নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
ঢাকার সাভার পৌরসভার আড়াপাড়া থেকে পোড়াবাড়ি মোড় পর্যন্ত সড়কের দেবে যাওয়া অংশসহ গর্ত মেরামতের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার ‘আজকের পত্রিকা’য় সংবাদ প্রকাশের পর ঠিকাদারের পক্ষ থেকে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
পৌরসভার তথ্য অনুযায়ী, আড়াই কোটি টাকা ব্যয়ে আধা কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করা হয়। এরপর তিন মাস আগে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সড়কটি। এই কয়েক মাসের মধ্যে সড়কের বিভিন্ন স্থান দেবে গেছে। খোয়া-সুরকি আর পিচ উঠে তৈরি হয়েছে বড় গর্তের।
আজ মঙ্গলবার আড়াপাড়া ও পোড়াবাড়ি এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়কের দেবে যাওয়া অংশ ও গর্ত মেরামতের কাজ করা হচ্ছে। কয়েকজন শ্রমিক দেবে যাওয়া অংশ খুঁড়ে মেরামতের জন্য প্রস্তুত করছেন। মেরামতের জন্য সড়কের যে অংশ খোঁড়া হচ্ছিল, সেখান থেকে খোয়ার গুঁড়ো বের হচ্ছিল, যা খুবই নিম্নমানের।
স্থানীয় অমরপুর এলাকার ব্যবসায়ী আশিক রহমান বলেন, ‘গতকাল ‘‘আজকের পত্রিকা’’য় সড়কটির বেহাল দশা নিয়ে প্রতিবেদন দেখলাম। আজ সেই সড়কের মেরামতকাজ চলছে। এর আগে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
বাড্ডা এলাকার রুবেল মিয়া বলেন, সড়কটি নির্মাণের সময় পৌর কর্তৃপক্ষের তেমন তদারকি চোখে পড়েনি। এ কারণেই নির্মাণের কয়েক মাসের মধ্যেই সড়কে ভাঙন দেখা দিয়েছে। মেরামত করা হলেও আবার তা দেবে বা ভেঙে যাবে বলে মনে করেন তিনি।
নির্মাণকাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যে সড়কটি দেবে যাওয়া ও বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে সড়ক মেরামতকাজে যুক্ত শ্রমিক আবু বক্কর সিদ্দীক বলেন, ‘আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে মনে হয়, কার্পেটিংয়ের আগে বালু ও খোয়ার কাজে পর্যাপ্ত পানি দেওয়া হয়নি। এ কারণে কয়েক মাসের মধ্যেই সড়কটির এ অবস্থা হয়েছে।’
স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমজান আহমেদ বলেন, আজ মঙ্গলবারের পৌরসভার মাসিক সভায় সড়কটি নিয়ে আলোচনা হয়। এর আগেই ‘আজকের পত্রিকা’র প্রতিবেদন দেখে সড়কের মেরামতকাজ শুরু হয়। পরবর্তী সময়ে কোনো সড়ক নির্মাণের পর যাতে এমন দশা না হয়, সেদিকে খেয়াল রাখতে নির্দেশ দেন পৌর মেয়র আব্দুল গনি।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সড়কটির মেরামতকাজ চলছে। মেরামত শেষে কাজ বুঝে নেওয়া হবে, যাতে ভবিষ্যতে আর দেবে না যায়।
ঢাকার সাভার পৌরসভার আড়াপাড়া থেকে পোড়াবাড়ি মোড় পর্যন্ত সড়কের দেবে যাওয়া অংশসহ গর্ত মেরামতের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার ‘আজকের পত্রিকা’য় সংবাদ প্রকাশের পর ঠিকাদারের পক্ষ থেকে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
পৌরসভার তথ্য অনুযায়ী, আড়াই কোটি টাকা ব্যয়ে আধা কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করা হয়। এরপর তিন মাস আগে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সড়কটি। এই কয়েক মাসের মধ্যে সড়কের বিভিন্ন স্থান দেবে গেছে। খোয়া-সুরকি আর পিচ উঠে তৈরি হয়েছে বড় গর্তের।
আজ মঙ্গলবার আড়াপাড়া ও পোড়াবাড়ি এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়কের দেবে যাওয়া অংশ ও গর্ত মেরামতের কাজ করা হচ্ছে। কয়েকজন শ্রমিক দেবে যাওয়া অংশ খুঁড়ে মেরামতের জন্য প্রস্তুত করছেন। মেরামতের জন্য সড়কের যে অংশ খোঁড়া হচ্ছিল, সেখান থেকে খোয়ার গুঁড়ো বের হচ্ছিল, যা খুবই নিম্নমানের।
স্থানীয় অমরপুর এলাকার ব্যবসায়ী আশিক রহমান বলেন, ‘গতকাল ‘‘আজকের পত্রিকা’’য় সড়কটির বেহাল দশা নিয়ে প্রতিবেদন দেখলাম। আজ সেই সড়কের মেরামতকাজ চলছে। এর আগে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
বাড্ডা এলাকার রুবেল মিয়া বলেন, সড়কটি নির্মাণের সময় পৌর কর্তৃপক্ষের তেমন তদারকি চোখে পড়েনি। এ কারণেই নির্মাণের কয়েক মাসের মধ্যেই সড়কে ভাঙন দেখা দিয়েছে। মেরামত করা হলেও আবার তা দেবে বা ভেঙে যাবে বলে মনে করেন তিনি।
নির্মাণকাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যে সড়কটি দেবে যাওয়া ও বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে সড়ক মেরামতকাজে যুক্ত শ্রমিক আবু বক্কর সিদ্দীক বলেন, ‘আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে মনে হয়, কার্পেটিংয়ের আগে বালু ও খোয়ার কাজে পর্যাপ্ত পানি দেওয়া হয়নি। এ কারণে কয়েক মাসের মধ্যেই সড়কটির এ অবস্থা হয়েছে।’
স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমজান আহমেদ বলেন, আজ মঙ্গলবারের পৌরসভার মাসিক সভায় সড়কটি নিয়ে আলোচনা হয়। এর আগেই ‘আজকের পত্রিকা’র প্রতিবেদন দেখে সড়কের মেরামতকাজ শুরু হয়। পরবর্তী সময়ে কোনো সড়ক নির্মাণের পর যাতে এমন দশা না হয়, সেদিকে খেয়াল রাখতে নির্দেশ দেন পৌর মেয়র আব্দুল গনি।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সড়কটির মেরামতকাজ চলছে। মেরামত শেষে কাজ বুঝে নেওয়া হবে, যাতে ভবিষ্যতে আর দেবে না যায়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫