নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বন্যাদুর্গত এলাকায় সরকারি ত্রাণ ও সহায়তা অপ্রতুল দাবি করে এর কঠোর সমালোচনা করেছেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এর মধ্য দিয়ে সরকার জনগণকে ব্যঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ রোববার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও সহায়তার বিষয়ে দলের অঙ্গ সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা করে বিএনপি। সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন টুকু।
সিলেটসহ দেশের সার্বিক বন্যা পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আজকে এ রকম একটা ভয়াবহ বন্যার সময় যখন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন ২০ লাখ টাকা আর কয়েক টন চাল বরাদ্দ করা হয়েছে। এটা জনগণের সঙ্গে ব্যঙ্গ করা। ব্যঙ্গ তারা করতেই পারে। কারণ তাদের তো ভোটের প্রয়োজন হয় না, জনগণের সেবা করারও প্রয়োজন নাই।’
যৌথ সভার সিদ্ধান্তের কথা জানিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘বর্তমান বন্যা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বিএনপি। যেকারণে সাংগঠনিক কার্যক্রমের চেয়ে সেদিকেই বেশি করে মনোযোগ দেওয়া হয়েছে। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রধিনিধিদের সঙ্গে বসেছি। প্রত্যেকটি অঙ্গ সংগঠন নিজ নিজ ব্যানারে বন্যা দুর্গত এলাকায় কাজ করবে। সংগঠনগুলোর পৃথক স্টিয়ারিং কমিটি থাকবে যা নিজ সংগঠনের কর্মকাণ্ড তদারকি করবে। বর্তমানে পানিবন্দী মানুষদের উদ্ধার এবং তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া এবং বন্যা পরবর্তীকালে গৃহ নির্মাণ, খাদ্য ও ওষুধ সরবরাহে দলের পক্ষ থেকে পরিকল্পনা করা হয়েছে। কৃষিজমিতে ফসল উৎপাদনে বীজতলা তৈরি ও বীজ সরবরাহে কাজ করবে কৃষক দল। বন্যাদুর্গত মানুষদের কাছে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) পক্ষ থেকে ওষুধ সরবরাহ করা হবে।
বন্যা দুর্গত এলাকায় দলের নেতা-কর্মীরা কাজ করছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি গণমানুষের দল হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের নেতা-কর্মীরা জনগণের পাশে দাঁড়িয়ে ত্রাণ দিচ্ছে। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সিলেটের বন্যা দুর্গত এলাকার প্রায় ১০ হাজার লোকের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ধারকাজের জন্য দুর্গত এলাকায় বিএনপির শ’ খানেক নৌকা কাজ করছে। পাশাপাশি দুর্গত মানুষের আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে। সিলেটের মানুষের কাছে লক্ষণীয় যে, বিএনপি কাজ করছে।’
এর আগে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় পদ্মা সেতু নিয়ে উৎসব না করে বিপর্যস্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করার দাবি জানান তিনি।
দেশের বন্যা পরিস্থিতির চিত্র তুলে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘মহা দুর্যোগের করাল গ্রাসে যখন মানুষ বিপর্যস্ত বিপন্ন, তখন সরকার পদ্মা সেতুর উদ্বোধনের উৎসব আনন্দে আত্মহারা। পদ্মা সেতু উদ্বোধন উৎসবের নামে শত শত কোটি টাকা উড়ানো হচ্ছে। অথচ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও উত্তরাঞ্চলসহ বন্যা উপদ্রুত এলাকাসমূহে প্রায় কোটি পানিবন্দী মানুষের সাহায্যের জন্য সরকারি বরাদ্দ একেবারেই অপ্রতুল।’
বন্যাদুর্গত এলাকায় সরকারি ত্রাণ ও সহায়তা অপ্রতুল দাবি করে এর কঠোর সমালোচনা করেছেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এর মধ্য দিয়ে সরকার জনগণকে ব্যঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ রোববার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও সহায়তার বিষয়ে দলের অঙ্গ সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা করে বিএনপি। সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন টুকু।
সিলেটসহ দেশের সার্বিক বন্যা পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আজকে এ রকম একটা ভয়াবহ বন্যার সময় যখন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন ২০ লাখ টাকা আর কয়েক টন চাল বরাদ্দ করা হয়েছে। এটা জনগণের সঙ্গে ব্যঙ্গ করা। ব্যঙ্গ তারা করতেই পারে। কারণ তাদের তো ভোটের প্রয়োজন হয় না, জনগণের সেবা করারও প্রয়োজন নাই।’
যৌথ সভার সিদ্ধান্তের কথা জানিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘বর্তমান বন্যা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বিএনপি। যেকারণে সাংগঠনিক কার্যক্রমের চেয়ে সেদিকেই বেশি করে মনোযোগ দেওয়া হয়েছে। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রধিনিধিদের সঙ্গে বসেছি। প্রত্যেকটি অঙ্গ সংগঠন নিজ নিজ ব্যানারে বন্যা দুর্গত এলাকায় কাজ করবে। সংগঠনগুলোর পৃথক স্টিয়ারিং কমিটি থাকবে যা নিজ সংগঠনের কর্মকাণ্ড তদারকি করবে। বর্তমানে পানিবন্দী মানুষদের উদ্ধার এবং তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া এবং বন্যা পরবর্তীকালে গৃহ নির্মাণ, খাদ্য ও ওষুধ সরবরাহে দলের পক্ষ থেকে পরিকল্পনা করা হয়েছে। কৃষিজমিতে ফসল উৎপাদনে বীজতলা তৈরি ও বীজ সরবরাহে কাজ করবে কৃষক দল। বন্যাদুর্গত মানুষদের কাছে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) পক্ষ থেকে ওষুধ সরবরাহ করা হবে।
বন্যা দুর্গত এলাকায় দলের নেতা-কর্মীরা কাজ করছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি গণমানুষের দল হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের নেতা-কর্মীরা জনগণের পাশে দাঁড়িয়ে ত্রাণ দিচ্ছে। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সিলেটের বন্যা দুর্গত এলাকার প্রায় ১০ হাজার লোকের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ধারকাজের জন্য দুর্গত এলাকায় বিএনপির শ’ খানেক নৌকা কাজ করছে। পাশাপাশি দুর্গত মানুষের আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে। সিলেটের মানুষের কাছে লক্ষণীয় যে, বিএনপি কাজ করছে।’
এর আগে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় পদ্মা সেতু নিয়ে উৎসব না করে বিপর্যস্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করার দাবি জানান তিনি।
দেশের বন্যা পরিস্থিতির চিত্র তুলে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘মহা দুর্যোগের করাল গ্রাসে যখন মানুষ বিপর্যস্ত বিপন্ন, তখন সরকার পদ্মা সেতুর উদ্বোধনের উৎসব আনন্দে আত্মহারা। পদ্মা সেতু উদ্বোধন উৎসবের নামে শত শত কোটি টাকা উড়ানো হচ্ছে। অথচ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও উত্তরাঞ্চলসহ বন্যা উপদ্রুত এলাকাসমূহে প্রায় কোটি পানিবন্দী মানুষের সাহায্যের জন্য সরকারি বরাদ্দ একেবারেই অপ্রতুল।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে