নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের আর্থিক সহায়তার অভিযোগে ৫ জন সাবেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করায় উক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ৫ শিক্ষার্থীকে গত সোমবার ঢাকার বিভিন্ন এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় মামলা করা হয়। পুলিশের অভিযোগ, আন্দোলনে এ সাবেক শিক্ষার্থীরা অর্থের জোগান দিয়েছেন। তাই তাঁদের উদ্দেশ্য তদন্ত করা হবে।
পরিবার ও বন্ধুদের ভাষ্য অনুযায়ী, তাঁদের তুলে নেওয়ার সময় ডিবি পুলিশের কাছে তাঁদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। শুধুমাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করেছেন বলে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ফোরাম অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সময়ে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কর্মীরা হামলা চালাচ্ছে। শাবিপ্রবিতেও আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলনের সমাপ্তি ঘটানোর প্রচেষ্টা না চালিয়ে শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ এবং পরবর্তী সময়ে আন্দোলনে নৈতিক ও আর্থিক সহায়তা দিয়ে সহমর্মিতা প্রকাশকারীদের এভাবে তুলে নিয়ে গ্রেপ্তার করা বেআইনি, নিপীড়নমূলক এবং সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এটি মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন, যা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশের বৈশিষ্ট্য হতে পারে না।
ফোরাম শিক্ষার্থীদের প্রতি এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে। পাশাপাশি ফোরাম এ পর্যন্ত দায়েরকৃত সব মামলা প্রত্যাহার, অবিলম্বে আটককৃতদের মুক্তি প্রদান, শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা, সর্বোপরি আন্দোলনকারী শিক্ষার্থী ও আন্দোলনে সমর্থনদানকারীদের কোনোরূপ হয়রানি না করার দাবি জানায়।
একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় দায়ীদের নিরপেক্ষ তদন্তসাপেক্ষে জবাবদিহির আওতায় আনা এবং অনতিবিলম্বে চলমান আন্দোলনের সুরাহা করে শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করার আহ্বান জানায়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের আর্থিক সহায়তার অভিযোগে ৫ জন সাবেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করায় উক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ৫ শিক্ষার্থীকে গত সোমবার ঢাকার বিভিন্ন এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় মামলা করা হয়। পুলিশের অভিযোগ, আন্দোলনে এ সাবেক শিক্ষার্থীরা অর্থের জোগান দিয়েছেন। তাই তাঁদের উদ্দেশ্য তদন্ত করা হবে।
পরিবার ও বন্ধুদের ভাষ্য অনুযায়ী, তাঁদের তুলে নেওয়ার সময় ডিবি পুলিশের কাছে তাঁদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। শুধুমাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করেছেন বলে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ফোরাম অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সময়ে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কর্মীরা হামলা চালাচ্ছে। শাবিপ্রবিতেও আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলনের সমাপ্তি ঘটানোর প্রচেষ্টা না চালিয়ে শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ এবং পরবর্তী সময়ে আন্দোলনে নৈতিক ও আর্থিক সহায়তা দিয়ে সহমর্মিতা প্রকাশকারীদের এভাবে তুলে নিয়ে গ্রেপ্তার করা বেআইনি, নিপীড়নমূলক এবং সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এটি মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন, যা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশের বৈশিষ্ট্য হতে পারে না।
ফোরাম শিক্ষার্থীদের প্রতি এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে। পাশাপাশি ফোরাম এ পর্যন্ত দায়েরকৃত সব মামলা প্রত্যাহার, অবিলম্বে আটককৃতদের মুক্তি প্রদান, শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা, সর্বোপরি আন্দোলনকারী শিক্ষার্থী ও আন্দোলনে সমর্থনদানকারীদের কোনোরূপ হয়রানি না করার দাবি জানায়।
একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় দায়ীদের নিরপেক্ষ তদন্তসাপেক্ষে জবাবদিহির আওতায় আনা এবং অনতিবিলম্বে চলমান আন্দোলনের সুরাহা করে শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করার আহ্বান জানায়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫