নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে গেছে। চিরচেনা যানজট, কোলাহল, হকারদের হাঁকডাক আর গাড়ির তীব্র হর্ন নেই বললেই চলে। ব্যস্ত এই নগরীর ফাঁকা রাস্তাগুলোতে একদিকে যেমন অনেকেই পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অন্যদিকে কিছু কিছু যানবাহন ছুটছে বেপরোয়া গতিতে। তবে এর মাঝেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, শান্তিনগর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবনসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঈদের ছুটিতে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোর চিত্র একেবারেই পাল্টে গেছে। সাধারণত যেখানে যানজটে নাকাল হতে হয়, সেখানে এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন নগরবাসী। গণপরিবহনের সংখ্যা ছিল খুবই কম। এতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে বাসের জন্য।
শান্তিনগরে এক বাসযাত্রী কাশেম হাওলাদার বলেন, ‘পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শান্তিনগর মাত্র কয়েক মিনিটে চলে এসেছি। অথচ অন্য সময় এইটুকু রাস্তা আসতে ঘণ্টা পার হয়ে যেত। রাস্তায় কোথাও যানজট নেই, এক টানে চলে আসতে পেরেছি।’
গণপরিবহন চালকদের জন্য যদিও রাস্তা ফাঁকা থাকাটা স্বস্তির, তবে যাত্রী সংকটের কারণে লোকসান গুনতে হচ্ছে তাদের। খিলগাঁও জোড়পুকুরের লেগুনা চালক জালাল মিয়া বলেন, ‘রাস্তা ফাঁকা, যাত্রীও নাই তেমন। একটা গাড়ি ভরতে ঘণ্টারও বেশি সময় লাগতেছে।’
ফাঁকা ঢাকায় যাত্রী সংকটে ভুগছেন বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপস চালকেরাও। পল্টন এলাকায় এক চালক সাজ্জাদ হোসেন বলেন, ‘ফাঁকা রাস্তায় গাড়ি চালাইতে ভালোই লাগতেছে। কিন্তু যাত্রী কমই পাওয়া যাচ্ছে, অ্যাপসেও তেমন ট্রিপ আসছে না।’
যানজটমুক্ত শহরে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। পরিবার নিয়ে তেজগাঁও থেকে হাতিরঝিলে ঘুরতে আসা আসমা আক্তার বলেন, ‘অন্যান্য দিনেও ঘুরতে আসা হয় এখানে, কিন্তু আজকে গাড়িও কম, মানুষও খুব বেশি নাই। তাই পরিবার নিয়ে এখানে আসা।’
তবে ফাঁকা রাজধানীতেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে ৭১টি চেকপোস্ট। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬৬৭টি টহল টিম রাস্তায় আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে সেনাবাহিনীর তল্লাশি চৌকি। ডিএমপি জানিয়েছে, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীতে অন্তত ১৫ হাজার পুলিশ তৎপর রয়েছে।
থানা-পুলিশের বাইরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) পুলিশ দল, পুলিশের বিশেষায়িত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), গোয়েন্দা পুলিশ (ডিবি) সক্রিয় রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে গেছে। চিরচেনা যানজট, কোলাহল, হকারদের হাঁকডাক আর গাড়ির তীব্র হর্ন নেই বললেই চলে। ব্যস্ত এই নগরীর ফাঁকা রাস্তাগুলোতে একদিকে যেমন অনেকেই পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অন্যদিকে কিছু কিছু যানবাহন ছুটছে বেপরোয়া গতিতে। তবে এর মাঝেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, শান্তিনগর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবনসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঈদের ছুটিতে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোর চিত্র একেবারেই পাল্টে গেছে। সাধারণত যেখানে যানজটে নাকাল হতে হয়, সেখানে এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন নগরবাসী। গণপরিবহনের সংখ্যা ছিল খুবই কম। এতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে বাসের জন্য।
শান্তিনগরে এক বাসযাত্রী কাশেম হাওলাদার বলেন, ‘পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শান্তিনগর মাত্র কয়েক মিনিটে চলে এসেছি। অথচ অন্য সময় এইটুকু রাস্তা আসতে ঘণ্টা পার হয়ে যেত। রাস্তায় কোথাও যানজট নেই, এক টানে চলে আসতে পেরেছি।’
গণপরিবহন চালকদের জন্য যদিও রাস্তা ফাঁকা থাকাটা স্বস্তির, তবে যাত্রী সংকটের কারণে লোকসান গুনতে হচ্ছে তাদের। খিলগাঁও জোড়পুকুরের লেগুনা চালক জালাল মিয়া বলেন, ‘রাস্তা ফাঁকা, যাত্রীও নাই তেমন। একটা গাড়ি ভরতে ঘণ্টারও বেশি সময় লাগতেছে।’
ফাঁকা ঢাকায় যাত্রী সংকটে ভুগছেন বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপস চালকেরাও। পল্টন এলাকায় এক চালক সাজ্জাদ হোসেন বলেন, ‘ফাঁকা রাস্তায় গাড়ি চালাইতে ভালোই লাগতেছে। কিন্তু যাত্রী কমই পাওয়া যাচ্ছে, অ্যাপসেও তেমন ট্রিপ আসছে না।’
যানজটমুক্ত শহরে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। পরিবার নিয়ে তেজগাঁও থেকে হাতিরঝিলে ঘুরতে আসা আসমা আক্তার বলেন, ‘অন্যান্য দিনেও ঘুরতে আসা হয় এখানে, কিন্তু আজকে গাড়িও কম, মানুষও খুব বেশি নাই। তাই পরিবার নিয়ে এখানে আসা।’
তবে ফাঁকা রাজধানীতেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে ৭১টি চেকপোস্ট। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬৬৭টি টহল টিম রাস্তায় আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে সেনাবাহিনীর তল্লাশি চৌকি। ডিএমপি জানিয়েছে, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীতে অন্তত ১৫ হাজার পুলিশ তৎপর রয়েছে।
থানা-পুলিশের বাইরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) পুলিশ দল, পুলিশের বিশেষায়িত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), গোয়েন্দা পুলিশ (ডিবি) সক্রিয় রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে