অনলাইন ডেস্ক
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংকিং চ্যানেলে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে সন্দেহজন ৪৩ কোটি টাকা লেনদেনর প্রমাণ পেয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া তাঁর চার মেয়ের সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশ দিয়েছে দুদক।
মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক খাদ্যমন্ত্রীর নামে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৩৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি কর্মচারী ছিলেন এবং তার ওপর অর্পিত দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছেন, যার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ ছাড়া অভিযোগ সংশ্লিষ্ট সাধন চন্দ্র মজুমদারের নিজ এবং তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ৬৫টি হিসাবে মোট ৪৩ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৩৭৫ টাকা লেনদেন করেন। যার মধ্যে ২৩ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ২৫৭ টাকা জমা ও ১৯ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ১১৮ উত্তোলন করেছেন। তিনি এই টাকা সন্দেহজনকভাবে হস্তান্তর, রুপান্তর, স্থানান্তর করেছেন বলে জানায় দুদক।
মামলার এজাহারে বলা হয়, সাধন চন্দ্র মজুমদারের মেয়ে কাবেরী রানী মজুমদারে ১ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৭৩৬ টাকার, সোমা রানী মজুমদারের ২০ লাখ ৬০ হাজার ৩১৫ টাকার, কৃষ্ণা রানী মজুমদারের ২ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ৪৩৯ টাকার ও তৃনা মজুমদারের নামে ৩ কোটি ২৬ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়।
এ ছাড়া তাদের নামে ও বেনামে আরও সম্পদ থাকার সম্ভবনা রয়েছে বলেও মনে করে দুদক।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংকিং চ্যানেলে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে সন্দেহজন ৪৩ কোটি টাকা লেনদেনর প্রমাণ পেয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া তাঁর চার মেয়ের সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশ দিয়েছে দুদক।
মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক খাদ্যমন্ত্রীর নামে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৩৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি কর্মচারী ছিলেন এবং তার ওপর অর্পিত দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছেন, যার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ ছাড়া অভিযোগ সংশ্লিষ্ট সাধন চন্দ্র মজুমদারের নিজ এবং তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ৬৫টি হিসাবে মোট ৪৩ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৩৭৫ টাকা লেনদেন করেন। যার মধ্যে ২৩ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ২৫৭ টাকা জমা ও ১৯ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ১১৮ উত্তোলন করেছেন। তিনি এই টাকা সন্দেহজনকভাবে হস্তান্তর, রুপান্তর, স্থানান্তর করেছেন বলে জানায় দুদক।
মামলার এজাহারে বলা হয়, সাধন চন্দ্র মজুমদারের মেয়ে কাবেরী রানী মজুমদারে ১ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৭৩৬ টাকার, সোমা রানী মজুমদারের ২০ লাখ ৬০ হাজার ৩১৫ টাকার, কৃষ্ণা রানী মজুমদারের ২ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ৪৩৯ টাকার ও তৃনা মজুমদারের নামে ৩ কোটি ২৬ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়।
এ ছাড়া তাদের নামে ও বেনামে আরও সম্পদ থাকার সম্ভবনা রয়েছে বলেও মনে করে দুদক।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে