নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদুল ফিতরের উৎসবকে নিরাপদ এবং উৎসবমুখর করতে নানা প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবি সব সময় নগরবাসীর পাশে রয়েছে এবং ঈদ উদ্যাপনেও আমরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি।’
আজ শনিবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ঈদ উপলক্ষে ডিবি কর্তৃক গৃহীত কার্যক্রম নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম মল্লিক জানান, পবিত্র রমজান মাসে যেমন ডিবি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করেছে, তেমনি ঈদের সময়েও নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি মাঠে কাজ করে যাচ্ছে।
ডিএমপি এই সময়ে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরের ৫০টি থানা এলাকায় প্রতিদিন ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এ ছাড়া পুলিশি কার্যক্রমে সহায়তা করতে অক্সিলিয়ারি ফোর্সও নিয়োগ করা হয়েছে, যারা আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় তিনি আরও বলেন, ডিবি বর্তমানে ‘ভ্যানগার্ড’ হিসেবে কাজ করছে। রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ডিবির কার্যক্রম আরও তৎপর করা হয়েছে। বিপণিবিতান, রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিবি সব সময় প্রস্তুত থাকবে।
ডিবি কর্মকর্তারা যেকোনো অপরাধীর জন্য ‘মূর্তিমান আতঙ্ক’ হতে চায় বলে মন্তব্য করেছেন। রেজাউল করিম মল্লিক বলেন, ‘আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কাজ করছি। রমজান শুরুর পর থেকে ডিবি বিভিন্ন অপরাধী চক্রকে ধরতে সফল হয়েছে এবং মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।’
তিনি বলেন, ঈদ উপলক্ষে জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি ব্যাপক তৎপরতা চালাচ্ছে। এরই মধ্যে জাল নোট তৈরির সরঞ্জামসহ কয়েকজন সক্রিয় চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সাইবার টিমও অনলাইনে নজরদারি করছে, যাতে ঈদ উপলক্ষে জাল নোটের বেচাকেনা বন্ধ রাখা যায়।
রেজাউল করিম মল্লিক আরও বলেন, ঈদের পর ঢাকা মহানগরীকে নিরাপদ রাখতে ডিবি বিশেষ অভিযান পরিচালনা করবে। চাঁদাবাজ, ছিনতাইকারী ও অন্য অপরাধীদের গ্রেপ্তার করতে ডিবি বিভিন্ন কৌশলগত স্থানে অভিযান চালাবে।
ডিবি সদস্যরা নগরবাসীর জন্য সর্বদা প্রস্তুত থাকবে, উল্লেখ করে তিনি বলেন, যেকোনো ধরনের সমস্যা বা নিরাপত্তা ঝুঁকি থাকলে স্থানীয় থানা বা ডিবিকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পাশাপাশি ডিএমপির কন্ট্রোল রুম এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।
ঈদুল ফিতরের উৎসবকে নিরাপদ এবং উৎসবমুখর করতে নানা প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবি সব সময় নগরবাসীর পাশে রয়েছে এবং ঈদ উদ্যাপনেও আমরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি।’
আজ শনিবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ঈদ উপলক্ষে ডিবি কর্তৃক গৃহীত কার্যক্রম নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম মল্লিক জানান, পবিত্র রমজান মাসে যেমন ডিবি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করেছে, তেমনি ঈদের সময়েও নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি মাঠে কাজ করে যাচ্ছে।
ডিএমপি এই সময়ে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরের ৫০টি থানা এলাকায় প্রতিদিন ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এ ছাড়া পুলিশি কার্যক্রমে সহায়তা করতে অক্সিলিয়ারি ফোর্সও নিয়োগ করা হয়েছে, যারা আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় তিনি আরও বলেন, ডিবি বর্তমানে ‘ভ্যানগার্ড’ হিসেবে কাজ করছে। রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ডিবির কার্যক্রম আরও তৎপর করা হয়েছে। বিপণিবিতান, রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিবি সব সময় প্রস্তুত থাকবে।
ডিবি কর্মকর্তারা যেকোনো অপরাধীর জন্য ‘মূর্তিমান আতঙ্ক’ হতে চায় বলে মন্তব্য করেছেন। রেজাউল করিম মল্লিক বলেন, ‘আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কাজ করছি। রমজান শুরুর পর থেকে ডিবি বিভিন্ন অপরাধী চক্রকে ধরতে সফল হয়েছে এবং মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।’
তিনি বলেন, ঈদ উপলক্ষে জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি ব্যাপক তৎপরতা চালাচ্ছে। এরই মধ্যে জাল নোট তৈরির সরঞ্জামসহ কয়েকজন সক্রিয় চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সাইবার টিমও অনলাইনে নজরদারি করছে, যাতে ঈদ উপলক্ষে জাল নোটের বেচাকেনা বন্ধ রাখা যায়।
রেজাউল করিম মল্লিক আরও বলেন, ঈদের পর ঢাকা মহানগরীকে নিরাপদ রাখতে ডিবি বিশেষ অভিযান পরিচালনা করবে। চাঁদাবাজ, ছিনতাইকারী ও অন্য অপরাধীদের গ্রেপ্তার করতে ডিবি বিভিন্ন কৌশলগত স্থানে অভিযান চালাবে।
ডিবি সদস্যরা নগরবাসীর জন্য সর্বদা প্রস্তুত থাকবে, উল্লেখ করে তিনি বলেন, যেকোনো ধরনের সমস্যা বা নিরাপত্তা ঝুঁকি থাকলে স্থানীয় থানা বা ডিবিকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পাশাপাশি ডিএমপির কন্ট্রোল রুম এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে