নিজস্ব প্রতিবেদক, সাভার
আদালতের নির্দেশে সাভার উপজেলার নামাবাজার এলাকার বংশী নদী ও নদীর তীর দখলমুক্ত করার পর আবার সেখানে কয়েক শ অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। উপজেলা প্রশাসন আজ শনিবার আবারও অভিযান চালিয়ে সেই সব স্থাপনার বেশ কয়েকটি ভেঙে দিয়েছে।
জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘নদীর জায়গা চিহ্নিত করে পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হয়। অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে নদীর জায়গা দখলে রাখার সুযোগ নেই। তবে খাসজমি একসনা লিজ দেওয়া হচ্ছে।’
আজ শনিবার নামাবাজার এলাকায় গিয়ে চালপট্টির উত্তর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দেখা যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি এক্সকাভেটর দিয়ে ৮ থেকে ১০টি আধাপাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন।
জানা গেছে, হাইকোর্টের নির্দেশে বংশী নদী ও নদীতীরের সাভার নামাবাজার অংশে ২০২২ সালের অক্টোবরের ২৮ থেকে ৩১ তারিখ পর্যন্ত চার দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ২৮৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। এতে নদীর চার একর জায়গা ও ৪০ শতাংশ খাসজমি দখলমুক্ত হয়েছিল। উচ্ছেদ তালিকার বাইরে আরও শতাধিক দখলদার ছিল, যারা এখনো উচ্ছেদের আওতায় আসেনি।
উচ্ছেদ এলাকার বাইরের ব্যবসায়ীরা জানান, উচ্ছেদের পরপরই উচ্ছেদ হওয়া দখলদারেরা সংগঠিত হয়ে ‘সাভার উত্তর নামাবাজার আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি’ গড়ে তোলে।
সমিতির কার্যালয় হিসেবে প্রথমে নদীর জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়। বিভিন্ন পর্যায়ে ম্যানেজ করার কথা বলে ওই সমিতির মাধ্যমে দোকানমালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। এরপর বিনা বাধায় উচ্ছেদ করা অংশ পুনরায় দখল হয়ে যায়। টিনের ঘরের পরিবর্তে নির্মাণ করা হয় আধা পাকা স্থাপনা।
হাইকোর্টে রিটকারী আইনজীবী ব্যারিস্টার বাকির হোসেন মৃধা বলেন, ‘উচ্ছেদ হওয়া অংশ পুনরায় দখল হয়ে যাওয়ার বিষয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি তিনি হাইকোর্টের নজরে আনেন। সেই পরিপ্রেক্ষিতে গত ১৮ জুলাই সাভারের ইউএনওকে হাইকোর্টে তলব করে সিএস নকশা অনুযায়ী নদীর জায়গা চিহ্নিত করে দখলদারদের প্রতিবেদন দিতে বলেন আদালত। এর কয়েক দিন পর আজ শনিবার পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হয়।’
সাভারের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে জানা যায়, ইউএনওকে আদালতে তলব করার আগে দখলদারদের আধা শতাংশ করে জমি লিজ দেওয়া হয়। এ পর্যন্ত অর্ধশতাধিক দখলদারকে আধা শতাংশ করে জমি লিজ দেওয়া হয়েছে। আপাতত লিজ প্রক্রিয়া বন্ধ আছে।
ব্যবসায়ীরা জানান, আধা শতাংশ করে জমি লিজ দেওয়া হলেও একেকজন ৩ থেকে ১৫ শতাংশ করে জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। লিজের শর্ত অনুযায়ী আধা পাকা স্থাপনা নির্মাণ করা না গেলেও অবৈধভাবে নির্মিত প্রতিটি স্থাপনাই আধা পাকা।
জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন বলেন, ‘যাঁরা আধা শতাংশ জমি ইজারা নিয়ে এর বাইরেও জমি দখলে রেখেছেন, তাঁদের বাড়তি অংশ ভেঙে দেওয়া হবে।’
আদালতের নির্দেশে সাভার উপজেলার নামাবাজার এলাকার বংশী নদী ও নদীর তীর দখলমুক্ত করার পর আবার সেখানে কয়েক শ অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। উপজেলা প্রশাসন আজ শনিবার আবারও অভিযান চালিয়ে সেই সব স্থাপনার বেশ কয়েকটি ভেঙে দিয়েছে।
জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘নদীর জায়গা চিহ্নিত করে পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হয়। অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে নদীর জায়গা দখলে রাখার সুযোগ নেই। তবে খাসজমি একসনা লিজ দেওয়া হচ্ছে।’
আজ শনিবার নামাবাজার এলাকায় গিয়ে চালপট্টির উত্তর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দেখা যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি এক্সকাভেটর দিয়ে ৮ থেকে ১০টি আধাপাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন।
জানা গেছে, হাইকোর্টের নির্দেশে বংশী নদী ও নদীতীরের সাভার নামাবাজার অংশে ২০২২ সালের অক্টোবরের ২৮ থেকে ৩১ তারিখ পর্যন্ত চার দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ২৮৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। এতে নদীর চার একর জায়গা ও ৪০ শতাংশ খাসজমি দখলমুক্ত হয়েছিল। উচ্ছেদ তালিকার বাইরে আরও শতাধিক দখলদার ছিল, যারা এখনো উচ্ছেদের আওতায় আসেনি।
উচ্ছেদ এলাকার বাইরের ব্যবসায়ীরা জানান, উচ্ছেদের পরপরই উচ্ছেদ হওয়া দখলদারেরা সংগঠিত হয়ে ‘সাভার উত্তর নামাবাজার আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি’ গড়ে তোলে।
সমিতির কার্যালয় হিসেবে প্রথমে নদীর জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়। বিভিন্ন পর্যায়ে ম্যানেজ করার কথা বলে ওই সমিতির মাধ্যমে দোকানমালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। এরপর বিনা বাধায় উচ্ছেদ করা অংশ পুনরায় দখল হয়ে যায়। টিনের ঘরের পরিবর্তে নির্মাণ করা হয় আধা পাকা স্থাপনা।
হাইকোর্টে রিটকারী আইনজীবী ব্যারিস্টার বাকির হোসেন মৃধা বলেন, ‘উচ্ছেদ হওয়া অংশ পুনরায় দখল হয়ে যাওয়ার বিষয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি তিনি হাইকোর্টের নজরে আনেন। সেই পরিপ্রেক্ষিতে গত ১৮ জুলাই সাভারের ইউএনওকে হাইকোর্টে তলব করে সিএস নকশা অনুযায়ী নদীর জায়গা চিহ্নিত করে দখলদারদের প্রতিবেদন দিতে বলেন আদালত। এর কয়েক দিন পর আজ শনিবার পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হয়।’
সাভারের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে জানা যায়, ইউএনওকে আদালতে তলব করার আগে দখলদারদের আধা শতাংশ করে জমি লিজ দেওয়া হয়। এ পর্যন্ত অর্ধশতাধিক দখলদারকে আধা শতাংশ করে জমি লিজ দেওয়া হয়েছে। আপাতত লিজ প্রক্রিয়া বন্ধ আছে।
ব্যবসায়ীরা জানান, আধা শতাংশ করে জমি লিজ দেওয়া হলেও একেকজন ৩ থেকে ১৫ শতাংশ করে জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। লিজের শর্ত অনুযায়ী আধা পাকা স্থাপনা নির্মাণ করা না গেলেও অবৈধভাবে নির্মিত প্রতিটি স্থাপনাই আধা পাকা।
জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন বলেন, ‘যাঁরা আধা শতাংশ জমি ইজারা নিয়ে এর বাইরেও জমি দখলে রেখেছেন, তাঁদের বাড়তি অংশ ভেঙে দেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫