জাবি প্রতিনিধি
নারী শিক্ষার্থীর সঙ্গে কথা–কাটাকাটির জেরে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের অন্তত ৩২টি বাস আটক করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে দুই লেনেই বাসগুলো আটকাতে শুরু করেন তাঁরা। পরে রাত পৌনে ১০টার দিকে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী শাহামিনা দিতি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী। এ ঘটনায় প্রক্টর বরাবর একটি অভিযোগপত্র দিয়েছেন তিনি।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ফটক থেকে তিনি রাজধানী পরিবহনের একটি বাসে ওঠেন। যার নম্বর (ঢাকা মেট্রো-ব-১২-৩০৪৪)। বাসটিতে ওঠার পরপরই বাসের সহকারী তাঁর সঙ্গে ভাড়া–সংক্রান্ত বিষয় নিয়ে খারাপ আচরণ করা শুরু করেন। এরপর পথিমধ্যে ওই সহকারী তাঁর সঙ্গে ছোটখাটো অহেতুক বিষয় নিয়ে খারাপ আচরণ করেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শিক্ষার্থীরা বাস আটকাতে শুরু করলে একটি বাস না থেমে চলে যেতে থাকে। তখন এক শিক্ষার্থী পায়ে আঘাত পান। তখন বাসটির চালককে ধরে বেধড়ক মারধর করেন শিক্ষার্থীরা।
এ সময় মোবাইল ফোন হারানোর অভিযোগ করেন ওই ইনস্টিটিউটের ৫১ ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলাম। এ জন্য তিনি বাস মালিক সমিতির কাছে ৪২ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন।
মো. মুকুল নামে এক বাসচালক আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এক হেলপার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করছে—এ জন্য আমাদের গাড়িগুলো আটকে রাখা হইছে। বিকেল সাড়ে ৫টা থেকে আমাদের গাড়িগুলো আটক করা শুরু করেন।’
তিনি আরও বলেন, ‘যে হেলপার খারাপ আচরণ করছে সেই গাড়ির নম্বর তো আছেই কয়েকটা গাড়ি আটকে তাদের ডাকলেই তারা চলে আসত। আমাদের সবগুলো আটকাইয়া তো আমাগো পেটে লাথি মারল। আমগো আর আজকে কোনো ইনকাম হইলো না, আমাগো রিজিক নষ্ট হইলো।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এক নারী শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণের অভিযোগে শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের বাস আটক করেছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা মালিকপক্ষের লোকজনকে ডেকে কথা বলি। তারা তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং ভবিষ্যতে এ রকম ভুল হবে না বলে আশ্বস্ত করেছেন।
‘আমরা একটা বাস রেখে বাকি সবগুলো আজকে ছেড়ে দিয়েছি। আগামীকাল আমাদের যে শিক্ষার্থীর ফোন হারিয়েছে তার ক্ষতিপূরণ দিয়ে তারা বাসটি নিয়ে যাবে।’
নারী শিক্ষার্থীর সঙ্গে কথা–কাটাকাটির জেরে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের অন্তত ৩২টি বাস আটক করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে দুই লেনেই বাসগুলো আটকাতে শুরু করেন তাঁরা। পরে রাত পৌনে ১০টার দিকে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী শাহামিনা দিতি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী। এ ঘটনায় প্রক্টর বরাবর একটি অভিযোগপত্র দিয়েছেন তিনি।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ফটক থেকে তিনি রাজধানী পরিবহনের একটি বাসে ওঠেন। যার নম্বর (ঢাকা মেট্রো-ব-১২-৩০৪৪)। বাসটিতে ওঠার পরপরই বাসের সহকারী তাঁর সঙ্গে ভাড়া–সংক্রান্ত বিষয় নিয়ে খারাপ আচরণ করা শুরু করেন। এরপর পথিমধ্যে ওই সহকারী তাঁর সঙ্গে ছোটখাটো অহেতুক বিষয় নিয়ে খারাপ আচরণ করেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শিক্ষার্থীরা বাস আটকাতে শুরু করলে একটি বাস না থেমে চলে যেতে থাকে। তখন এক শিক্ষার্থী পায়ে আঘাত পান। তখন বাসটির চালককে ধরে বেধড়ক মারধর করেন শিক্ষার্থীরা।
এ সময় মোবাইল ফোন হারানোর অভিযোগ করেন ওই ইনস্টিটিউটের ৫১ ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলাম। এ জন্য তিনি বাস মালিক সমিতির কাছে ৪২ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন।
মো. মুকুল নামে এক বাসচালক আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এক হেলপার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করছে—এ জন্য আমাদের গাড়িগুলো আটকে রাখা হইছে। বিকেল সাড়ে ৫টা থেকে আমাদের গাড়িগুলো আটক করা শুরু করেন।’
তিনি আরও বলেন, ‘যে হেলপার খারাপ আচরণ করছে সেই গাড়ির নম্বর তো আছেই কয়েকটা গাড়ি আটকে তাদের ডাকলেই তারা চলে আসত। আমাদের সবগুলো আটকাইয়া তো আমাগো পেটে লাথি মারল। আমগো আর আজকে কোনো ইনকাম হইলো না, আমাগো রিজিক নষ্ট হইলো।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এক নারী শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণের অভিযোগে শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের বাস আটক করেছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা মালিকপক্ষের লোকজনকে ডেকে কথা বলি। তারা তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং ভবিষ্যতে এ রকম ভুল হবে না বলে আশ্বস্ত করেছেন।
‘আমরা একটা বাস রেখে বাকি সবগুলো আজকে ছেড়ে দিয়েছি। আগামীকাল আমাদের যে শিক্ষার্থীর ফোন হারিয়েছে তার ক্ষতিপূরণ দিয়ে তারা বাসটি নিয়ে যাবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে