আল-আমিন রাজু, ঢাকা
চলছে অমর একুশে বইমেলা। মেলার তৃতীয় দিনে এল প্রথম ছুটির দিন। মেলায় ছুটির দিনে অন্যান্য আয়োজনের মধ্যে প্রধান আকর্ষণীয় শিশু প্রহর। এই আয়োজনে অংশ নিতে সকাল সকাল শিশুরা তাদের বাবা-মায়ের হাত ধরে মেলায় ছুটে আসে। শিশু প্রহরে নানা আয়োজনের পাশাপাশি শিশুরা সরাসরি দেখতে পারে জনপ্রিয় কার্টুন সিরিজ সিসিমপুরের প্রিয় চরিত্র হালুম, ইকরি, শিকু, টুকটুকিদের। টেলিভিশনে দেখা চরিত্রগুলো বাস্তবে দেখে শিশুরা আনন্দিত হতো। কিন্তু এবারের বইমেলায় উপেক্ষিত এই শিশু প্রহর।
আজ শুক্রবার শিশুদের জন্য নির্দিষ্ট কর্নারের বটগাছের নিচে গিয়ে এমন কিছুরই দেখা মেলেনি। ফলে অনেক শিশু আগ্রহ নিয়ে এলেও হতাশ হয়ে ফিরে যাচ্ছে।
মহাখালী থেকে ৪ বছরের শিশুপুত্রকে নিয়ে এসেছেন সুলতান আহমেদ। মেলা শুরুর দিকেই প্রবেশ করেছেন। উদ্দেশ্য ছিল ছেলেকে শিশু প্রহরে হালুম, শিকু, টুকটুকিদের দেখাবেন। কিন্তু হতাশ হলেন। সন্তানের আবদার মেটাতে সিসিমপুরের স্টলের সামনে লাগানো টুকটুকির স্টিকারের সঙ্গে ছবি তুলে দিয়েছেন।
শিশুদের বই নিয়ে কাজ করা প্রকাশনাগুলোর মালিকেরা জানিয়েছেন, শিশু প্রহরের কারণে আলাদাভাবে শিশুদের মিলনমেলা তৈরি হতো। অনেক শিশু তাদের বাবা-মায়ের সঙ্গে এসে সিসিমপুরের চরিত্রগুলো দেখত, প্রিয় চরিত্রগুলোর ছবি দেখে বই নিত। এবার একেবারেই ভিন্ন চিত্র।
শিশু কর্নারের পাশেই স্টল পেয়েছে হলি পাবলিকেশন। তবে শিশুদের উপস্থিতি না থাকায় হতাশ প্রকাশনাটির ম্যানেজার ইকবাল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রতিবার শিশু প্রহরে আমাদের ব্যস্ততা থাকত। কিন্তু এবার তেমন কিছুই নেই। সিসিমপুর প্রতিবার আয়োজন করে, কিন্তু তারা এবার কোনো উদ্যোগ নেয়নি।
শিশু প্রহর আয়োজন না করার কারণ জানতে চাইলে মেলায় থাকা সিসিমপুরের স্টল ম্যানেজার নুর মোহাম্মদ বলেন, ‘আমরা শিশু প্রহর আয়োজন করতে চাই, কিন্তু বাংলা একাডেমি অনুমতি দেয়নি। তারা করোনার অজুহাতে এবার কিছুই করতে দেয়নি।’
শিশু প্রহর আয়োজনে অনুমতি না দেওয়ার বিষয়ে জানতে বইমেলা আয়োজক কমিটির সদস্যসচিব জালাল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
চলছে অমর একুশে বইমেলা। মেলার তৃতীয় দিনে এল প্রথম ছুটির দিন। মেলায় ছুটির দিনে অন্যান্য আয়োজনের মধ্যে প্রধান আকর্ষণীয় শিশু প্রহর। এই আয়োজনে অংশ নিতে সকাল সকাল শিশুরা তাদের বাবা-মায়ের হাত ধরে মেলায় ছুটে আসে। শিশু প্রহরে নানা আয়োজনের পাশাপাশি শিশুরা সরাসরি দেখতে পারে জনপ্রিয় কার্টুন সিরিজ সিসিমপুরের প্রিয় চরিত্র হালুম, ইকরি, শিকু, টুকটুকিদের। টেলিভিশনে দেখা চরিত্রগুলো বাস্তবে দেখে শিশুরা আনন্দিত হতো। কিন্তু এবারের বইমেলায় উপেক্ষিত এই শিশু প্রহর।
আজ শুক্রবার শিশুদের জন্য নির্দিষ্ট কর্নারের বটগাছের নিচে গিয়ে এমন কিছুরই দেখা মেলেনি। ফলে অনেক শিশু আগ্রহ নিয়ে এলেও হতাশ হয়ে ফিরে যাচ্ছে।
মহাখালী থেকে ৪ বছরের শিশুপুত্রকে নিয়ে এসেছেন সুলতান আহমেদ। মেলা শুরুর দিকেই প্রবেশ করেছেন। উদ্দেশ্য ছিল ছেলেকে শিশু প্রহরে হালুম, শিকু, টুকটুকিদের দেখাবেন। কিন্তু হতাশ হলেন। সন্তানের আবদার মেটাতে সিসিমপুরের স্টলের সামনে লাগানো টুকটুকির স্টিকারের সঙ্গে ছবি তুলে দিয়েছেন।
শিশুদের বই নিয়ে কাজ করা প্রকাশনাগুলোর মালিকেরা জানিয়েছেন, শিশু প্রহরের কারণে আলাদাভাবে শিশুদের মিলনমেলা তৈরি হতো। অনেক শিশু তাদের বাবা-মায়ের সঙ্গে এসে সিসিমপুরের চরিত্রগুলো দেখত, প্রিয় চরিত্রগুলোর ছবি দেখে বই নিত। এবার একেবারেই ভিন্ন চিত্র।
শিশু কর্নারের পাশেই স্টল পেয়েছে হলি পাবলিকেশন। তবে শিশুদের উপস্থিতি না থাকায় হতাশ প্রকাশনাটির ম্যানেজার ইকবাল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রতিবার শিশু প্রহরে আমাদের ব্যস্ততা থাকত। কিন্তু এবার তেমন কিছুই নেই। সিসিমপুর প্রতিবার আয়োজন করে, কিন্তু তারা এবার কোনো উদ্যোগ নেয়নি।
শিশু প্রহর আয়োজন না করার কারণ জানতে চাইলে মেলায় থাকা সিসিমপুরের স্টল ম্যানেজার নুর মোহাম্মদ বলেন, ‘আমরা শিশু প্রহর আয়োজন করতে চাই, কিন্তু বাংলা একাডেমি অনুমতি দেয়নি। তারা করোনার অজুহাতে এবার কিছুই করতে দেয়নি।’
শিশু প্রহর আয়োজনে অনুমতি না দেওয়ার বিষয়ে জানতে বইমেলা আয়োজক কমিটির সদস্যসচিব জালাল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫