নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত তিন বছরে ঢাকার দুই সিটি করপোরেশনের (উত্তর-দক্ষিণ) ময়লার গাড়ির চাপায় ১৩ জন নিহত হয়েছেন। সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নিহত হয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র মাহিন আহমেদ।
সিটি করপোরেশন সূত্র জানায়, ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কা গত ৩ বছরে ১৩ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় বেশির ভাগই মূল চালকের বদলে হেলপার বা বদলি চালক গাড়ি চালিয়েছে।
শিশু মাহিনকে চাপা দেওয়া ডিএসসিসির ময়লাবাহী গাড়িটিও ভাড়া করা চালক দিয়ে চালানো হয়েছিল। গাড়িটি যার নামে বরাদ্দ ছিল, সেই চালক আবার দৈনিক চুক্তিতে লাইসেন্সবিহীন এক চালকের কাছে ভাড়া দিয়েছিলেন।
গত বৃহস্পতিবার মাহিনকে চাপা দেয় গাড়ি। চিকিৎসাধীন অবস্থায় মাহিনের মৃত্যু হয়। গতকাল শুক্রবার মাহিনের মরদেহ দাফন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে মাহিনের বাসায় ছিল শোকের মাতম। প্রাণচঞ্চল স্বভাবের ছেলেটির এভাবে হারিয়ে যাবে তা কিছুতেই মেনে নিতে পারছিলেন না মা জ্যোৎস্না বেগম। কাঁদতে কাঁদতে বারবার অচেতন হয়ে পড়ছিলেন। আর বাবা মাসুম আহমেদ যেন শোকে পাথর হয়ে গেছেন।
কান্না জড়িত কণ্ঠে মাহিনের মা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যাও আমার কাছে ছিল মাহিন। আর এখন আর আমার মাহিন নাই। মাহিনের স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে।’
তিনি আরও বলেন, বড় ছেলেকে নিয়ে স্বপ্ন দেখলেও অর্থাভাবে সেটা পূরণ হয়নি। মাহিনকে ঘিরেই ছিল তাদের সব স্বপ্ন। মাহিনের সঙ্গে মতিঝিল আইডিয়ালের তৃতীয় শ্রেণিতে পড়ে তার একমাত্র বোন ফাতেমা আক্তার আফরিন। তারা এক সঙ্গে স্কুলে যাওয়া আসা করত। এখন কী করে মেয়ে স্কুলে যাবে, সেই চিন্তা মায়ের।
এ ঘটনায় মাহিনের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। গাড়িটি যিনি চালাচ্ছিলেন তাঁকে হাতে না হাতে গ্রেপ্তারও করা হয়।
এ বিষয়ে মুগদা থানার পরিদর্শক (তদন্ত) কামরুল হোসাইন বলেন, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন হেলপার মো. রুবেল। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া তিনি প্রথমে দাবি করেন, তার ড্রাইভিং লাইসেন্স আছে। তবে তিনি তা দেখাতে পারেননি।
সিটি করপোরেশনের সূত্র জানিয়েছে, গাড়ির মূল চালক কামাল হোসেন। তিনি গাড়িটি রুবেলের কাছে ভাড়া দিয়েছিলেন। কামালের বিষয়ে পুলিশকে তথ্য দিয়েছে সিটি করপোরেশন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
অভিযোগের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের বলেন, এই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ওই গাড়ির হেলপার ছিলেন।
এদিকে ঘটনার পরপরই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নিহত স্কুল শিক্ষার্থী মাহিন আহমেদের পরিবারকে সমবেদনা ও সহমর্মিতা জানান। তার পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এ ঘটনায় কঠোরতর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
গত তিন বছরে ঢাকার দুই সিটি করপোরেশনের (উত্তর-দক্ষিণ) ময়লার গাড়ির চাপায় ১৩ জন নিহত হয়েছেন। সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নিহত হয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র মাহিন আহমেদ।
সিটি করপোরেশন সূত্র জানায়, ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কা গত ৩ বছরে ১৩ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় বেশির ভাগই মূল চালকের বদলে হেলপার বা বদলি চালক গাড়ি চালিয়েছে।
শিশু মাহিনকে চাপা দেওয়া ডিএসসিসির ময়লাবাহী গাড়িটিও ভাড়া করা চালক দিয়ে চালানো হয়েছিল। গাড়িটি যার নামে বরাদ্দ ছিল, সেই চালক আবার দৈনিক চুক্তিতে লাইসেন্সবিহীন এক চালকের কাছে ভাড়া দিয়েছিলেন।
গত বৃহস্পতিবার মাহিনকে চাপা দেয় গাড়ি। চিকিৎসাধীন অবস্থায় মাহিনের মৃত্যু হয়। গতকাল শুক্রবার মাহিনের মরদেহ দাফন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে মাহিনের বাসায় ছিল শোকের মাতম। প্রাণচঞ্চল স্বভাবের ছেলেটির এভাবে হারিয়ে যাবে তা কিছুতেই মেনে নিতে পারছিলেন না মা জ্যোৎস্না বেগম। কাঁদতে কাঁদতে বারবার অচেতন হয়ে পড়ছিলেন। আর বাবা মাসুম আহমেদ যেন শোকে পাথর হয়ে গেছেন।
কান্না জড়িত কণ্ঠে মাহিনের মা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যাও আমার কাছে ছিল মাহিন। আর এখন আর আমার মাহিন নাই। মাহিনের স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে।’
তিনি আরও বলেন, বড় ছেলেকে নিয়ে স্বপ্ন দেখলেও অর্থাভাবে সেটা পূরণ হয়নি। মাহিনকে ঘিরেই ছিল তাদের সব স্বপ্ন। মাহিনের সঙ্গে মতিঝিল আইডিয়ালের তৃতীয় শ্রেণিতে পড়ে তার একমাত্র বোন ফাতেমা আক্তার আফরিন। তারা এক সঙ্গে স্কুলে যাওয়া আসা করত। এখন কী করে মেয়ে স্কুলে যাবে, সেই চিন্তা মায়ের।
এ ঘটনায় মাহিনের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। গাড়িটি যিনি চালাচ্ছিলেন তাঁকে হাতে না হাতে গ্রেপ্তারও করা হয়।
এ বিষয়ে মুগদা থানার পরিদর্শক (তদন্ত) কামরুল হোসাইন বলেন, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন হেলপার মো. রুবেল। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া তিনি প্রথমে দাবি করেন, তার ড্রাইভিং লাইসেন্স আছে। তবে তিনি তা দেখাতে পারেননি।
সিটি করপোরেশনের সূত্র জানিয়েছে, গাড়ির মূল চালক কামাল হোসেন। তিনি গাড়িটি রুবেলের কাছে ভাড়া দিয়েছিলেন। কামালের বিষয়ে পুলিশকে তথ্য দিয়েছে সিটি করপোরেশন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
অভিযোগের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের বলেন, এই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ওই গাড়ির হেলপার ছিলেন।
এদিকে ঘটনার পরপরই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নিহত স্কুল শিক্ষার্থী মাহিন আহমেদের পরিবারকে সমবেদনা ও সহমর্মিতা জানান। তার পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এ ঘটনায় কঠোরতর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে