নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আজ সোমবার বিকেলে তেঁতুলতলা মাঠে নাগরিক সমাবেশে এই ঘোষণা দেন বক্তারা।
স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘তেঁতুলতলা মাঠটি উন্মুক্ত স্থান ও মাঠ হিসেবে রাখতে হবে এবং মাঠে থানা স্থাপনের চলমান সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। মাঠে থানা বা অন্য কোন স্থাপনা হবে না। ঈদের বন্ধে মাঠটিকে যেন দেয়াল দিয়ে ঘেরাও করা না হয়। তেঁতুলতলা খেলার মাঠ, উন্মুক্ত স্থান। এটা রক্ষায় দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী তৎপর এটা প্রত্যাশা করি। এবারের ঈদের জামাত এলাকাবাসীকে নিয়ে আমরা তেঁতুলতলা মাঠে করবো। এই ব্যবস্থাপনা করার জন্য কলাবাগান থানা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’
মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, ‘এলাকাবাসীকে ধন্যবাদ দিতে চাই, এই আন্দোলন গড়ে তোলার জন্য। সরকার যখন থানা ভবন করার জন্য মাঠ দখল করতে এসেছেন, আপনারা সেটাকে না করেছেন। রত্না আপাকে আমি স্যালুট জানাই, ওনার ত্যাগের জন্য। তেঁতুলতলা মাঠ থানা করার মতো জায়গা না। এটা পুলিশ অন্যায়ভাবে দখল করার চেষ্টা করছে। অবকাঠামো নির্মাণ করার জন্য আনা রড সিমেন্ট আগামী কালকের মধ্যে পুলিশকে গুটিয়ে ফেলতে হবে। পুলিশ যদি না করে আমরা গুটিয়ে ফেলব।’
বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চায়, আইনের কথা বলতে চায়, তাঁদের নানাভাবে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। রত্না ও তাঁর সন্তানকে অযৌক্তিকভাবে আটক করা হয়েছে, মুচলেকা নেওয়া হয়েছে বেআইনিভাবে। খেলার মাঠ থাকবে। গতকালের (রোববার) ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। এই ঘটনা যাতে আর না ঘটে সেজন্য পদক্ষেপ নিতে হবে। সরকার যদি পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের জন্য আইনের পথ খোলা রয়েছে।’
নাগরিক সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন, উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন প্রমুখ।
সমাবেশের আয়োজক সংস্থা গুলো হচ্ছে এএলআরডি, বাপা, বেলা, আসক, ব্লাস্ট, গ্রিন ভয়েস, নিজেরা করি, নাগরিক উদ্যোগ, নারী পক্ষ, বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও টিআইবি।
এই সম্পর্কিত পড়ুন:
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আজ সোমবার বিকেলে তেঁতুলতলা মাঠে নাগরিক সমাবেশে এই ঘোষণা দেন বক্তারা।
স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘তেঁতুলতলা মাঠটি উন্মুক্ত স্থান ও মাঠ হিসেবে রাখতে হবে এবং মাঠে থানা স্থাপনের চলমান সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। মাঠে থানা বা অন্য কোন স্থাপনা হবে না। ঈদের বন্ধে মাঠটিকে যেন দেয়াল দিয়ে ঘেরাও করা না হয়। তেঁতুলতলা খেলার মাঠ, উন্মুক্ত স্থান। এটা রক্ষায় দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী তৎপর এটা প্রত্যাশা করি। এবারের ঈদের জামাত এলাকাবাসীকে নিয়ে আমরা তেঁতুলতলা মাঠে করবো। এই ব্যবস্থাপনা করার জন্য কলাবাগান থানা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’
মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, ‘এলাকাবাসীকে ধন্যবাদ দিতে চাই, এই আন্দোলন গড়ে তোলার জন্য। সরকার যখন থানা ভবন করার জন্য মাঠ দখল করতে এসেছেন, আপনারা সেটাকে না করেছেন। রত্না আপাকে আমি স্যালুট জানাই, ওনার ত্যাগের জন্য। তেঁতুলতলা মাঠ থানা করার মতো জায়গা না। এটা পুলিশ অন্যায়ভাবে দখল করার চেষ্টা করছে। অবকাঠামো নির্মাণ করার জন্য আনা রড সিমেন্ট আগামী কালকের মধ্যে পুলিশকে গুটিয়ে ফেলতে হবে। পুলিশ যদি না করে আমরা গুটিয়ে ফেলব।’
বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চায়, আইনের কথা বলতে চায়, তাঁদের নানাভাবে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। রত্না ও তাঁর সন্তানকে অযৌক্তিকভাবে আটক করা হয়েছে, মুচলেকা নেওয়া হয়েছে বেআইনিভাবে। খেলার মাঠ থাকবে। গতকালের (রোববার) ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। এই ঘটনা যাতে আর না ঘটে সেজন্য পদক্ষেপ নিতে হবে। সরকার যদি পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের জন্য আইনের পথ খোলা রয়েছে।’
নাগরিক সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন, উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন প্রমুখ।
সমাবেশের আয়োজক সংস্থা গুলো হচ্ছে এএলআরডি, বাপা, বেলা, আসক, ব্লাস্ট, গ্রিন ভয়েস, নিজেরা করি, নাগরিক উদ্যোগ, নারী পক্ষ, বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও টিআইবি।
এই সম্পর্কিত পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে