Ajker Patrika

গজারিয়ার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল কাশেম হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাঁর নাম মো. রিপন মিয়া (৪৭)।

আজ শনিবার (২ জুলাই) বিকেলে রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। সে ওই উপজেলার চর বাউশিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

র‌্যাব-১০-এর মিডিয়া সেলের সহকারী পরিচালক তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টার দিকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়। ২০০২ সালের জুনে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত