উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দুটি গার্মেন্টসের শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এই আন্দোলন করেন দক্ষিণখানের কসাইবাড়ী এলাকায় ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড ও ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড নামের দুটি কারখানার শ্রমিকেরা। এতে হাজারো শ্রমিক অংশ নেন।
পরে দক্ষিণখানের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বেলা দেড়টা পর্যন্ত এই আন্দোলন চলে।
আন্দোলনরত এক শ্রমিক আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা শহরে আমরা ভাড়া থাকি। সবকিছু কিনে খাই। টাকার জন্য আমরা গার্মেন্টসে চাকরি করি। এক মাসে শেষ হয়ে গিয়ে আরেক মাস চলে এসেছে, দুই মাসের বেতন-ভাতা নাই। অথচ আমাদের বেতন-ভাতার কোনো খবর নাই। অথচ দুই মাসের বাসা ভাড়ার জন্য, দোকানের বকেয়ার জন্য আমাদের চাপ দিচ্ছে। আমদের বেতন না দিলে বাসা ভাড়া দেব কি করে? খাব কী?’
আন্দোলনরত শ্রমিকেরা বলেন, ‘আমাদের দিয়ে গার্মেন্টসের মালিকেরা কাজ করায় ঠিকই। কিন্তু বেতন-ভাতা দিতে চায় না। বেতন দিতে গেলেই মালিক কর্তৃপক্ষের গা জ্বলে। যার কারণে প্রায় প্রতি মাসেই আমাদের আন্দোলন করে বেতন নিতে হয়।’
এ সময় শ্রমিকেরা জানান, গত রোজার ঈদের আগেও তাঁরা এক সপ্তাহ বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করেছেন। গার্মেন্টসের মালিকেরা তাঁদের বারবার আশ্বাস দিয়ে ভঙ্গ করেছে। পরে বাধ্য হয়ে এক ঘণ্টারও বেশি সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জসীমউদ্দীন অবরোধ করেছিলেন তাঁরা। এতে পুলিশের লাঠিপেটা ও টিয়ারশেলে তাঁদের কয়েজন শ্রমিক আহতও হন। এরপর সে সময় পুলিশের সহযোগিতায় কিছু বেতন পেয়েছিলেন তাঁরা। রোজার ঈদ শেষ হয়ে গেছে। পুনরায় কাজে ফিরে কাজ করেছেন। কিন্তু মাস শেষ হওয়ার পরও মালিক কর্তৃপক্ষ বেতন দিচ্ছে না।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দক্ষিণখানের ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড ও ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড নামের দুটি কারখানার শ্রমিকেরা আন্দোলন করেছেন। সেই সঙ্গে বিক্ষোভ মিছিল নিয়ে থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন। পরে বেতন দেওয়ার আশ্বাস দিলে তাঁরা দুপুরের খাবার খেতে চলে যান। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রাজধানীর দক্ষিণখানে বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দুটি গার্মেন্টসের শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এই আন্দোলন করেন দক্ষিণখানের কসাইবাড়ী এলাকায় ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড ও ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড নামের দুটি কারখানার শ্রমিকেরা। এতে হাজারো শ্রমিক অংশ নেন।
পরে দক্ষিণখানের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বেলা দেড়টা পর্যন্ত এই আন্দোলন চলে।
আন্দোলনরত এক শ্রমিক আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা শহরে আমরা ভাড়া থাকি। সবকিছু কিনে খাই। টাকার জন্য আমরা গার্মেন্টসে চাকরি করি। এক মাসে শেষ হয়ে গিয়ে আরেক মাস চলে এসেছে, দুই মাসের বেতন-ভাতা নাই। অথচ আমাদের বেতন-ভাতার কোনো খবর নাই। অথচ দুই মাসের বাসা ভাড়ার জন্য, দোকানের বকেয়ার জন্য আমাদের চাপ দিচ্ছে। আমদের বেতন না দিলে বাসা ভাড়া দেব কি করে? খাব কী?’
আন্দোলনরত শ্রমিকেরা বলেন, ‘আমাদের দিয়ে গার্মেন্টসের মালিকেরা কাজ করায় ঠিকই। কিন্তু বেতন-ভাতা দিতে চায় না। বেতন দিতে গেলেই মালিক কর্তৃপক্ষের গা জ্বলে। যার কারণে প্রায় প্রতি মাসেই আমাদের আন্দোলন করে বেতন নিতে হয়।’
এ সময় শ্রমিকেরা জানান, গত রোজার ঈদের আগেও তাঁরা এক সপ্তাহ বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করেছেন। গার্মেন্টসের মালিকেরা তাঁদের বারবার আশ্বাস দিয়ে ভঙ্গ করেছে। পরে বাধ্য হয়ে এক ঘণ্টারও বেশি সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জসীমউদ্দীন অবরোধ করেছিলেন তাঁরা। এতে পুলিশের লাঠিপেটা ও টিয়ারশেলে তাঁদের কয়েজন শ্রমিক আহতও হন। এরপর সে সময় পুলিশের সহযোগিতায় কিছু বেতন পেয়েছিলেন তাঁরা। রোজার ঈদ শেষ হয়ে গেছে। পুনরায় কাজে ফিরে কাজ করেছেন। কিন্তু মাস শেষ হওয়ার পরও মালিক কর্তৃপক্ষ বেতন দিচ্ছে না।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দক্ষিণখানের ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড ও ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড নামের দুটি কারখানার শ্রমিকেরা আন্দোলন করেছেন। সেই সঙ্গে বিক্ষোভ মিছিল নিয়ে থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন। পরে বেতন দেওয়ার আশ্বাস দিলে তাঁরা দুপুরের খাবার খেতে চলে যান। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫