ঢাবি সংবাদদাতা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ১৫ জন নেতা-কর্মী। গতকাল মঙ্গলবার রাত ১০টায় শুরু হওয়া এই আমরণ অনশনের প্রায় ১৭ ঘণ্টা পার হয়েছে এবং এরই মধ্যে অনশনে অংশ নেওয়া সংগঠনটির একজন নেতা অসুস্থ হয়ে পড়েছেন।
গতকাল বিকেল ৫টায় প্রতীকী অনশন কর্মসূচি পালনের পর সেখান থেকেই কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনের ঘোষণা দেন সংগঠনটির নেতা-কর্মীরা। রাত ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তাঁরা এই কর্মসূচি শুরু করেন।
আমরণ অনশন চলাকালে আজ বুধবার সকালে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন সাদাত অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আজ বিকেলে সরেজমিনে রাজু ভাস্কর্যে দেখা যায়, গণতান্ত্রিক ছাত্র সংসদের ১৫ জন নেতা-কর্মী সেখানে অনশন চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া সংগঠনের অন্য নেতা-কর্মীরা সেখানে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন। অনশনরত ১৫ জন কর্মসূচির শুরু থেকেই অবস্থানে আছেন বলে তাঁরা জানান।
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসিসর চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মো. মহিউদ্দিন, ঢাবি শাখার সদস্যসচিব মহির আলম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি প্রমুখ এই কর্মসূচিতে অংশ নিয়ে আমরণ অনশন করছেন।
তাঁদের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্যসচিব জাহিদ আহসান, ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, মুখ্য সংগঠক হাসিবুল ইসলামসহ অনেক নেতা-কর্মী অনশনে কিছু সময়ের জন্য তাঁদের সঙ্গে ছিলেন। তবে তাঁরা পুরো সময় অবস্থান করেননি।
সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব মহির আলম বলেন, ‘আমরা শুরুতে প্রতীকী অনশন শুরু করলেও কুয়েট পরিস্থিতি বা আমাদের দাবির বিষয়ে অবস্থার কোনো উন্নতি হয়নি। কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের অবস্থাও আশঙ্কাজনক। এত কিছুর পরও সরকারের পক্ষ থেকে এই সমস্যার সুরাহার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কুয়েট উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এই আমরণ অনশন কর্মসূচি চলবে।’
অনশনকারী তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে প্রশাসন নিয়োগ পেয়েছে, তারা জুলাইকে ভুলে গেছে। আমরা এই জুলাই ভুলব না। উপাচার্য মাসুদকে অবশ্যই তাঁর পদ থেকে সরতে হবে। তাঁকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়েই সরানো হবে। এই সরকার ছাত্রদের বৈধতায় টিকে আছে। শিক্ষার্থীদের যেকোনো কিছু হলে সরকারকে অবশ্যই এর দায় নিতে হবে।’
যুগ্ম সদস্যসচিব মো. মহিউদ্দিন বলেন, ‘তীব্র গরমের মধ্যে অনশনরত সবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আমাদের যেকোনো কিছুর দায় সরকারকে নিতে হবে। কুয়েট উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই অনশন চলমান থাকবে।’
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ১৫ জন নেতা-কর্মী। গতকাল মঙ্গলবার রাত ১০টায় শুরু হওয়া এই আমরণ অনশনের প্রায় ১৭ ঘণ্টা পার হয়েছে এবং এরই মধ্যে অনশনে অংশ নেওয়া সংগঠনটির একজন নেতা অসুস্থ হয়ে পড়েছেন।
গতকাল বিকেল ৫টায় প্রতীকী অনশন কর্মসূচি পালনের পর সেখান থেকেই কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনের ঘোষণা দেন সংগঠনটির নেতা-কর্মীরা। রাত ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তাঁরা এই কর্মসূচি শুরু করেন।
আমরণ অনশন চলাকালে আজ বুধবার সকালে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন সাদাত অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আজ বিকেলে সরেজমিনে রাজু ভাস্কর্যে দেখা যায়, গণতান্ত্রিক ছাত্র সংসদের ১৫ জন নেতা-কর্মী সেখানে অনশন চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া সংগঠনের অন্য নেতা-কর্মীরা সেখানে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন। অনশনরত ১৫ জন কর্মসূচির শুরু থেকেই অবস্থানে আছেন বলে তাঁরা জানান।
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসিসর চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মো. মহিউদ্দিন, ঢাবি শাখার সদস্যসচিব মহির আলম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি প্রমুখ এই কর্মসূচিতে অংশ নিয়ে আমরণ অনশন করছেন।
তাঁদের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্যসচিব জাহিদ আহসান, ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, মুখ্য সংগঠক হাসিবুল ইসলামসহ অনেক নেতা-কর্মী অনশনে কিছু সময়ের জন্য তাঁদের সঙ্গে ছিলেন। তবে তাঁরা পুরো সময় অবস্থান করেননি।
সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব মহির আলম বলেন, ‘আমরা শুরুতে প্রতীকী অনশন শুরু করলেও কুয়েট পরিস্থিতি বা আমাদের দাবির বিষয়ে অবস্থার কোনো উন্নতি হয়নি। কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের অবস্থাও আশঙ্কাজনক। এত কিছুর পরও সরকারের পক্ষ থেকে এই সমস্যার সুরাহার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কুয়েট উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এই আমরণ অনশন কর্মসূচি চলবে।’
অনশনকারী তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে প্রশাসন নিয়োগ পেয়েছে, তারা জুলাইকে ভুলে গেছে। আমরা এই জুলাই ভুলব না। উপাচার্য মাসুদকে অবশ্যই তাঁর পদ থেকে সরতে হবে। তাঁকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়েই সরানো হবে। এই সরকার ছাত্রদের বৈধতায় টিকে আছে। শিক্ষার্থীদের যেকোনো কিছু হলে সরকারকে অবশ্যই এর দায় নিতে হবে।’
যুগ্ম সদস্যসচিব মো. মহিউদ্দিন বলেন, ‘তীব্র গরমের মধ্যে অনশনরত সবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আমাদের যেকোনো কিছুর দায় সরকারকে নিতে হবে। কুয়েট উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই অনশন চলমান থাকবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে