নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষিত হওয়ার পরও গেজেট প্রকাশে বিলম্ব হওয়ার কারণ জানতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আজ বৃহস্পতিবার বেলা ২টার পরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে গিয়ে ইশরাক হোসেন এই সাক্ষাৎ করেন।
সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ইশরাক হোসেন বলেন, ‘আপনারা অবগত আছেন যে কয়েক দিন আগে আমি নির্বাচনী ট্রাইব্যুনালের মামলার একটি রায় পেয়েছি। সেই রায়ের পরবর্তী পদক্ষেপ কী হবে এবং সেটি কীভাবে কার্যকর করা হবে, সেই আলাপ করার জন্য সিইসি মহোদয়ের কাছে এসেছি।’
ইশরাক বলেন, আদালতের আদেশ অনুযায়ী রায়ের কপি পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ করার কথা। নির্বাচন কমিশন এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। গেজেট প্রকাশে সর্বশেষ অগ্রগতি এবং এসব বিষয়ে খোঁজখবর ও আপডেটের জন্য তিনি সিইসির সঙ্গে কথা বলেছেন।
ইশরাক হোসেন জানান, তিনি সবকিছু আইন মেনেই করেছেন। আইন অনুযায়ী নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যেই নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ করার নিয়ম। তিনি সেই সময়ের মধ্যেই মামলাটি করেছিলেন। পরে নিয়ম হচ্ছে ১৮০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করা। কিন্তু তাঁর প্রতিপক্ষ (ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস) বারবার প্রভাব খাটিয়ে রায়কে প্রলম্বিত করেছেন বলে তিনি অভিযোগ করেন।
মেয়র পদে কত দিনের জন্য দায়িত্ব পাবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেছেন, গেজেট প্রকাশের পর তাঁর আইনজীবীদের প্যানেলের সঙ্গে বসে তিনি নির্ধারণ করবেন মেয়র পদে তাঁর মেয়াদ কত দিন হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে চলতি বছরের গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন। সেই রায়ের প্রায় এক মাস পর গত মঙ্গলবার নির্বাচন কমিশন মেয়র হিসেবে ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছে।
ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল এবং অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ এনে ২০২০ সালের ৩ মার্চ মেয়র প্রার্থী হিসেবে ইশরাক হোসেন নিজে এই মামলা করেছিলেন। এ মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন, দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়েছিল।
এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি মামলায় বিএনপি নেতা শাহাদাত হোসেন আদালতের রায়ে মেয়র ঘোষিত হয়েছিলেন। সেই রায়ের পর নির্বাচন কমিশন তাঁর নামে গেজেট প্রকাশ করে এবং পরে তিনি শপথ নিয়ে এখন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করছেন।
আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষিত হওয়ার পরও গেজেট প্রকাশে বিলম্ব হওয়ার কারণ জানতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আজ বৃহস্পতিবার বেলা ২টার পরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে গিয়ে ইশরাক হোসেন এই সাক্ষাৎ করেন।
সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ইশরাক হোসেন বলেন, ‘আপনারা অবগত আছেন যে কয়েক দিন আগে আমি নির্বাচনী ট্রাইব্যুনালের মামলার একটি রায় পেয়েছি। সেই রায়ের পরবর্তী পদক্ষেপ কী হবে এবং সেটি কীভাবে কার্যকর করা হবে, সেই আলাপ করার জন্য সিইসি মহোদয়ের কাছে এসেছি।’
ইশরাক বলেন, আদালতের আদেশ অনুযায়ী রায়ের কপি পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ করার কথা। নির্বাচন কমিশন এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। গেজেট প্রকাশে সর্বশেষ অগ্রগতি এবং এসব বিষয়ে খোঁজখবর ও আপডেটের জন্য তিনি সিইসির সঙ্গে কথা বলেছেন।
ইশরাক হোসেন জানান, তিনি সবকিছু আইন মেনেই করেছেন। আইন অনুযায়ী নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যেই নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ করার নিয়ম। তিনি সেই সময়ের মধ্যেই মামলাটি করেছিলেন। পরে নিয়ম হচ্ছে ১৮০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করা। কিন্তু তাঁর প্রতিপক্ষ (ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস) বারবার প্রভাব খাটিয়ে রায়কে প্রলম্বিত করেছেন বলে তিনি অভিযোগ করেন।
মেয়র পদে কত দিনের জন্য দায়িত্ব পাবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেছেন, গেজেট প্রকাশের পর তাঁর আইনজীবীদের প্যানেলের সঙ্গে বসে তিনি নির্ধারণ করবেন মেয়র পদে তাঁর মেয়াদ কত দিন হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে চলতি বছরের গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন। সেই রায়ের প্রায় এক মাস পর গত মঙ্গলবার নির্বাচন কমিশন মেয়র হিসেবে ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছে।
ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল এবং অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ এনে ২০২০ সালের ৩ মার্চ মেয়র প্রার্থী হিসেবে ইশরাক হোসেন নিজে এই মামলা করেছিলেন। এ মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন, দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়েছিল।
এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি মামলায় বিএনপি নেতা শাহাদাত হোসেন আদালতের রায়ে মেয়র ঘোষিত হয়েছিলেন। সেই রায়ের পর নির্বাচন কমিশন তাঁর নামে গেজেট প্রকাশ করে এবং পরে তিনি শপথ নিয়ে এখন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে