Ajker Patrika

শেখ হাসিনা একজন ব্যতিক্রমী প্রধানমন্ত্রী: উপমন্ত্রী শামীম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ হাসিনা একজন ব্যতিক্রমী প্রধানমন্ত্রী: উপমন্ত্রী শামীম

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, শেখ হাসিনা একজন ব্যতিক্রমী প্রধানমন্ত্রী। তাঁর হাতেই দেশে পদ্মাসেতু, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল, চার লেনের রাস্তা, ফ্লাইওভার, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে হয়েছে। যারা রাস্তায় ঘুমাত তারা এখন স্থায়ী বাড়িতে ঘুমায়। এসব দেখে একটি দলের ভালো লাগে না। স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা সরকারই করে দিয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাসরুল হামিদ মিলনায়তনে গবেষণাধর্মী বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, দক্ষিণাঞ্চলে পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হয়েছে। ঢাকায় মেট্রোরেল চালু হচ্ছে। এই মেট্রোরেল প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঢাকা তিলোত্তমা নগরীতে পরিণত হবে। ঢাকা শহরে ফ্লাইওভার হওয়ার মধ্যে দিয়ে ঢাকা সিঙ্গাপুরের মতো হয়েছে। এই পরিস্থিতি তাদের ভালো লাগে না। যারা দেশকে ধ্বংস করেছে, লুটপাট করেছে তাদের ভালো লাগে না। বিএনপি করোনায় দেশের জনগণের পাশে ছিল না। তাদের কোনো দলীয় কার্যক্রম নেই। তাদের একটাই কাজ দেশকে কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে ছোট করে ক্ষমতায় যাওয়া যায়। সে চিন্তাতেই তারা বিভোর।

এনামুল হক শামীম আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যবিত্ত দেশের পথে। মাথা পিছু আয় বৃদ্ধি, রিজার্ভের পরিমাণ বহুলাংশে বৃদ্ধি ও জিডিপিতে বাংলাদেশ আজ অনেক দেশকেই অতিক্রম করে চলেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, তথ্যপ্রযুক্তিতে স্বপ্নের চেয়ে এগিয়ে যাওয়া, এক দশকের বেশি সময় ধরে প্রাথমিকের চার কোটি বই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া। এসব বিএনপির কাছে লাগে না। দেশের উন্নয়ন দেখে বিএনপি নেতাদের ঘুম আসে না।

উপমন্ত্রী শামীম বলেন, তিনি (প্রধানমন্ত্রী) আনসার, পুলিশ, সেনা বাহিনীসহ প্রশাসনের সমন্বয়ে করোনা মোকাবিলা করেছেন। আগে আপনারা দেখবেন একজন ডিসি-এসপিদের রুমে সাধারণ মানুষ প্রবেশ করতে সাহস পেত না। এখন সচিবদের রুমে মানুষজন যেতে পারে। এখন অফিসারের দরবার করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য। বর্তমানে মেধাবী ও যোগ্য কর্মকর্তারা মাঠপর্যায়ে মানুষকে সেবা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এতে দেশের মানুষ খুশি।

উল্লেখ্য, মাঠে প্রশাসনের বিবর্তন প্রেক্ষাপট, বাংলাদেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা প্রেক্ষিত বাংলাদেশ গবেষণাধর্মী বই দুটির লেখক পানি সম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) কামরুল আহসান তালুকদার। বইটি প্রকাশ করেছে ঝালকাঠি পাবলিকেশনস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও অফিসার্স ক্লাব ঢাকা এর সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন। এ ছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বই দুটির লেখক পানি সম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) কামরুল আহসান পিএএ। তিনি বই দুটি যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত