতে আসা পিতা–মাতা তাঁদের সন্তানদের চিড়িয়াখানার পশুদের সম্পর্কে নানা তথ্য জানাচ্ছেন। কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত। আর শিশুমেলায় নানা ধরনের রাইডে উঠে আনন্দে মাতোয়ারা শিশু-কিশোরেরা।
বাড্ডা থেকে পরিবার নিয়ে চিড়িয়াখানা ঘুরতে এসেছেন সিরাজুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চিড়িয়াখানা ঢাকার একপাশে ৷ আমরা থাকি অন্যপাশে। অন্যান্য সময় চাইলেও আসা যায় না। স্বাভাবিক সময়ে যানজট থাকে। তাই আজ এসেছি। বাচ্চারা খুব খুশি। গতকাল ঈদের দিন পশু কোরবানি থাকায় কোথাও বের হতে পারিনি।’
কেরানীগঞ্জ থেকে বন্ধুদের সঙ্গে এসেছেন সাগর খান। সাগর বলেন, ‘গতকাল সব বন্ধুই কোরবানি নিয়ে ব্যস্ত ছিল। আজ চারজন বন্ধু দুইটা মোটরসাইকেলে ঢাকা ঘুরতে বের হয়েছি। একফাঁকে ভাবলাম চিড়িয়াখানা ঘুরে যাই।’
মিরপুর-২ থেকে ছেলে, মেয়ে ও স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাসিরুদ্দিন ইসলাম। তিনি বলেন, ‘আমার বাসা থেকে বেশি দূরে না। তবে অফিসের কাজে আসা হয় না। এখানে বাচ্চাদের বিভিন্ন পশুপাখির নাম জানাচ্ছি। ভালোই লাগছে।’
চিড়িয়াখানার বাইরে আইস গোল্লা বিক্রেতা সাব্বির বলেন, ‘গতকাল কিছুই বিক্রি করতে পারি নাই। কয়েক শ টাকার বিক্রি করে চলে গিয়েছিলাম। লোক ছিল না গতকাল। আজ মোটামুটি ভালোই বিক্রি হয়েছে।’
শিশুদের ক্যান্ডি (পুতুল) বিক্রেতা রোমিও বলেন, ‘বিক্রি হচ্ছে মোটামুটি ভালো। তবে যেমনটা আশা করেছিলাম, তেমনটা বিক্রি নেই।’
দর্শনার্থীদের উপস্থিতির সংখ্যা এবং সার্বিক বিষয়ে জানতে চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি। দায়িত্বরত গার্ড জানান, তিনি পরিদর্শনে আছেন।
ঈদুল আজহার দ্বিতীয় দিনে মিরপুর চিড়িয়াখানাসহ রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল নেমেছে। কোরবানির পশু জবাই নিয়ে ব্যস্ততা শেষে দ্বিতীয় দিনে বিনোদনকেন্দ্রগুলো যেন ভরপুর।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানী মিরপুরে অবস্থিত চিড়িয়াখানা ও শ্যামলীর শিশুমেলা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যস্ত সময় পার করছেন দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে ব্যস্ততা বেড়েছে এসব জায়গার ফুটপাতের ব্যবসায়ীদেরও।
ভেতরে প্রবেশ করে দেখা গেছে, পরিবার নিয়ে ঘুরতে আসা পিতা–মাতা তাঁদের সন্তানদের চিড়িয়াখানার পশুদের সম্পর্কে নানা তথ্য জানাচ্ছেন। কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত। আর শিশুমেলায় নানা ধরনের রাইডে উঠে আনন্দে মাতোয়ারা শিশু-কিশোরেরা।
বাড্ডা থেকে পরিবার নিয়ে চিড়িয়াখানা ঘুরতে এসেছেন সিরাজুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চিড়িয়াখানা ঢাকার একপাশে ৷ আমরা থাকি অন্যপাশে। অন্যান্য সময় চাইলেও আসা যায় না। স্বাভাবিক সময়ে যানজট থাকে। তাই আজ এসেছি। বাচ্চারা খুব খুশি। গতকাল ঈদের দিন পশু কোরবানি থাকায় কোথাও বের হতে পারিনি।’
কেরানীগঞ্জ থেকে বন্ধুদের সঙ্গে এসেছেন সাগর খান। সাগর বলেন, ‘গতকাল সব বন্ধুই কোরবানি নিয়ে ব্যস্ত ছিল। আজ চারজন বন্ধু দুইটা মোটরসাইকেলে ঢাকা ঘুরতে বের হয়েছি। একফাঁকে ভাবলাম চিড়িয়াখানা ঘুরে যাই।’
মিরপুর-২ থেকে ছেলে, মেয়ে ও স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাসিরুদ্দিন ইসলাম। তিনি বলেন, ‘আমার বাসা থেকে বেশি দূরে না। তবে অফিসের কাজে আসা হয় না। এখানে বাচ্চাদের বিভিন্ন পশুপাখির নাম জানাচ্ছি। ভালোই লাগছে।’
চিড়িয়াখানার বাইরে আইস গোল্লা বিক্রেতা সাব্বির বলেন, ‘গতকাল কিছুই বিক্রি করতে পারি নাই। কয়েক শ টাকার বিক্রি করে চলে গিয়েছিলাম। লোক ছিল না গতকাল। আজ মোটামুটি ভালোই বিক্রি হয়েছে।’
শিশুদের ক্যান্ডি (পুতুল) বিক্রেতা রোমিও বলেন, ‘বিক্রি হচ্ছে মোটামুটি ভালো। তবে যেমনটা আশা করেছিলাম, তেমনটা বিক্রি নেই।’
দর্শনার্থীদের উপস্থিতির সংখ্যা এবং সার্বিক বিষয়ে জানতে চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি। দায়িত্বরত গার্ড জানান, তিনি পরিদর্শনে আছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে