নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’—এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। এ ধরনের বক্তব্য দেওয়ায় মেয়র তাপসকে আদালতে তলবের নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী শাহ আহমদ বাদল এ অভিযোগ দেন। তিনি বলেন, ‘আগামীকাল সোমবার বিষয়টি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে যাবেন সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদসহ সিনিয়র আইনজীবীরা।’ শাহ আহমদ বাদল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে তৈরি হওয়া জটিলতার প্রেক্ষাপটে গঠন করা অ্যাডহক কমিটির সদস্যসচিব।
এর আগে মেয়র তাপসের বক্তব্য গত ২৪ মে আপিল বিভাগের নজরে আনেন এম আমীর-উল ইসলাম। শাহ আহমদ বাদল বলেন, ‘তাপস যে বক্তব্য দিয়েছেন, তা শাস্তিযোগ্য অপরাধ। আপিল বিভাগ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় আমরা আদালত অবমাননার মামলা দায়ের করেছি।’
শাহ আহমদ বাদল আরও বলেন, ‘মেয়র তাপস যে বক্তব্য দিয়েছেন, তা খুবই ঔদ্ধত্যপূর্ণ। তিনি সুশীল সমাজ সম্পর্কেও ঔদ্ধত্যপূর্ণ কথা বলেছেন। সুপ্রিম কোর্ট অঙ্গনে এ ধরনের বক্তব্য নজিরবিহীন। এ ধরনের বক্তব্য বিচারপতি ও আইনজীবীরা আতঙ্কিত হয়েছেন। সে কারণে এটা আদালত অবমাননা। পেশিশক্তি ব্যবহার করে আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে অবদমিত করার একটা পূর্বাভাস। এর যদি প্রতিকার না হয়, এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও আচরণে আগামী দিনে আইনের শাসন-গণতন্ত্র হুমকির সম্মুখীন হবে।’
এর আগে গণমাধ্যমে প্রকাশিত তাপসের বক্তব্যের কিছু অংশ গত ২৪ মে আদালতে পড়ে শোনান ব্যারিস্টার আমীর-উল ইসলাম। তিনি বলেন, ‘মেয়র বলেছেন, একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। মনটা চায়, আবার ইস্তফা দিয়ে ফিরে আসি। যেখানে মুগুর দেওয়ার সেটিও জানি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। বারের গত নির্বাচনের সাব-কমিটির প্রধান মশিউজ্জামানকে আমরা মনে করতাম, ওরে বাবা, কী জানি ফেরেশতা আসছে। সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান। যে সকল সুশীলরা আমাদের বুদ্ধি দিতে যাবেন, সেই সকল সুশীলদের আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব।’
প্রকাশিত প্রতিবেদন থেকে ব্যারিস্টার আমীর আরও বলেন, ‘ব্যারিস্টার তাপস তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ গঠনের আগেও অনেক বড় বড় আইনজীবী নেতা ছিলেন। কিন্তু যখন এই সংগঠন গঠন করা হয় তখন কিন্তু এই সব বিজ্ঞ, খ্যাতনামা, প্রাজ্ঞ, বড় বড় নেতাদের বাদ দিয়ে আমাদের মতো ছোট আইনজীবীদের নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ গঠন করা হয়। সুতরাং, এগুলো ভুললে চলবে না। সবাই খালি ইতিহাস ভুলে যায়। ইতিহাস ভুললে চলবে না। ওই সময় প্রধান বিচারপতি বলেন, আমরা আগে এটি দেখি। এখন কোর্টের কাজ করি।’
‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’—এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। এ ধরনের বক্তব্য দেওয়ায় মেয়র তাপসকে আদালতে তলবের নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী শাহ আহমদ বাদল এ অভিযোগ দেন। তিনি বলেন, ‘আগামীকাল সোমবার বিষয়টি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে যাবেন সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদসহ সিনিয়র আইনজীবীরা।’ শাহ আহমদ বাদল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে তৈরি হওয়া জটিলতার প্রেক্ষাপটে গঠন করা অ্যাডহক কমিটির সদস্যসচিব।
এর আগে মেয়র তাপসের বক্তব্য গত ২৪ মে আপিল বিভাগের নজরে আনেন এম আমীর-উল ইসলাম। শাহ আহমদ বাদল বলেন, ‘তাপস যে বক্তব্য দিয়েছেন, তা শাস্তিযোগ্য অপরাধ। আপিল বিভাগ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় আমরা আদালত অবমাননার মামলা দায়ের করেছি।’
শাহ আহমদ বাদল আরও বলেন, ‘মেয়র তাপস যে বক্তব্য দিয়েছেন, তা খুবই ঔদ্ধত্যপূর্ণ। তিনি সুশীল সমাজ সম্পর্কেও ঔদ্ধত্যপূর্ণ কথা বলেছেন। সুপ্রিম কোর্ট অঙ্গনে এ ধরনের বক্তব্য নজিরবিহীন। এ ধরনের বক্তব্য বিচারপতি ও আইনজীবীরা আতঙ্কিত হয়েছেন। সে কারণে এটা আদালত অবমাননা। পেশিশক্তি ব্যবহার করে আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে অবদমিত করার একটা পূর্বাভাস। এর যদি প্রতিকার না হয়, এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও আচরণে আগামী দিনে আইনের শাসন-গণতন্ত্র হুমকির সম্মুখীন হবে।’
এর আগে গণমাধ্যমে প্রকাশিত তাপসের বক্তব্যের কিছু অংশ গত ২৪ মে আদালতে পড়ে শোনান ব্যারিস্টার আমীর-উল ইসলাম। তিনি বলেন, ‘মেয়র বলেছেন, একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। মনটা চায়, আবার ইস্তফা দিয়ে ফিরে আসি। যেখানে মুগুর দেওয়ার সেটিও জানি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। বারের গত নির্বাচনের সাব-কমিটির প্রধান মশিউজ্জামানকে আমরা মনে করতাম, ওরে বাবা, কী জানি ফেরেশতা আসছে। সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান। যে সকল সুশীলরা আমাদের বুদ্ধি দিতে যাবেন, সেই সকল সুশীলদের আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব।’
প্রকাশিত প্রতিবেদন থেকে ব্যারিস্টার আমীর আরও বলেন, ‘ব্যারিস্টার তাপস তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ গঠনের আগেও অনেক বড় বড় আইনজীবী নেতা ছিলেন। কিন্তু যখন এই সংগঠন গঠন করা হয় তখন কিন্তু এই সব বিজ্ঞ, খ্যাতনামা, প্রাজ্ঞ, বড় বড় নেতাদের বাদ দিয়ে আমাদের মতো ছোট আইনজীবীদের নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ গঠন করা হয়। সুতরাং, এগুলো ভুললে চলবে না। সবাই খালি ইতিহাস ভুলে যায়। ইতিহাস ভুললে চলবে না। ওই সময় প্রধান বিচারপতি বলেন, আমরা আগে এটি দেখি। এখন কোর্টের কাজ করি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে