নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবরোধের সমর্থনে রাজধানীর পল্টন এলাকায় মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের নেতারা বলেছেন, জনগণের বুকে গুলি করে কখনো ক্ষমতা দীর্ঘায়িত করা যায় না। অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেতারা।
আজ বুধবার দুপুরে পল্টনের মেহেরবা প্লাজা থেকে মিছিল শুরু করে বিজয়নগর পানির ট্যাংকি হয়ে পল্টন, প্রেসক্লাব ঘুরে আবার মেহেরবা প্লাজার সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘সরকার নিজেদের এজেন্ট দিয়ে পরিকল্পিতভাবে পুলিশ সদস্য, সাংবাদিকদের ওপর হামলা করে, আগুন দিয়ে বিরোধী দলের আন্দোলন ক্র্যাকডাউন করতে চেয়েছে। নিজেরাই এগুলো করে তারা বিএনপির মহাসচিবসহ অসংখ্য বিরোধী নেতা-কর্মীকে গ্রেপ্তার করছে। গণতন্ত্র মঞ্চের নেতাদের ওপর হামলা করছে।’
গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা, তখন শ্রমিকের বেতন বৃদ্ধির দাবিতেও গুলি করে হত্যা করছে পুলিশ। হত্যা করে ক্ষমতা দীর্ঘায়িত করা যায় না।’
ভোট ডাকাত সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না জানিয়ে সাকি বলেন, ‘দেশের জনগণ আর একতরফা নির্বাচন করতে দেবে না। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই, সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। শান্তিপূর্ণ অবরোধ চলছে, যদি গুলি চলে তাহলে গণ-অভ্যুত্থান করে আপনাদের ক্ষমতাচ্যুত করা হবে।’
সভাপতির বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘এই হায়েনা সরকারের বিদায় সময়ের ব্যাপার মাত্র। যেকোনো সময় এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য পাকিস্তানি বাহিনী যেভাবে গুলি করে মানুষ হত্যা করেছে, তেমনি এই সরকার মানুষকে গুলি করে ক্ষমতায় থাকতে চাইছে। কিন্তু কোনো শাসক মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে পারে না। আগামীর কর্মসূচি এমন কঠিন হবে যে সরকার পালানোর পথ পাবে না।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভূঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার প্রমুখ।
অবরোধের সমর্থনে রাজধানীর পল্টন এলাকায় মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের নেতারা বলেছেন, জনগণের বুকে গুলি করে কখনো ক্ষমতা দীর্ঘায়িত করা যায় না। অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেতারা।
আজ বুধবার দুপুরে পল্টনের মেহেরবা প্লাজা থেকে মিছিল শুরু করে বিজয়নগর পানির ট্যাংকি হয়ে পল্টন, প্রেসক্লাব ঘুরে আবার মেহেরবা প্লাজার সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘সরকার নিজেদের এজেন্ট দিয়ে পরিকল্পিতভাবে পুলিশ সদস্য, সাংবাদিকদের ওপর হামলা করে, আগুন দিয়ে বিরোধী দলের আন্দোলন ক্র্যাকডাউন করতে চেয়েছে। নিজেরাই এগুলো করে তারা বিএনপির মহাসচিবসহ অসংখ্য বিরোধী নেতা-কর্মীকে গ্রেপ্তার করছে। গণতন্ত্র মঞ্চের নেতাদের ওপর হামলা করছে।’
গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা, তখন শ্রমিকের বেতন বৃদ্ধির দাবিতেও গুলি করে হত্যা করছে পুলিশ। হত্যা করে ক্ষমতা দীর্ঘায়িত করা যায় না।’
ভোট ডাকাত সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না জানিয়ে সাকি বলেন, ‘দেশের জনগণ আর একতরফা নির্বাচন করতে দেবে না। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই, সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। শান্তিপূর্ণ অবরোধ চলছে, যদি গুলি চলে তাহলে গণ-অভ্যুত্থান করে আপনাদের ক্ষমতাচ্যুত করা হবে।’
সভাপতির বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘এই হায়েনা সরকারের বিদায় সময়ের ব্যাপার মাত্র। যেকোনো সময় এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য পাকিস্তানি বাহিনী যেভাবে গুলি করে মানুষ হত্যা করেছে, তেমনি এই সরকার মানুষকে গুলি করে ক্ষমতায় থাকতে চাইছে। কিন্তু কোনো শাসক মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে পারে না। আগামীর কর্মসূচি এমন কঠিন হবে যে সরকার পালানোর পথ পাবে না।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভূঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে