অনলাইন ডেস্ক
শিক্ষিত তরুণদের শুধু বিসিএসকে সফলতা না ভাবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এক নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার) এই অনুষ্ঠানের আয়োজন করে।
ওয়াহিদ হোসেন বলেন, ‘বর্তমান প্রজন্মের শিক্ষিত তরুণেরা বিসিএসের প্রতি ঝুঁকে পড়েছে। শিক্ষিত তরুণেরা বিসিএস বা শুধু সরকারি চাকরিই একমাত্র সফলতার রাস্তা মনে করে। বিসিএস ফেল মানেই কি তারা ব্যর্থ? আসলে তা নয়। এমন অনেকেই আছে যারা বিসিএস পাস করেনি কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বড় অফিসে চাকরি করে, বড় ব্যবসায়ী।’
সমাজের প্রতি তরুণদের দায়বদ্ধতার বিষয়ে তিনি বলেন, ‘উচ্চশিক্ষা অর্জনকারীদের সফলতার পেছনে শুধু নিজের বা পরিবারের অবদানই নয়, সমাজেরও অবদান রয়েছে। তাই শিক্ষার্থীদের উচিত সমাজের কাছে ঋণ পরিশোধ করা।’
মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, ‘মানুষ মাঝে মধ্যেই কার কাছে ঋণী, সেটা বুঝতে পারে না। তাই, আপাতত আমরা সমাজের কাছেই ঋণী বলে ভেবে নিয়ে কাজ করি।’
সফলতার জন্য ‘পরিশ্রম’ জরুরি উল্লেখ করে সরকারের এই সিনিয়র সচিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধাবী তাতে কোনো সন্দেহ নেই। তবে সফল হতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না থাকলে সেই মেধা কাজে আসবে না।’
প্রতিটি শিক্ষার্থীর রাজনৈতিক সচেতন হওয়া উচিত জানিয়ে ওয়াহিদ হোসেন বলেন, ‘শিক্ষিত মানুষজন রাজনৈতিক সচেতন বা রাজনীতির মাধ্যমে সমাজ পরিবর্তন না করলে অন্যরা এসে করবে। শিক্ষিত সচেতন মানুষ যেমনটা চায় অন্য কেউ এসে সব ঠিক করে দেবে না। শিক্ষিত মানুষজনকে রাজনীতি করা উচিত।’
অনুষ্ঠানে উপস্থিত খাদ্য অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুর রহমান তার বক্তৃতায় বলেন, ‘শিক্ষার্থীদের প্রধান কাজ হলো জ্ঞান অর্জন করা। আংশিক নয়, কোনো বিষয়ে পুরো জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। জীবনে সফল হতে হলে এই জ্ঞান থাকা জরুরি।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক তাওহিদা জাহান বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি মুক্তবুদ্ধির চর্চার জায়গা। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়া উচিত। এতে শিক্ষার্থীরা সামাজিকীকরণের পাশাপাশি নিজেদের বিভিন্ন প্রতিভাকে বিকশিত করতে পারে।’
ডুসার সভাপতি আবু আহমেদ ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—সিগমা গ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ঢাকার কেরানীগঞ্জের সাব-রেজিস্ট্রার ও ডুসারের স্থায়ী উপদেষ্টা রায়হান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রোবেল মোল্লা প্রমুখ।
ডুসারের সাধারণ সম্পাদক সামাউন আহমেদ সামের সঞ্চালনায় অনুষ্ঠানে নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সর্বোচ্চ ফলাফল করা ও চাকরিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
শিক্ষিত তরুণদের শুধু বিসিএসকে সফলতা না ভাবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এক নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার) এই অনুষ্ঠানের আয়োজন করে।
ওয়াহিদ হোসেন বলেন, ‘বর্তমান প্রজন্মের শিক্ষিত তরুণেরা বিসিএসের প্রতি ঝুঁকে পড়েছে। শিক্ষিত তরুণেরা বিসিএস বা শুধু সরকারি চাকরিই একমাত্র সফলতার রাস্তা মনে করে। বিসিএস ফেল মানেই কি তারা ব্যর্থ? আসলে তা নয়। এমন অনেকেই আছে যারা বিসিএস পাস করেনি কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বড় অফিসে চাকরি করে, বড় ব্যবসায়ী।’
সমাজের প্রতি তরুণদের দায়বদ্ধতার বিষয়ে তিনি বলেন, ‘উচ্চশিক্ষা অর্জনকারীদের সফলতার পেছনে শুধু নিজের বা পরিবারের অবদানই নয়, সমাজেরও অবদান রয়েছে। তাই শিক্ষার্থীদের উচিত সমাজের কাছে ঋণ পরিশোধ করা।’
মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, ‘মানুষ মাঝে মধ্যেই কার কাছে ঋণী, সেটা বুঝতে পারে না। তাই, আপাতত আমরা সমাজের কাছেই ঋণী বলে ভেবে নিয়ে কাজ করি।’
সফলতার জন্য ‘পরিশ্রম’ জরুরি উল্লেখ করে সরকারের এই সিনিয়র সচিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধাবী তাতে কোনো সন্দেহ নেই। তবে সফল হতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না থাকলে সেই মেধা কাজে আসবে না।’
প্রতিটি শিক্ষার্থীর রাজনৈতিক সচেতন হওয়া উচিত জানিয়ে ওয়াহিদ হোসেন বলেন, ‘শিক্ষিত মানুষজন রাজনৈতিক সচেতন বা রাজনীতির মাধ্যমে সমাজ পরিবর্তন না করলে অন্যরা এসে করবে। শিক্ষিত সচেতন মানুষ যেমনটা চায় অন্য কেউ এসে সব ঠিক করে দেবে না। শিক্ষিত মানুষজনকে রাজনীতি করা উচিত।’
অনুষ্ঠানে উপস্থিত খাদ্য অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুর রহমান তার বক্তৃতায় বলেন, ‘শিক্ষার্থীদের প্রধান কাজ হলো জ্ঞান অর্জন করা। আংশিক নয়, কোনো বিষয়ে পুরো জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। জীবনে সফল হতে হলে এই জ্ঞান থাকা জরুরি।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক তাওহিদা জাহান বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি মুক্তবুদ্ধির চর্চার জায়গা। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়া উচিত। এতে শিক্ষার্থীরা সামাজিকীকরণের পাশাপাশি নিজেদের বিভিন্ন প্রতিভাকে বিকশিত করতে পারে।’
ডুসার সভাপতি আবু আহমেদ ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—সিগমা গ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ঢাকার কেরানীগঞ্জের সাব-রেজিস্ট্রার ও ডুসারের স্থায়ী উপদেষ্টা রায়হান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রোবেল মোল্লা প্রমুখ।
ডুসারের সাধারণ সম্পাদক সামাউন আহমেদ সামের সঞ্চালনায় অনুষ্ঠানে নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সর্বোচ্চ ফলাফল করা ও চাকরিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে