নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের বর্তমান কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, এনামুল হক দুদককে দেওয়া সম্পদ বিবরণীতে ১৭ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ৯৩৩ টাকার সম্পদের কথা উল্লেখ করেন। কিন্তু সংস্থাটির অনুসন্ধানে ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ১০৭ টাকা অবৈধ বলে প্রমাণিত হয়।
অনুসন্ধানে প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, এই কাস্টমস কর্মকর্তা দীর্ঘ চাকরি জীবনে অবৈধ আয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জমি, ফ্ল্যাট, বাণিজ্যিক ভবনে ফ্লোরসহ অঢেল সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে ঢাকার গুলশানে ৩ কাঠা, বসুন্ধরা আবাসিক এলাকায় ৩ কাঠা ও একই স্থানে আরও তিন কাঠা প্লট কেনেন এনামুল। বসুন্ধরার একটি প্লটের ওপর নির্মিত নয় তলা ভবনও রয়েছে তার। এই ভবনের নির্মাণ ব্যয় দুই কোটি টাকারও বেশি বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ হয়েছে।
এ ছাড়াও চট্টগ্রামের নাসিরাবাদে ২০ কাঠা ও ফেনীর সোনাগাজীর দুইটি স্থানে জমি কেনেন বলে মামলার এজাহারে বলা হয়েছে। অন্যদিকে দুদক বলছে, ঢাকার কাকরাইল, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট ও বাণিজ্যিক ভবনে ফ্লোর নিজ নামে ও স্ত্রীর নামে কিনেছেন এনামুল।
২০১৬ সালে গাজীপুরের চন্দনায় ৩০ লাখ টাকা দিয়ে ৫ কাঠা জমি কিনেছেন এনামুল। এ ছাড়া তার নামে ঢাকার শ্যামলী স্কয়ার ও সন্ধানী টাওয়ারেও দুটি বাণিজ্যিক ফ্লোর পাওয়া যায় অনুসন্ধানকালে।
এজাহারে বলা হয় এনামুল হক ১৯৯৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত স্থাবর সম্পদ ২১ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ১২ টাকা ৫৮ লাখ ৩২ হাজার টাকার অস্থাবর সম্পদ ভোগ দখলে রাখেন। যার মধ্যে তিনি নিজেকে ঋণগ্রস্ত বলে দাবি করেন। তবে অনুসন্ধানে ঋণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তাই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় এনামুলের বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি।
প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের বর্তমান কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, এনামুল হক দুদককে দেওয়া সম্পদ বিবরণীতে ১৭ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ৯৩৩ টাকার সম্পদের কথা উল্লেখ করেন। কিন্তু সংস্থাটির অনুসন্ধানে ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ১০৭ টাকা অবৈধ বলে প্রমাণিত হয়।
অনুসন্ধানে প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, এই কাস্টমস কর্মকর্তা দীর্ঘ চাকরি জীবনে অবৈধ আয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জমি, ফ্ল্যাট, বাণিজ্যিক ভবনে ফ্লোরসহ অঢেল সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে ঢাকার গুলশানে ৩ কাঠা, বসুন্ধরা আবাসিক এলাকায় ৩ কাঠা ও একই স্থানে আরও তিন কাঠা প্লট কেনেন এনামুল। বসুন্ধরার একটি প্লটের ওপর নির্মিত নয় তলা ভবনও রয়েছে তার। এই ভবনের নির্মাণ ব্যয় দুই কোটি টাকারও বেশি বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ হয়েছে।
এ ছাড়াও চট্টগ্রামের নাসিরাবাদে ২০ কাঠা ও ফেনীর সোনাগাজীর দুইটি স্থানে জমি কেনেন বলে মামলার এজাহারে বলা হয়েছে। অন্যদিকে দুদক বলছে, ঢাকার কাকরাইল, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট ও বাণিজ্যিক ভবনে ফ্লোর নিজ নামে ও স্ত্রীর নামে কিনেছেন এনামুল।
২০১৬ সালে গাজীপুরের চন্দনায় ৩০ লাখ টাকা দিয়ে ৫ কাঠা জমি কিনেছেন এনামুল। এ ছাড়া তার নামে ঢাকার শ্যামলী স্কয়ার ও সন্ধানী টাওয়ারেও দুটি বাণিজ্যিক ফ্লোর পাওয়া যায় অনুসন্ধানকালে।
এজাহারে বলা হয় এনামুল হক ১৯৯৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত স্থাবর সম্পদ ২১ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ১২ টাকা ৫৮ লাখ ৩২ হাজার টাকার অস্থাবর সম্পদ ভোগ দখলে রাখেন। যার মধ্যে তিনি নিজেকে ঋণগ্রস্ত বলে দাবি করেন। তবে অনুসন্ধানে ঋণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তাই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় এনামুলের বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫