ঢাবি সংবাদদাতা
চার দফা দাবিতে আন্দোলনরত অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ঢাকা ছাড়বেন না। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করার পরও যদি দাবি পূরণ করা না হয়, তবে আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আজ রোববার রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমদউল্লাহ মনসুর এ ঘোষণা দেন।
আন্দোলনকারীদের দাবি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হলেও শিক্ষার্থীরা এতে অসন্তোষ প্রকাশ করেছেন।
আহমদউল্লাহ মনসুর বলেন, ‘আমাদের আলোচনা স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে হওয়ার কথা থাকলেও সচিবদের সঙ্গে হয়েছে। তাঁরা কেবল শূন্য পদে নিয়োগ দেওয়ার বিষয়ে তিন দিনের মধ্যে আশ্বাস দিয়েছেন। কিন্তু বাকি তিনটি দাবির বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত দেননি।’
আন্দোলনরত শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ লাঠিপেটা করে। এতে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন বলে অভিযোগ রয়েছে। আহত ব্যক্তিদের অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলাম বলেন, ‘আমাদের সব দাবি নিয়ে মন্ত্রণালয় লিখিত আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবায়ন নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত দেয়নি। ৪ ঘণ্টার আলোচনা হলেও কোনো কার্যকর সমাধান আসেনি।’
হাসিবুল ইসলাম আরও বলেন, ‘আগামীকাল (সোমবার) দুপুর ১২টা পর্যন্ত আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান নেব। এর মধ্যে দাবি পূরণের স্পষ্ট প্রজ্ঞাপন না এলে শিক্ষার্থীদের নিয়ে আমরণ অনশন শুরু করব।’
বিকেল ৪টা ৪৫ মিনিটে সচিবালয়ের দিকে লংমার্চ শুরু করলে পুলিশের লাঠিপেটায় শিক্ষার্থীসহ এক সাংবাদিক আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন মেহরাব (২০), এরশাদুল হক (৩০), জাহিদুল হাসান (২৬), সোহাগ (২২), আমানুল্লাহ (২০), সায়মা (২১), সুমাইয়া খাতুন (২০), তাহমিনা আক্তার তমা (২০), মোহাম্মদ রাসেল (২৩), শিহাব (২০), আরাফাত (২১), নাঈম (২৫), সায়েম (২০), জাহিদ হাসান (২১), আনোয়ারুল ইসলাম শিমুল (২৮) ও ব্রেকিং নিউজ নামে একটি অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন, আহত শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি
দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ দেওয়া এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি।
চার বছরের একাডেমিক কোর্স বহাল রাখা ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা।
অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ গঠন।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
চার দফা দাবিতে আন্দোলনরত অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ঢাকা ছাড়বেন না। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করার পরও যদি দাবি পূরণ করা না হয়, তবে আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আজ রোববার রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমদউল্লাহ মনসুর এ ঘোষণা দেন।
আন্দোলনকারীদের দাবি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হলেও শিক্ষার্থীরা এতে অসন্তোষ প্রকাশ করেছেন।
আহমদউল্লাহ মনসুর বলেন, ‘আমাদের আলোচনা স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে হওয়ার কথা থাকলেও সচিবদের সঙ্গে হয়েছে। তাঁরা কেবল শূন্য পদে নিয়োগ দেওয়ার বিষয়ে তিন দিনের মধ্যে আশ্বাস দিয়েছেন। কিন্তু বাকি তিনটি দাবির বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত দেননি।’
আন্দোলনরত শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ লাঠিপেটা করে। এতে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন বলে অভিযোগ রয়েছে। আহত ব্যক্তিদের অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলাম বলেন, ‘আমাদের সব দাবি নিয়ে মন্ত্রণালয় লিখিত আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবায়ন নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত দেয়নি। ৪ ঘণ্টার আলোচনা হলেও কোনো কার্যকর সমাধান আসেনি।’
হাসিবুল ইসলাম আরও বলেন, ‘আগামীকাল (সোমবার) দুপুর ১২টা পর্যন্ত আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান নেব। এর মধ্যে দাবি পূরণের স্পষ্ট প্রজ্ঞাপন না এলে শিক্ষার্থীদের নিয়ে আমরণ অনশন শুরু করব।’
বিকেল ৪টা ৪৫ মিনিটে সচিবালয়ের দিকে লংমার্চ শুরু করলে পুলিশের লাঠিপেটায় শিক্ষার্থীসহ এক সাংবাদিক আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন মেহরাব (২০), এরশাদুল হক (৩০), জাহিদুল হাসান (২৬), সোহাগ (২২), আমানুল্লাহ (২০), সায়মা (২১), সুমাইয়া খাতুন (২০), তাহমিনা আক্তার তমা (২০), মোহাম্মদ রাসেল (২৩), শিহাব (২০), আরাফাত (২১), নাঈম (২৫), সায়েম (২০), জাহিদ হাসান (২১), আনোয়ারুল ইসলাম শিমুল (২৮) ও ব্রেকিং নিউজ নামে একটি অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন, আহত শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি
দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ দেওয়া এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি।
চার বছরের একাডেমিক কোর্স বহাল রাখা ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা।
অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ গঠন।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে