Ajker Patrika

লক্ষ্মীপুর সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটি: সভাপতি লিটন, সম্পাদক সুমন 

লক্ষ্মীপুর সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটি: সভাপতি লিটন, সম্পাদক সুমন 

লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় দ্বি-বার্ষিক সাধারণ সভায় সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদে এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক সারাবাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক জাকির হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের শিফট ইনচার্জ আলী ইমাম সুমন। 

সংগঠনের সভাপতি খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় উপদেষ্টা গোলাম মহিউদ্দীন খান, বখতিয়ার রানা, নুরুল ইসলাম খোকন ও হারুনুর রশিদ বক্তব্য রাখেন। নির্বাচন কমিশনের পক্ষে সংগঠনের উপদেষ্টা গোলাম মহিউদ্দীন খান নির্বাচন পরিচালনা করেন। 

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে এস এম মোরশেদ, সহসভাপতি কাজী হাবিব ও নজির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিয়াদ হোসেন, আহম্মদ ফয়েজ ও মাজেদুল নয়ন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আরিফুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ সাইফ সুজন, দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম, প্রচার সম্পাদক মাঈন উদ্দিন আরিফ, প্রকাশনা সম্পাদক জুনায়েদ শিশির, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক বেলায়েত হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হক ফারুক আহমেদ নির্বাচিত হয়েছেন। আর নির্বাহী সদস্য পদে জিয়া চৌধুরী, মাহমুদ মানজুর, জাহাঙ্গীর হোসেন, নিলয় মামুন, রাশেদ শাহেদ, আলেয়া বেগম আলো ও ছালেহা বেগম নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত