নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার প্রবেশমুখে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ। যানবাহনে তল্লাশির পাশাপাশি সন্দেহভাজন যাত্রীদেরও তল্লাশি করা হচ্ছে। গতকাল রাত থেকে ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, আবদুল্লাহপুর, কেরানীগঞ্জ, বসিলা, কদমতলী, বুড়িগঙ্গা প্রথম ও দ্বিতীয় সেতু, কাঁচপুর ব্রিজ, চিটাগাং রোড, ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশিচৌকি বসায় পুলিশ।
সরেজমিনে দেখা গেছে, সড়কে অস্থায়ী গতিরোধক তৈরি করে তল্লাশিচৌকি বসানো হয়েছে। সড়কে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি কম।
আমিনবাজার এলাকায় আজ সকালে দেখা গেছে, সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুনের নেতৃত্বে একটি টিম চেকপোস্টে দায়িত্ব পালন করছেন। সড়কে যানবাহনের চাপ কম। থেমে থেমে যাত্রীবাহী বাস এলে সেগুলোর কোনো কোনোটি পুলিশ হাতের ইশারায় থামতে বলে। এরপর একজন বা দুজন কনস্টেবল বাসে উঠে উঁকি মারেন। কাউকে সন্দেহ হলে তাকে নিচে নেমে আসতে বলেন। তল্লাশি করেন।
পরিদর্শক নয়ন কারকুন বলেন, ‘ঢাকায় দুটি বড় সমাবেশ হচ্ছে, এই সমাবেশে যাতে কেউ অবৈধ কিছু নিয়ে প্রবেশ করতে না পারে, যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সে জন্য আমরা এখানে দায়িত্ব পালন করছি। এ ছাড়া সমাবেশকে কেন্দ্র করে যাতে যানবাহনে যাত্রীরা কোনো হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখছি।’
একইভাবে গতকাল রাত থেকে আবদুল্লাহপুর, কাঁচপুর ব্রিজ, চিটাগাং রোড, ঢাকা সিলেট মহাসড়ক, ডেমরা স্টাফ কোয়ার্টার, দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী, মোহাম্মদপুরের বসিলা এলাকায়ও পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
কদমতলী-বাবুবাজার ব্রিজ হয়ে কেউ ঢাকায় প্রবেশ করতে চাইলে তাঁদেরও কড়া পুলিশি তল্লাশির মধ্য দিয়ে আসতে হচ্ছে।
বাবুবাজারে হেমায়েত নামে এক যাত্রী জানান, পুলিশ চেকপোস্টে নাম-ঠিকানা জিজ্ঞেস করেছে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি—দু-একজনকে এমন প্রশ্ন করেছে। চেকপোস্টগুলোতে গাড়ির জট ছিল না, শুক্রবার হওয়ায় গাড়ির চাপ কম বলে দাবি করেছে পুলিশ।
চিটাগাং রোডের মৌচাক বাসস্ট্যান্ডে দেখা গেছে, পুলিশের তল্লাশিচৌকি থেকে সকাল ১০টা পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিরাপত্তার স্বার্থে সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। পরে নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই চেকপোস্টের তল্লাশি কার্যক্রম চলবে।
ঢাকার প্রবেশমুখে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ। যানবাহনে তল্লাশির পাশাপাশি সন্দেহভাজন যাত্রীদেরও তল্লাশি করা হচ্ছে। গতকাল রাত থেকে ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, আবদুল্লাহপুর, কেরানীগঞ্জ, বসিলা, কদমতলী, বুড়িগঙ্গা প্রথম ও দ্বিতীয় সেতু, কাঁচপুর ব্রিজ, চিটাগাং রোড, ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশিচৌকি বসায় পুলিশ।
সরেজমিনে দেখা গেছে, সড়কে অস্থায়ী গতিরোধক তৈরি করে তল্লাশিচৌকি বসানো হয়েছে। সড়কে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি কম।
আমিনবাজার এলাকায় আজ সকালে দেখা গেছে, সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুনের নেতৃত্বে একটি টিম চেকপোস্টে দায়িত্ব পালন করছেন। সড়কে যানবাহনের চাপ কম। থেমে থেমে যাত্রীবাহী বাস এলে সেগুলোর কোনো কোনোটি পুলিশ হাতের ইশারায় থামতে বলে। এরপর একজন বা দুজন কনস্টেবল বাসে উঠে উঁকি মারেন। কাউকে সন্দেহ হলে তাকে নিচে নেমে আসতে বলেন। তল্লাশি করেন।
পরিদর্শক নয়ন কারকুন বলেন, ‘ঢাকায় দুটি বড় সমাবেশ হচ্ছে, এই সমাবেশে যাতে কেউ অবৈধ কিছু নিয়ে প্রবেশ করতে না পারে, যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সে জন্য আমরা এখানে দায়িত্ব পালন করছি। এ ছাড়া সমাবেশকে কেন্দ্র করে যাতে যানবাহনে যাত্রীরা কোনো হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখছি।’
একইভাবে গতকাল রাত থেকে আবদুল্লাহপুর, কাঁচপুর ব্রিজ, চিটাগাং রোড, ঢাকা সিলেট মহাসড়ক, ডেমরা স্টাফ কোয়ার্টার, দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী, মোহাম্মদপুরের বসিলা এলাকায়ও পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
কদমতলী-বাবুবাজার ব্রিজ হয়ে কেউ ঢাকায় প্রবেশ করতে চাইলে তাঁদেরও কড়া পুলিশি তল্লাশির মধ্য দিয়ে আসতে হচ্ছে।
বাবুবাজারে হেমায়েত নামে এক যাত্রী জানান, পুলিশ চেকপোস্টে নাম-ঠিকানা জিজ্ঞেস করেছে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি—দু-একজনকে এমন প্রশ্ন করেছে। চেকপোস্টগুলোতে গাড়ির জট ছিল না, শুক্রবার হওয়ায় গাড়ির চাপ কম বলে দাবি করেছে পুলিশ।
চিটাগাং রোডের মৌচাক বাসস্ট্যান্ডে দেখা গেছে, পুলিশের তল্লাশিচৌকি থেকে সকাল ১০টা পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিরাপত্তার স্বার্থে সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। পরে নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই চেকপোস্টের তল্লাশি কার্যক্রম চলবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫