ঢাকা: চীনের দেওয়া উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে । আজ বুধবার ভোর সাড়ে ৫টায় টিকা ও এডি সিরিঞ্জ বহনকারী বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট এস–৩ এজিএফ কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।
এর আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আজ সিনোফার্মের টিকা আসার কথা জানিয়েছিলেন।
গত সোমবার ঢাকায় ভার্চ্যুয়াল সম্মেলনে চীনের রাষ্ট্রদূত বলেন, চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়, সেই টিকা পেতে বাংলাদেশের সময় লাগবে।
বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।
কয়েক দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ টিকার অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ সংকটে টিকাদান কার্যক্রম নিয়ে জটিলতার মধ্যে দ্রুত রাশিয়া ও চীনের টিকার অনুমোদন দেওয়া হয় দেশে।
এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকার তুলনায় চারগুণ বেশি দাম হওয়ায় টিকা নেওয়া হবে কি–না এই সংশয়ে ভুগছে সরকার। এর আগে গত ফেব্রুয়ারিতে দেশটি বাংলাদেশকে সিনোভ্যাকের টিকা দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আর এগোয়নি তারা। এবার টিকা নিতে চাইলেও অতিরিক্ত দাম হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে সরকার।
এ পরিস্থিতিতে চুক্তি হলেও এ বছর টিকা পাওয়া অনিশ্চিত বলে জানিয়েছে চীন। কারণ, দেশটির টিকা পেতে এরই মধ্যে অনেক দেশ আবেদন করেছে। সেই তালিকায় অনেক পিছিয়ে থাকবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বিষয়টি জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, দেশে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ মিলিয়ে ৯৪ লাখের বেশি টিকা দেওয়া শেষ হয়েছে। হাতে আছে মাত্র ৮ লাখের কিছু বেশি টিকা। দ্বিতীয় ডোজের জন্য ঘাটতি প্রায় ১৪ লাখ ডোজ। যা পেতে সেরাম, কোভ্যাক্স এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারকারী ও মজুতকারী বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে সরকার। তবে এখন পর্যন্ত সুখবর মেলেনি।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা এসেছে। যেখানে পাওয়া কথা মোট ২ কোটি ৩০ লাখ ডোজ। ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জুলাইয়ে সেই টিকা আসার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে রাশিয়ার টিকা পাওয়া নিয়ে আমলতান্ত্রিক জটিলতা কাটেনি। আইন মন্ত্রণালয়ের দেওয়া ৩০টি সুপারিশের কারণে স্পুটনিক–ভি টিকা আসায় দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে।
ঢাকা: চীনের দেওয়া উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে । আজ বুধবার ভোর সাড়ে ৫টায় টিকা ও এডি সিরিঞ্জ বহনকারী বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট এস–৩ এজিএফ কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।
এর আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আজ সিনোফার্মের টিকা আসার কথা জানিয়েছিলেন।
গত সোমবার ঢাকায় ভার্চ্যুয়াল সম্মেলনে চীনের রাষ্ট্রদূত বলেন, চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়, সেই টিকা পেতে বাংলাদেশের সময় লাগবে।
বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।
কয়েক দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ টিকার অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ সংকটে টিকাদান কার্যক্রম নিয়ে জটিলতার মধ্যে দ্রুত রাশিয়া ও চীনের টিকার অনুমোদন দেওয়া হয় দেশে।
এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকার তুলনায় চারগুণ বেশি দাম হওয়ায় টিকা নেওয়া হবে কি–না এই সংশয়ে ভুগছে সরকার। এর আগে গত ফেব্রুয়ারিতে দেশটি বাংলাদেশকে সিনোভ্যাকের টিকা দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আর এগোয়নি তারা। এবার টিকা নিতে চাইলেও অতিরিক্ত দাম হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে সরকার।
এ পরিস্থিতিতে চুক্তি হলেও এ বছর টিকা পাওয়া অনিশ্চিত বলে জানিয়েছে চীন। কারণ, দেশটির টিকা পেতে এরই মধ্যে অনেক দেশ আবেদন করেছে। সেই তালিকায় অনেক পিছিয়ে থাকবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বিষয়টি জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, দেশে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ মিলিয়ে ৯৪ লাখের বেশি টিকা দেওয়া শেষ হয়েছে। হাতে আছে মাত্র ৮ লাখের কিছু বেশি টিকা। দ্বিতীয় ডোজের জন্য ঘাটতি প্রায় ১৪ লাখ ডোজ। যা পেতে সেরাম, কোভ্যাক্স এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারকারী ও মজুতকারী বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে সরকার। তবে এখন পর্যন্ত সুখবর মেলেনি।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা এসেছে। যেখানে পাওয়া কথা মোট ২ কোটি ৩০ লাখ ডোজ। ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জুলাইয়ে সেই টিকা আসার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে রাশিয়ার টিকা পাওয়া নিয়ে আমলতান্ত্রিক জটিলতা কাটেনি। আইন মন্ত্রণালয়ের দেওয়া ৩০টি সুপারিশের কারণে স্পুটনিক–ভি টিকা আসায় দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে