Ajker Patrika

রাজধানীতে চুরি-ছিনতাই বেড়েছে

আয়নাল হোসেন, ঢাকা
রাজধানীতে চুরি-ছিনতাই বেড়েছে

দোকানের মালিক জরুরি কাজে বাইরে গিয়েছিলেন। এদিকে দোকানে থাকা কর্মচারীও ঘুমিয়ে যান। ঠিক এই সময়টাকে বেছে নেন এক চোর। দোকান থেকে ২ লাখ ২৫ হাজার টাকা নিয়ে দ্রুত কেটে পড়েন। পুরান ঢাকার ব্যস্ততম মৌলভীবাজারের মাহবুব আলমের মেসার্স মাহবুব অ্যান্ড ব্রাদার্সের সিসিটিভি ফুটেজে চুরির এমন কৌশল ধরা পড়ে। গত ৩০ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে।

ঘটনার পর চকবাজার থানায় বাদী হয়ে একটি মামলা করেন দোকানটির মালিক মাহবুব আলম। পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গত এক মাসে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অন্তত ৪-৫টি বড় ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। শুধু স্থানীয় ব্যবসায়ীরাই নন, দেশের নানা জায়গা থেকে পণ্য কিনতে আসা ব্যবসায়ীরাও এই চক্রের খপ্পরে পড়েছেন। এসব ঠেকাতে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ও পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি মাঝেমধ্যে নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি চালানোর দাবি করেন তাঁরা।

মেসার্স মাহবুব অ্যান্ড ব্রাদার্সে চুরির বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, চুরির ঘটনায় মামলা হয়েছে। চোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত সোমবার দুপুরে পুরান ঢাকার বাবুবাজার মাজারের পাশে এক কাপড় ব্যবসায়ীর ৪ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই হয়। আশপাশের ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা জানান, ঢাকার বাইরে থেকে আসা এক ব্যবসায়ী রিকশায় করে ইসলামপুর কাপড়ের মার্কেটে যাচ্ছিলেন। বাবুবাজার মাজারের পাশে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, কয়েক দিন আগে তাঁর থানায় একটি ছিনতাইয়ের মামলা হয়েছে। সেখানে ছিনতাইকারী সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

কয়েক মাস আগে পুরান ঢাকার ছোটকাটারা এলাকায় পলাশ সাহা নামে এক ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কাছ থেকে ১ লাখ টাকা ছিনিয়ে নেন বলে দাবি করেন পলাশ।

গত ১৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর মিটফোর্ড এলাকায় বেড়িবাঁধে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আলমগীর ব্যাপারী (৪০) নামে এক দিনমজুর নিহত হন। এ ঘটনায় চকবাজার থানায় মামলা হয়েছে।

চুরি-ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাবেক পরিচালক জাকির হোসেন বলেন, ব্যবসায়ী এলাকায় থানা নিয়ন্ত্রিত ক্লোজ সার্কিট ক্যামেরা বসালে হয়তো চোর-ছিনতাইকারীদের শনাক্ত করা সহজ হবে।

সার্বিক বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের ডিসি মো. ফারুক হোসেন বলেন, চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঠেকাতে পুলিশ তৎপর আছে। মামলা হলে পুলিশ অবশ্যই আসামি ধরতে সর্বোচ্চ চেষ্টা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত