নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের বিষয়ে আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘উপাচার্যের পদত্যাগের বিষয়ে তারা আগেও জানিয়েছে। আজকে তারা কেন এটি চায়, তা আরও ভালোভাবে তুলে ধরেছে। আমরাও মনোযোগের সঙ্গে বক্তব্যগুলো শুনেছি। তাদের যে বক্তব্য, তা আমরা আচার্যের কাছে তুলে ধরব। তাঁকে অবহিত করব। যেহেতু আচার্যই উপাচার্যকে নিয়োগ দেন অথবা অপসারণ করেন, সেহেতু বাকি সিদ্ধান্ত মহামান্য আচার্যই গ্রহণ করবেন।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষাসংকট দূর করতেই শিক্ষার্থীদের আমন্ত্রণে তিনি এসেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা আমন্ত্রণ জানিয়েছিল আমাকে, যেন আমি তাদের এখানে আসি। তাদের আমন্ত্রণে আমরা এসেছি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে আমরা কথা বলেছি। তারা তাদের কথা বলেছে। তাদের দাবিদাওয়া সম্পর্কে জানিয়েছে। ভালো আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, 'আমরা তাদের কথাগুলো বুঝতে চেষ্টা করেছি। তাদের যে দাবিদাওয়া আছে, সেগুলোর সবই বিশ্ববিদ্যালয়ের সংকট-সংশ্লিষ্ট। আবাসনসংকট, শিক্ষকদের মান অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সামগ্রিক পরিবেশ কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে তারা নিজেরাই চিন্তা করে বেশ কিছু প্রস্তাব দিয়েছে।’
শিক্ষার্থীদের দেওয়া প্রস্তাবগুলোর বেশ কয়েকটি ইতিমধ্যে পূরণ হয়ে গেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাকি যেগুলো আছে সেগুলো স্বকীয় বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব তা পূরণ করতে পারব। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দ্রুত ফিরে আসুক। কয়েক দিনের মধ্যেই শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। এই বিশ্ববিদ্যালয়েও যেন শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসে, সে জন্য আমরা সবাই মিলে কাজ করব।’
এদিকে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন পাঁচ শতাধিক শিক্ষার্থী। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, মন্ত্রীর আশ্বাসে আপাতত বিশ্বাস রাখতে চান তাঁরা। তবে আচার্যকে অবহিতকরণ ও উপাচার্যের পদত্যাগের বিষয়ে আবারও দীর্ঘসূত্রতা তৈরি হলে আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের বিষয়ে আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘উপাচার্যের পদত্যাগের বিষয়ে তারা আগেও জানিয়েছে। আজকে তারা কেন এটি চায়, তা আরও ভালোভাবে তুলে ধরেছে। আমরাও মনোযোগের সঙ্গে বক্তব্যগুলো শুনেছি। তাদের যে বক্তব্য, তা আমরা আচার্যের কাছে তুলে ধরব। তাঁকে অবহিত করব। যেহেতু আচার্যই উপাচার্যকে নিয়োগ দেন অথবা অপসারণ করেন, সেহেতু বাকি সিদ্ধান্ত মহামান্য আচার্যই গ্রহণ করবেন।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষাসংকট দূর করতেই শিক্ষার্থীদের আমন্ত্রণে তিনি এসেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা আমন্ত্রণ জানিয়েছিল আমাকে, যেন আমি তাদের এখানে আসি। তাদের আমন্ত্রণে আমরা এসেছি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে আমরা কথা বলেছি। তারা তাদের কথা বলেছে। তাদের দাবিদাওয়া সম্পর্কে জানিয়েছে। ভালো আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, 'আমরা তাদের কথাগুলো বুঝতে চেষ্টা করেছি। তাদের যে দাবিদাওয়া আছে, সেগুলোর সবই বিশ্ববিদ্যালয়ের সংকট-সংশ্লিষ্ট। আবাসনসংকট, শিক্ষকদের মান অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সামগ্রিক পরিবেশ কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে তারা নিজেরাই চিন্তা করে বেশ কিছু প্রস্তাব দিয়েছে।’
শিক্ষার্থীদের দেওয়া প্রস্তাবগুলোর বেশ কয়েকটি ইতিমধ্যে পূরণ হয়ে গেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাকি যেগুলো আছে সেগুলো স্বকীয় বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব তা পূরণ করতে পারব। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দ্রুত ফিরে আসুক। কয়েক দিনের মধ্যেই শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। এই বিশ্ববিদ্যালয়েও যেন শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসে, সে জন্য আমরা সবাই মিলে কাজ করব।’
এদিকে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন পাঁচ শতাধিক শিক্ষার্থী। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, মন্ত্রীর আশ্বাসে আপাতত বিশ্বাস রাখতে চান তাঁরা। তবে আচার্যকে অবহিতকরণ ও উপাচার্যের পদত্যাগের বিষয়ে আবারও দীর্ঘসূত্রতা তৈরি হলে আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫