নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার সবকটি প্রবেশমুখে শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাশাপাশি জেলা পুলিশও প্রবেশমুখগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে। ছুটির দিন হওয়ায় গাড়ির চাপ কম। সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো স্পটেই বিএনপির নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচিতে আসতে দেখা যায়নি।
আজ শনিবার সকালে ঢাকার বিভিন্ন প্রবেশমুখ ঘুরে এবং প্রতিনিধিদের পাঠানো তথ্যে এমন চিত্র পাওয়া গেছে।
ইতিমধ্যে আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠন ডিএমপির অনুমতি না পেয়ে কর্মসূচি প্রত্যাহার করলেও বিএনপি কর্মসূচি পালনের ঘোষণায় অনড় রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা খুবই কম। বিশেষ করে যাত্রীবাহী বাস অল্পসংখ্যক চলতে দেখা গেছে। সাধারণ মানুষের সমাগম খুবই কম। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। বাইরে থাকা লোকজনের মধ্যে বেশির ভাগই ঢাকার বাইরে থেকে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা দিতে এসেছেন।
মূল সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের উপস্থিতিও তেমন একটা দেখা যায়নি। রাজধানীর ধানমন্ডি, সায়েন্স ল্যাব, কাঁটাবন, নিউ মার্কেট, শাহবাগ ও মৎস্য ভবন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
অন্যদিকে ঢাকায় প্রবেশমুখের অন্যতম একটি গাবতলী। এই প্রবেশমুখের খালেক পাম্পসংলগ্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি হওয়ার কথা, তবে সেখানে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কাউকে দেখা যায়নি। যদিও কর্মসূচি বেলা ১১টা থেকে শুরু হওয়ার কথা।
বিএনপির পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলার কথা রয়েছে। গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় এই অবস্থান কর্মসূচি হবে। আজ শনিবার সকালে প্রতিটি স্পটেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, অনুমতি ছাড়া কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন কোনো পরিস্থিতি হতে দেওয়া যাবে না।
ঢাকার সবকটি প্রবেশমুখে শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাশাপাশি জেলা পুলিশও প্রবেশমুখগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে। ছুটির দিন হওয়ায় গাড়ির চাপ কম। সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো স্পটেই বিএনপির নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচিতে আসতে দেখা যায়নি।
আজ শনিবার সকালে ঢাকার বিভিন্ন প্রবেশমুখ ঘুরে এবং প্রতিনিধিদের পাঠানো তথ্যে এমন চিত্র পাওয়া গেছে।
ইতিমধ্যে আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠন ডিএমপির অনুমতি না পেয়ে কর্মসূচি প্রত্যাহার করলেও বিএনপি কর্মসূচি পালনের ঘোষণায় অনড় রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা খুবই কম। বিশেষ করে যাত্রীবাহী বাস অল্পসংখ্যক চলতে দেখা গেছে। সাধারণ মানুষের সমাগম খুবই কম। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। বাইরে থাকা লোকজনের মধ্যে বেশির ভাগই ঢাকার বাইরে থেকে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা দিতে এসেছেন।
মূল সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের উপস্থিতিও তেমন একটা দেখা যায়নি। রাজধানীর ধানমন্ডি, সায়েন্স ল্যাব, কাঁটাবন, নিউ মার্কেট, শাহবাগ ও মৎস্য ভবন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
অন্যদিকে ঢাকায় প্রবেশমুখের অন্যতম একটি গাবতলী। এই প্রবেশমুখের খালেক পাম্পসংলগ্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি হওয়ার কথা, তবে সেখানে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কাউকে দেখা যায়নি। যদিও কর্মসূচি বেলা ১১টা থেকে শুরু হওয়ার কথা।
বিএনপির পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলার কথা রয়েছে। গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় এই অবস্থান কর্মসূচি হবে। আজ শনিবার সকালে প্রতিটি স্পটেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, অনুমতি ছাড়া কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন কোনো পরিস্থিতি হতে দেওয়া যাবে না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫