Ajker Patrika

লকডাউনে ঢাকা ছাড়তে দিবে না পুলিশ

নিজস্ব প্রতিবেদক
লকডাউনে ঢাকা ছাড়তে দিবে না পুলিশ

সারা দেশে সোমবার থেকে সাতদিনের লকডাউন। এমন সংবাদের পর থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকেই। এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ রোধে ঢাকা থেকে গ্রামে চলে যাওয়া কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, গত বছর লকডাউন চলাকালে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে ঢাকা ছেড়েছিল। এবার তা হতে দেওয়া হবে না। এবছর কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। কোভিড-১৯ এর নিয়ন্ত্রণ করতে পুলিশ মাঠে থেকে কাজ করবে। দেশব্যাপী নতুন লকডাউন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও লকডাউনের নির্দেশনা পালনে পুলিশ আরও কঠোর হবে।

গত বছরের অভিজ্ঞতা এবার কাজে লাগাবে পুলিশ উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, গত বছরের লকডাউন পর্যালোচনা করে অভিজ্ঞতা বাস্তবায়নের বিষয়ে পরিকল্পনা করার জন্য রোববার পুলিশ এ বিষয়ে একটি সভা করবে।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, লকডাউন কার্যকরে পুলিশ সদরদপ্তর থেকে প্রতিটি ইউনিটে চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের ছুটিকে নিরুৎসাহিত করা হয়েছে। জরুরি ছাড়া কেউ ছুটি নিবে না। সেই সাথে প্রতিটি থানা সচেতনতামূলক মাইকিং করবে। কেউ লকডাউন অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত