নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন সেবাদাতা প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের সুবিধার্থে আজ থেকে ২৫ মার্চ—পাঁচ দিন অনলাইনে টিকিট বিক্রি বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে ম্যানুয়াল পদ্ধতিতে স্টেশনের কাউন্টার থেকে শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। কিন্তু স্টেশনের কাউন্টার থেকে টিকিট দিতে অনেক সময় লাগছে। ফলে কাউন্টারের সামনে দীর্ঘ লাইন তৈরি হয়ে যাচ্ছে। একটা টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে কাউন্টারের সামনে।
আজ সোমবার কমলাপুর রেলস্টেশন এমন চিত্র দেখা যায়। অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকায় স্টেশনের সবগুলো কাউন্টার থেকে বিভিন্ন ট্রেনের টিকিট বিক্রি করছে রেল কর্তৃপক্ষ।
কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, টিকিট কাউন্টার সকাল ৮টায় খোলা হলেও সাধারণ মানুষ টিকিটের জন্য লাইন ধরেছে সকাল ৫ টা-৬টা থেকে। বর্তমানে ট্রেনের টিকিট কাউন্টার থেকে হাতে লিখে দেওয়া হচ্ছে। ফলে যাত্রীদের টিকিট পেতে খানিকটা সময় লাগছে। টিকিট দিতে দেরি হওয়ায় টিকিট প্রত্যাশীদের লাইন দীর্ঘ হচ্ছে। আজ স্টেশন থেকে ২২ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে।
প্লাবন হালদার ঢাকা থেকে যশোর যাওয়ার জন্য অগ্রিম টিকিট কাটতে কমলাপুর রেলস্টেশনে এসেছে। তাঁর সঙ্গে কথা হলে তিনি অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৬টার সময় কমলাপুর রেলস্টেশনে এসেছি। প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর সকাল ৯টার সময় ৩টি টিকিট পেয়েছি। একটা টিকিট দিতেই অনেক সময় নিচ্ছে কর্তৃপক্ষ। দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনলাইনে টিকিট দেওয়া হচ্ছে না, তাহলে কাউন্টার থেকে ব্যবস্থাপনাটা আরও দ্রুত করা উচিত যাতে যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয়।’
মো. মশিউর রহমান নামের আরেক টিকিট প্রত্যাশী বলেন, ‘অনলাইনে আগে ৫ দিন আগের অগ্রিম টিকিট পাওয়া যেত। কিন্ত কাউন্টারে ২৪ তারিখের অগ্রিম টিকিটের জন্য এসেছিলাম। কিন্তু কাউন্টার থেকে শুধু একদিন আগের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। ফলে আমাদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু সব টিকিট কাউন্টারে দেওয়া হচ্ছে ফলে যাত্রীদের কিছুটা চাপ রয়েছে। তা ছাড়া টিকিট ম্যানুয়াল পদ্ধতিতে হাতে লিখে দেওয়ার কারণে খানিকটা সময় লাগছে। তবে টিকিট থাকলে সবাই পাবেন। সে ক্ষেত্রে যাত্রীদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে।’
উল্লেখ্য, এর আগে রেলের টিকিটিং কার্যক্রম পরিচালনা করেছে সিএনএস লিমিটেড। গত ১৫ ফেব্রুয়ারি সহজের সঙ্গে রেলওয়ে টিকিটিং সিস্টেম পরিচালনার জন্য পাঁচ বছরের চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষরের পরবর্তী ২১ কর্মদিবসের মধ্যে বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে গত ১৫ বছর ধরে ব্যবহৃত হয়ে আসা সলিউশন সংক্রান্ত প্রয়োজনীয় সকল প্রযুক্তিগত তথ্য বুঝে পরিচালনা শুরু করার কথা থাকলেও, দেশের সার্বিক কল্যাণে এবং রেলওয়ে টিকিট পরিচালনার কাজ চলমান রাখতে একই ধরনের সলিউশন তৈরি করেছে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি। তারা আগামী ২৬ মার্চ থেকে সহজ জেভি-এর পরিচালনায় দেশের মানুষ বাংলাদেশ রেলওয়ের টিকিট কাটতে পারবেন এবং পরবর্তী ১৮ মাসের মধ্যে প্রয়োজন অনুযায়ী নতুন ইন্টিগ্রেটেড টিকিটিং সিস্টেম চালু করে তা দিয়ে আরও উন্নত ও সহজ উপায়ে টিকিট পরিচালনা করবে।
নতুন সেবাদাতা প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের সুবিধার্থে আজ থেকে ২৫ মার্চ—পাঁচ দিন অনলাইনে টিকিট বিক্রি বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে ম্যানুয়াল পদ্ধতিতে স্টেশনের কাউন্টার থেকে শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। কিন্তু স্টেশনের কাউন্টার থেকে টিকিট দিতে অনেক সময় লাগছে। ফলে কাউন্টারের সামনে দীর্ঘ লাইন তৈরি হয়ে যাচ্ছে। একটা টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে কাউন্টারের সামনে।
আজ সোমবার কমলাপুর রেলস্টেশন এমন চিত্র দেখা যায়। অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকায় স্টেশনের সবগুলো কাউন্টার থেকে বিভিন্ন ট্রেনের টিকিট বিক্রি করছে রেল কর্তৃপক্ষ।
কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, টিকিট কাউন্টার সকাল ৮টায় খোলা হলেও সাধারণ মানুষ টিকিটের জন্য লাইন ধরেছে সকাল ৫ টা-৬টা থেকে। বর্তমানে ট্রেনের টিকিট কাউন্টার থেকে হাতে লিখে দেওয়া হচ্ছে। ফলে যাত্রীদের টিকিট পেতে খানিকটা সময় লাগছে। টিকিট দিতে দেরি হওয়ায় টিকিট প্রত্যাশীদের লাইন দীর্ঘ হচ্ছে। আজ স্টেশন থেকে ২২ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে।
প্লাবন হালদার ঢাকা থেকে যশোর যাওয়ার জন্য অগ্রিম টিকিট কাটতে কমলাপুর রেলস্টেশনে এসেছে। তাঁর সঙ্গে কথা হলে তিনি অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৬টার সময় কমলাপুর রেলস্টেশনে এসেছি। প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর সকাল ৯টার সময় ৩টি টিকিট পেয়েছি। একটা টিকিট দিতেই অনেক সময় নিচ্ছে কর্তৃপক্ষ। দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনলাইনে টিকিট দেওয়া হচ্ছে না, তাহলে কাউন্টার থেকে ব্যবস্থাপনাটা আরও দ্রুত করা উচিত যাতে যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয়।’
মো. মশিউর রহমান নামের আরেক টিকিট প্রত্যাশী বলেন, ‘অনলাইনে আগে ৫ দিন আগের অগ্রিম টিকিট পাওয়া যেত। কিন্ত কাউন্টারে ২৪ তারিখের অগ্রিম টিকিটের জন্য এসেছিলাম। কিন্তু কাউন্টার থেকে শুধু একদিন আগের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। ফলে আমাদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু সব টিকিট কাউন্টারে দেওয়া হচ্ছে ফলে যাত্রীদের কিছুটা চাপ রয়েছে। তা ছাড়া টিকিট ম্যানুয়াল পদ্ধতিতে হাতে লিখে দেওয়ার কারণে খানিকটা সময় লাগছে। তবে টিকিট থাকলে সবাই পাবেন। সে ক্ষেত্রে যাত্রীদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে।’
উল্লেখ্য, এর আগে রেলের টিকিটিং কার্যক্রম পরিচালনা করেছে সিএনএস লিমিটেড। গত ১৫ ফেব্রুয়ারি সহজের সঙ্গে রেলওয়ে টিকিটিং সিস্টেম পরিচালনার জন্য পাঁচ বছরের চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষরের পরবর্তী ২১ কর্মদিবসের মধ্যে বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে গত ১৫ বছর ধরে ব্যবহৃত হয়ে আসা সলিউশন সংক্রান্ত প্রয়োজনীয় সকল প্রযুক্তিগত তথ্য বুঝে পরিচালনা শুরু করার কথা থাকলেও, দেশের সার্বিক কল্যাণে এবং রেলওয়ে টিকিট পরিচালনার কাজ চলমান রাখতে একই ধরনের সলিউশন তৈরি করেছে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি। তারা আগামী ২৬ মার্চ থেকে সহজ জেভি-এর পরিচালনায় দেশের মানুষ বাংলাদেশ রেলওয়ের টিকিট কাটতে পারবেন এবং পরবর্তী ১৮ মাসের মধ্যে প্রয়োজন অনুযায়ী নতুন ইন্টিগ্রেটেড টিকিটিং সিস্টেম চালু করে তা দিয়ে আরও উন্নত ও সহজ উপায়ে টিকিট পরিচালনা করবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫