নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ বিমানের পাইলট নিয়োগে অনিয়মের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ১৯ মার্চের মধ্যে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষে এই বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই-সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর আজ মঙ্গলবার বিচারপতি জে বিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন।
রিটকারী আইনজীবী তানভীর আহমেদ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা ১৯ মার্চের মধ্যে জানাতে বলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চুক্তিভিত্তিক পাইলট নিয়োগে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি করে দিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
বিমানের ১৪ জন পাইলট নিয়োগে অনিয়মের বিষয়ে গত বছরের মার্চে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে প্রতিবেদনটি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ রিট করলে তদন্ত করতে কমিটি করে দেন হাইকোর্ট।
২০২১ সালের ২৩ নভেম্বর দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে গত বছরের শুরুর দিকে এসব পাইলটকে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগ নিয়ে শুরু থেকেই দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ জানিয়ে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলটদের সংগঠন–বাপা। তখন এ আপত্তি আমলে নেয়নি বিমান। এমনকি নিয়োগ পাওয়াদের প্রশিক্ষণও দেওয়া শুরু করা হয়।
বাংলাদেশ বিমানের পাইলট নিয়োগে অনিয়মের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ১৯ মার্চের মধ্যে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষে এই বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই-সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর আজ মঙ্গলবার বিচারপতি জে বিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন।
রিটকারী আইনজীবী তানভীর আহমেদ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা ১৯ মার্চের মধ্যে জানাতে বলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চুক্তিভিত্তিক পাইলট নিয়োগে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি করে দিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
বিমানের ১৪ জন পাইলট নিয়োগে অনিয়মের বিষয়ে গত বছরের মার্চে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে প্রতিবেদনটি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ রিট করলে তদন্ত করতে কমিটি করে দেন হাইকোর্ট।
২০২১ সালের ২৩ নভেম্বর দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে গত বছরের শুরুর দিকে এসব পাইলটকে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগ নিয়ে শুরু থেকেই দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ জানিয়ে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলটদের সংগঠন–বাপা। তখন এ আপত্তি আমলে নেয়নি বিমান। এমনকি নিয়োগ পাওয়াদের প্রশিক্ষণও দেওয়া শুরু করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে