নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে চলাচলে আগামীকাল থেকে আট দিনের বিধিনিষেধ দিয়েছে সরকার। এসময় সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে জল, স্থল ও আকাশপথের গণপরিবহন। এর মধ্যেও ঝুঁকি নিয়ে নানা কৌশলে গ্রামের বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে করে ঢাকা ছাড়ছেন তারা। অবশ্য সব কিছু বন্ধের খবরে দুদিন আগে থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবীরা।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকেই গাবতলীর আমিনবাজার এলাকায় ঘরমুখী মানুষের ভিড় বাড়তে থাকে। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ঘরে ফেরা মানুষের কমতি নেই। রাস্তার মোড়ে মোড়ে ঈদ যাত্রার মতো ভিড় ছিল লক্ষ্য করা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পরিবহন না চললেও মোটরসাইকেল, প্রাইভেটকার ভাড়া করে মানুষ ছুটছে গ্রামের দিকে। এছাড়া পিকআপ ভ্যান ও ট্রাকেও ঠাসাঠাসি করে যাচ্ছে অনেকে। কোনো বাহন না হেঁটেই যাত্রা করেছেন কাছাকাছি এলাকার মানুষ। যে কোনো মুল্যে যেন বাড়ি যেতেই হবে! অবশ্য যানবাহনে যেতে গুণতে হচ্ছে কয়েকগুণ ভাড়া।
রাজধানী থেকে ঘরমুখো মানুষদের সাথে কথা বলে জানা যায়, মধ্যবিত্ত শ্রেণির লোকজন গাড়ি রিজার্ভ করে রাজধানী ছাড়ছেন। আর ট্রাক, সিএনজি অটোরিকশা, পিকআপ ভ্যানে করে রাজধানী ছাড়ছেন নিম্নআয়ের মানুষ।
রাজধানীতে রিকশা চালান রহিম আলী, বুধবার থেকে সব বন্ধ থাকবে তাই যাচ্ছেন গ্রামের বাড়ি মাগুরায়। তিনি বলেন, যদি সব বন্ধ থাকে মানুষ বাইরে না আসে তাইলে তো ভাড়া মারতে পারমু না। আর ভাড়া না মারতে পারলে পেট চলবো না। তাই বাড়ি যাইতেছি। এখন আমার কাছে ৮০০ ট্যাকা আছে। কীভাবে যামু সেটা নিয়ে ভাবতেছি। গাবতলী থেকে আমিনবাজার ব্রিজ পর্যন্ত হাঁইটা আসছি। কোনো গাড়ি নাই। শেষ পর্যন্ত মাগুরা যাইতে পারমু কিনা কইতে পারতেছি না।
মো. আরিফ, মিরপুরে তিনি রাজমিস্ত্রির কাজ করেন, বিধিনিষেধের খবরে কাজ বন্ধ হয়ে গেছে। তিনি যাবেন গ্রামের বাড়ি নাটোরে। আরিফ জানান, উপয়ান্তর না পেয়ে আমিনবাজার ব্রিজ থেকে ৮০০ টাকায় বাইক ভাড়া করে যাচ্ছেন পাটুরিয়া ঘাট। সেখান থেকে আবার ভেঙে ভেঙে যাবেন গ্রামে।
সকাল ৯টা দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকে কোনো যানবাহন পাননি আসমা খাতুন। তিনি বলেন, পাবনা থেকে ঢাকার মিরপুর এসেছিলেন ভাইয়ের বাসায় বেড়াতে। বিধিনিষেধের খবরে আবার গ্রামের বাড়ি ফিরে যাচ্ছেন। কিন্তু আমিনবাজারে দুই ঘণ্টা ধরে বসে থেকেও কোনো পরিবহন পাচ্ছি না।
এখন কীভাবে যাবেন? এমন প্রশ্নে আসমা খাতুন বলেন, কীভাবে যাবো সেটাই তো বুঝতে পারছি না। মহিলা মানুষ চাইলেই তো যে কোনোভাবে যেতে পারি না। এখন গ্রামের বাড়ি যাবো কীভাবে! যদি না যেতে পারি তাহলে আবার ভাইয়ের বাসায়ই থেকে যেতে হবে।
ঘরমুখী বেশিরভাগ মানুষই গন্তব্যে পৌঁছনো নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। এভাবে ভেঙে ভেঙে কতদূর পৌঁছাতে পারবেন তাঁরা নিজেরাও বুঝতে পারছেন না। কিন্তু গতবছরের লকডাউনের অভিজ্ঞতা ভালো নয়। তাই এবার আর তাঁরা রাজধানীতে থাকার ঝুঁকি নিতে চাইছেন না। অনেক যাত্রী বলছেন, সরকার আটদিনের বিধিনিষেধ দিয়েছে এটা আরও বাড়বে। এ সময় কাজ বন্ধ থাকলে তাঁরা খাবেন কী। তাই বাড়ি চলে যাচ্ছেন।
করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে চলাচলে আগামীকাল থেকে আট দিনের বিধিনিষেধ দিয়েছে সরকার। এসময় সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে জল, স্থল ও আকাশপথের গণপরিবহন। এর মধ্যেও ঝুঁকি নিয়ে নানা কৌশলে গ্রামের বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে করে ঢাকা ছাড়ছেন তারা। অবশ্য সব কিছু বন্ধের খবরে দুদিন আগে থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবীরা।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকেই গাবতলীর আমিনবাজার এলাকায় ঘরমুখী মানুষের ভিড় বাড়তে থাকে। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ঘরে ফেরা মানুষের কমতি নেই। রাস্তার মোড়ে মোড়ে ঈদ যাত্রার মতো ভিড় ছিল লক্ষ্য করা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পরিবহন না চললেও মোটরসাইকেল, প্রাইভেটকার ভাড়া করে মানুষ ছুটছে গ্রামের দিকে। এছাড়া পিকআপ ভ্যান ও ট্রাকেও ঠাসাঠাসি করে যাচ্ছে অনেকে। কোনো বাহন না হেঁটেই যাত্রা করেছেন কাছাকাছি এলাকার মানুষ। যে কোনো মুল্যে যেন বাড়ি যেতেই হবে! অবশ্য যানবাহনে যেতে গুণতে হচ্ছে কয়েকগুণ ভাড়া।
রাজধানী থেকে ঘরমুখো মানুষদের সাথে কথা বলে জানা যায়, মধ্যবিত্ত শ্রেণির লোকজন গাড়ি রিজার্ভ করে রাজধানী ছাড়ছেন। আর ট্রাক, সিএনজি অটোরিকশা, পিকআপ ভ্যানে করে রাজধানী ছাড়ছেন নিম্নআয়ের মানুষ।
রাজধানীতে রিকশা চালান রহিম আলী, বুধবার থেকে সব বন্ধ থাকবে তাই যাচ্ছেন গ্রামের বাড়ি মাগুরায়। তিনি বলেন, যদি সব বন্ধ থাকে মানুষ বাইরে না আসে তাইলে তো ভাড়া মারতে পারমু না। আর ভাড়া না মারতে পারলে পেট চলবো না। তাই বাড়ি যাইতেছি। এখন আমার কাছে ৮০০ ট্যাকা আছে। কীভাবে যামু সেটা নিয়ে ভাবতেছি। গাবতলী থেকে আমিনবাজার ব্রিজ পর্যন্ত হাঁইটা আসছি। কোনো গাড়ি নাই। শেষ পর্যন্ত মাগুরা যাইতে পারমু কিনা কইতে পারতেছি না।
মো. আরিফ, মিরপুরে তিনি রাজমিস্ত্রির কাজ করেন, বিধিনিষেধের খবরে কাজ বন্ধ হয়ে গেছে। তিনি যাবেন গ্রামের বাড়ি নাটোরে। আরিফ জানান, উপয়ান্তর না পেয়ে আমিনবাজার ব্রিজ থেকে ৮০০ টাকায় বাইক ভাড়া করে যাচ্ছেন পাটুরিয়া ঘাট। সেখান থেকে আবার ভেঙে ভেঙে যাবেন গ্রামে।
সকাল ৯টা দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকে কোনো যানবাহন পাননি আসমা খাতুন। তিনি বলেন, পাবনা থেকে ঢাকার মিরপুর এসেছিলেন ভাইয়ের বাসায় বেড়াতে। বিধিনিষেধের খবরে আবার গ্রামের বাড়ি ফিরে যাচ্ছেন। কিন্তু আমিনবাজারে দুই ঘণ্টা ধরে বসে থেকেও কোনো পরিবহন পাচ্ছি না।
এখন কীভাবে যাবেন? এমন প্রশ্নে আসমা খাতুন বলেন, কীভাবে যাবো সেটাই তো বুঝতে পারছি না। মহিলা মানুষ চাইলেই তো যে কোনোভাবে যেতে পারি না। এখন গ্রামের বাড়ি যাবো কীভাবে! যদি না যেতে পারি তাহলে আবার ভাইয়ের বাসায়ই থেকে যেতে হবে।
ঘরমুখী বেশিরভাগ মানুষই গন্তব্যে পৌঁছনো নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। এভাবে ভেঙে ভেঙে কতদূর পৌঁছাতে পারবেন তাঁরা নিজেরাও বুঝতে পারছেন না। কিন্তু গতবছরের লকডাউনের অভিজ্ঞতা ভালো নয়। তাই এবার আর তাঁরা রাজধানীতে থাকার ঝুঁকি নিতে চাইছেন না। অনেক যাত্রী বলছেন, সরকার আটদিনের বিধিনিষেধ দিয়েছে এটা আরও বাড়বে। এ সময় কাজ বন্ধ থাকলে তাঁরা খাবেন কী। তাই বাড়ি চলে যাচ্ছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫