Ajker Patrika

সাংবাদিক জাকির হোসেন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিক জাকির হোসেন কারাগারে

নারী সহকর্মীকে নিয়ে কুৎসা রটনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার দুপুরের পর জাকিরকে আদালতে হাজির করে পুলিশ। এর পর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তাঁর আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর রামপুরা এলাকায় নিজ বাসা থেকে জাকির হোসেন ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। 

সাংবাদিক ইমন তাঁর সহকর্মীর ব্যক্তিগত কিছু তথ্য ‘কালোবিড়াল’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেন। এ ছাড়া একই বার্তা ও পেজ লিংক শতাধিক সহকর্মীকে ইনবক্সে পাঠান। এই অভিযোগে ওই নারী সহকর্মী মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত